Khadija Fashion

Khadija Fashion তোমার ইমানকে খাঁটি কর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 🥰
Khadija Akter Koly
(2)

কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আগের মত আর থাকে না! হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময়...
28/08/2025

কিছু কষ্ট মানুষকে এমন ভাবে বদলে দেয় যে, সে আগের মত আর থাকে না! হৃদয়ের সব নরম অনুভূতি ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যাকে এক সময় অনূভুতির গভীরে রাখা হতো, তার গুরুত্ব হারিয়ে যায়। অপেক্ষা, অভিমান সবকিছুই এক সময় অর্থহীন হয়ে যায়।
যেমন হয়েছি বালা,উসমানের প্রতি।

একদিন মানুষ শিখে যায়, বাঁচতে হলে নিজেকে শক্ত করে নিতে হবে। অনুভূতির আঘাতে পাথর হয়ে যাওয়া হৃদয় আর কখোনো নরম হয় না। তখন জীবন তার নিজের পথে এগিয়ে চলে নির্লিপ্ত, নিঃশব্দ নির্বাক..

যারা আমার গুরুত্ব দেওয়াকে আমার দুর্বলতা ভেবে বসে, তাদের আসলে জানা নেই ছেড়ে আসার ব্যাপারে আমি ঠিক কতটা দক্ষ।আমি মানুষকে...
27/08/2025

যারা আমার গুরুত্ব দেওয়াকে আমার দুর্বলতা ভেবে বসে, তাদের আসলে জানা নেই ছেড়ে আসার ব্যাপারে আমি ঠিক কতটা দক্ষ।আমি মানুষকে ভালোবাসি,সম্মান করি,প্রচুর সুযোগ দেই;কিন্তু বিপরীতে যখন তারা আমাকে শূন্যতা ফিরিয়ে দেই!আমিও ঠিক তখন সে মানুষটিকে মুক্ত করে দেই,আমার ভালোবাসা..মায়া থেকে।😅

নামহীন সম্পর্কজীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না।নামহীন সম্পর্কে তাই অধিকার খাটানো যায় না। তাকে ন...
07/08/2025

নামহীন সম্পর্ক

জীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না।

নামহীন সম্পর্কে তাই অধিকার খাটানো যায় না। তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখাটাও যেন অন্যায় হয়ে দাঁড়ায়। সেই মানুষগুলোকে আমরা প্রিয় মানুষ বলতে পারি না, আবার ভালোবাসিও বলতে পারি না। নিজের মনের সাথে সবসময় একটা মানসিক দ্বন্দ্ব লেগে থাকে। বারবার মনে প্রশ্নজাগে, মানুষটাকে নিয়ে কেন এত ভাবছি! পরক্ষণেই আবার অসহায়ের মতো মন বলে উঠে, তাকে না ভেবেও যে পারছি না। শুধু উপলব্ধি হয় যে, মানুষটা আমার অনুভূতি জুড়ে থাকা বিশেষ কেউ। যাকে হারানোরও কিছু নেই; পাওয়ারও কিছু নেই।

এজন্যই হয়তো কেউ একজন সুন্দর করে বলেছেন, আমাদের প্রেম হয়নি, হবেও না।

ভালোবাসি প্রকাশ করা হয়নি, হবেও না।

আপনি না হয় আমার জীবনে কেউ না হয়ে এসে কেউ না হয়েই রইলেন।

বই-গল্প

05/08/2025

হে কালো মেঘ..!
মনটা ভিষণ খারাপ,
আসমানের অধিপতি কাছে বার্তা টুকু পুছে দিও😔

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদ...
16/07/2025

যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
কপি পোস্ট।

উপরওয়ালার পরিকল্পনার কাছে মানুষের যে অসহায়ত্ব কোন প্রার্থনাতেই সেই অসহায়ত্ব কাটিয়ে উঠা সম্ভব না!স্রষ্টা যা চায় না, ...
05/07/2025

উপরওয়ালার পরিকল্পনার কাছে মানুষের যে অসহায়ত্ব কোন প্রার্থনাতেই সেই অসহায়ত্ব কাটিয়ে উঠা সম্ভব না!
স্রষ্টা যা চায় না, আমরা তা চাই বলেই হয়তো জীবন এতো জটিল হয়ে যায়!

কোন এক বোনের লিখা,,,😊এটা আমাকে আংটি পড়ানোর দিনের ছবি।সেদিন ই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে প্রথম দেখতে গিয়েছিল।উনাদেরকে ন...
15/06/2025

কোন এক বোনের লিখা,,,😊

এটা আমাকে আংটি পড়ানোর দিনের ছবি।সেদিন ই আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে প্রথম দেখতে গিয়েছিল।উনাদেরকে না জানিয়ে আমার স্বামী আংটি কিনে রেখেছিল যেটা আমাকে দেখতে যাওয়ার আগের দিন রাতে উনাদেরকে জানায়।এর আগে আমার স্বামীর সাথে আমার দুইবার দেখা হয়েছিল,কথা হয়েছে অনেকদিন।

পরিচয়ের পরে একদিন আমি তাকে বলেছিলাম আপনার পরিবার যদি আমাকে পছন্দ না করে তখন কি হবে?সে বলেছিল আমার পরিবার তোমার সাথে সংসার করবে না,সংসার করবো আমি।আল্লাহ চাইলে তোমার সাথে সারাজীবন আমি থাকবো তাই পরিবারের থেকে আমার পছন্দের গুরুত্ব বেশি দিতে হবে।আমি আমার পরিবারকে বলি নাই যে আপনারা গিয়ে দেখেন মেয়ে পছন্দ হয় কিনা,আমি বলেছি আমি মেয়ে পছন্দ করেছি আপনারা গিয়ে কথা বলেন।আমি যেদিন এই কথা বলেছিলাম সেদিন রাতেই সে আমাকে আংটি কিনে ছবি দিয়েছিল আর বলেছিল পুরুষ চাইলেই পরিবারকে মানিয়ে যে কাউকে বিয়ে করতে পারে আবার পরিবারের অজুহাতে কাউকে ছেড়ে দিতে পারে।সেদিন তার একটা কথা এখনো আমার কানে বাজে সেটা হল "পুরুষ তার পছন্দের নারীর জন্য দুনিয়াকেও উপেক্ষা করতে পারে।"💝

copy post

12/06/2025

অভিমান ছিলো সমুদ্র সমান,,
কিন্তু আশা ছিলো আকাশ সমান,
ভাগ্যক্রমে অভিমান রুপ নিলো আকাশ সমান।
আর আশা সেতো শূন্যের কোটায় নামতে থাকে,,😅

07/06/2025

একটা ক্ষুদ্র জমিনে ছোট একটা গাছ উঠলো,গাছটাতে তেমন কেউ যত্ন নেয় না,সে নিজে নিজে বড় হতে লাগলো।
আশেপাশে ছোট্ট ছোট্ট আরো কিছু আগাছা উঠতে লাগলো, অন্য দিকে গাছের গোরায় মাটি নেই গাছ দুর্বল হতে লাগলো।
জমির মালিক মাঝে মাঝে গাছের দিকে তাকায়,গল্প শোনায়,কবিতা বলে,গান গায়।
গাছটাও মালিকে চাওনি,গল্প বলা, কবিতা লিখা মায়ায় পরে যায়।
হাওয়া খায় গল্প বানায় তাও নিজের ইচ্ছে হলে।
কিন্তু গাছের তেমন যত্ন নেয় না,মালিকের গাছটা খুব ভালো লাগে,গাছের হাওয়া,শুভ্র ছায়া, মৃদু মৃদু আলো।
কিন্তু অবহেলায় গাছটা তেমন বেড়ে উঠেনি,ঐই ছোট্ট আগাছার মতোই পরে আছে,
একদিন এক ঝড়ে গাছটা পরে যায়।

তাই কারো জীবনে ভালো লাগার মতো বেড়ে উঠতে নেই।
ভালোবাসার মতো যত্ন করে আগলে নিতে হয়।
ভালো লাগা আর ভালোবাসা দুইটা ভিন্ন জিনিস,
মানুষ ফুল পছন্দ করে তার কাছে ফুল ভালো লাগে,সে সেইটা ভালো লাগে বিধায় ক্রয় করে,কিন্তু কিছুক্ষণ পরে ফুলটা ছিঁড়ে ফেলে দেয় আর নয়তো ভালো লাগে না কোথায় কে নিয়ে গেলো তাও হুশ থাকে না।

কিন্তু ভালোবাসা হলো যত্ন করে আগলে রাখার নাম,এইটা আমার মানে আমারই, তার দিকে তাকায়,যত্ন নেয়,যতোই পুরান হোক বা কমদামি তা সব সময় আগলে রাখার মতো,অন্য কারো হতে দেয় না। ভালোবাসার জিনিস মানুষ কখনোই হারাতে চায় না।
তাই জীবনে কাউকে ভালেবাসলে তার যত্ন নিন পরিচর্যা করুন,সময় মতো পানি দেন।
হুম হয়তো বলবেন গাছটার হায়াত ছিলো যতদিন, সে টিকেছে ততদিন,তা হলে বলবো যেখানে অনেক গাড়ি চলাচল করে সেইখানে মাঝ রাস্তায় ইচ্ছেকৃত দাড়িয়ে থাকুন,হায়াত যতদিন থাকবে ততদিন বাঁচবেন।
😄😄
এইটা কি আত্মহত্যা হবে না?
যাইহোক এইটায় বলতে চাই কারো জীবনে ভালো লাগার মতো করে কিছু চাইবেন না,ভালোবাসা মতো করে আগলে নিন....!
✍️✍️Khadija akter

হয়তো আমি তোমার জীবনের সেরা মানুষ নই,কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেসে বলবে সে অন্যরকম ছিল,😊
02/06/2025

হয়তো আমি তোমার জীবনের সেরা মানুষ নই,
কিন্তু একদিন তুমি আমার নাম শুনে হেসে বলবে সে অন্যরকম ছিল,😊

Address

Chowara Girls High School Road
Cumilla
SADARSOUTH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadija Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share