21/02/2025
যে চাচা মার্কা ছাত্র নেতারা কয় ২৪ শে শিবিরের অবদান নেই ' তাকে বলবো তুর আব্বায় এই আন্দোলন সফল করেছে
জুলকারনাইন সায়ের আজ যা লিখেছেন, ঐটা সত্যি হলে জুলাই বিপ্লবের ইতিহাস পাল্টে যাবে।
এন্ড বৈষম্য বিরোধী নেতাদের অনেক অনেক মিথ্যা কথাও সামনে চলে আসবে।
সবচে মজার ব্যাপার হলো, জুলকারনাইন সায়ের ভাই এবারের পার্সন অব দ্য ইয়ার ঘোষণা করেছিলেন সাদিক কায়েমকে।
বাট কেন করেছিলেন, জানতাম না।
আজ জানা হলো। জানা হলো এই সাদিক কায়েমই সালমান নাম নিয়ে জুলকারনাইন সায়ের এবং আরেকজনের সাথে সমস্ত যোগাযোগ রক্ষা করেছিলেন।
এবং সমন্বয়কদের জন্য সেইফ হাউজের ব্যবস্থা করতে যা যা যোগাযোগ করা, ঐটা সাদিক কায়েমের করা।
এক দফা ঘোষণা দেওয়ার আগে কিছু সমন্বয়ক দাবি করে বসে তাদের ফ্যামিলিকে এম্বেসীতে আশ্রয় না দিলে তারা এক দফার ঘোষণা দিবেন না।
এইখানে একজন রহস্যময় নারী চরিত্র আছে। যিনিই মূলত সাদিক কায়েমকে ইনস্ট্রাকশন দিয়েছেন আন্দোলনের ব্যাপারে। এবং উনিই মূলত সেইফ হাউজের ব্যবস্থাটা করেছিলেন।
তো এই রহস্যময় নারী বারবার সমন্বয়কদের উপর বিরক্ত হয়ে কুইট করতে চাইছিলেন আন্দোলন। বাট সাদিক কায়েম বারবার অনুরোধ করে বলেছিলেন যে এখানে অনেক স্টেক হোল্ডার আছে। কাজ করা খুবই পেইন হয়ে যাচ্ছে। বাট আমি এই আন্দোলনের জন্য আমার জীবন দিয়ে দিতেও প্রস্তুত।
এইখানে এসে বুঝেছি কেন সাদিক কায়েমই পার্সন অব দ্য ইয়ার।
কারণ, যখন এখনকার স্টার নেতারা সেইফ হাউজে বসে এম্বেসিতে পরিবার না নিলে খেলবো না বলে জেদ ধরেছিলেন, তখন সাদিক জেদ ধরেছিলেন যে আন্দোলন করতেই হবে। অন্যরা নিজের পরিবারের চিন্তা করেছে, সাদিক চিন্তা করেছে আন্দোলনটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়।
থ্যাংকিউ, জুলাই বিপ্লবের আনসাং হিরো, সালমান তথা সাদিক কায়েম।
গত ২ সপ্তাহে আমাদের মধ্যে যেসব প্রশ্ন উঠেছিলো, আমরা আজ তার জবাব পেয়েছি।
এতো কিছু করেও আজ পর্যন্ত এই বিপ্লবে নিজের স্টেক নিয়ে একটা শব্দও উচ্চারণ করেন নাই, সরকারে যান নাই, নিজেকে কিছু দাবিও করেন নাই।
অথচ আমরা আজ আবিষ্কার করলাম, সবার সেইফ থাকার ব্যবস্থা করে টরে আপনি ফাঁসির দড়িটা আপনার গলাতেই টেনে রেখেছিলেন। দুনিয়ার সব কম্যুনিকেশন করেছেন নিজের নাম্বার থেকে। যেই নাম্বার খুঁজে বের করে আপনাকে ফাঁসি দিতে হাসিনার সময় লাগতো ১০ মিনিট।
কার কার ফাঁসি হতো, ঐটা নিয়েও এখন প্রচুর কথাই শুনি। কে কে অলরেডি শহীদ, ঐ তুলুতুলুতে তো ফেসবুকে ঢোকাই দায় হয়ে যায়।
অথচ আজ জানলাম, ফাঁসির দড়ির মধ্যে মাথাটা আসলে কার ছিলো।
এতো কিছু জানতেন বলেই জুলকারনাইন সায়েরের পক্ষে ২০২৪ এর পার্সন অব দ্য ইয়ার বাছাই করা সহজ হয়েছিলো।
আজ সবাই জানলো।
আজকের পর থেকে ২০২৪ এর পার্সন অব দ্য ইয়ার নিয়ে সায়ের ভাইয়ের সাথে সাথে আমাদেরও আর কোন সন্দেহ থাকলো না।
আপনার এই সাহস, আপনার এই সততা আর আপনার এই নির্লিপ্ততা, সবকিছুই যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়।
Salman: The Man, The Myth, The Legend
- DU Insides