তাহি তিহু তামু

তাহি তিহু তামু Alhamdulillah for everyone, everymoment,everything.... ❤️❤️❤️❤️

শিশুর মানসিক চাপ ও পেট ব্যথা: একটা অদৃশ্য সংযোগঅনেক সময় দেখা যায়, শিশুরা পেট ব্যথা করছে বলছে, কিন্তু কোনো শারীরিক সমস্যা...
02/05/2025

শিশুর মানসিক চাপ ও পেট ব্যথা: একটা অদৃশ্য সংযোগ

অনেক সময় দেখা যায়, শিশুরা পেট ব্যথা করছে বলছে, কিন্তু কোনো শারীরিক সমস্যা ধরা পড়ে না। তখন অনেকেই অবাক হন—"কেন এমন হচ্ছে?"

আসলে শিশুর মানসিক চাপ (Stress) বা উদ্বেগ (Anxiety) অনেক সময় শরীরের নানা উপসর্গ তৈরি করে, যার মধ্যে পেট ব্যথা অন্যতম। এটা একে বলা হয় "Psychosomatic Pain"।

কিভাবে মানসিক চাপ শিশুর পেট ব্যথা সৃষ্টি করে?

1. মস্তিষ্ক ও অন্ত্রের যোগসূত্র (Gut-brain connection):
আমাদের অন্ত্রের একটি নিজস্ব স্নায়ুতন্ত্র রয়েছে, যাকে বলা হয় "enteric nervous system"। এটা মস্তিষ্কের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই শিশু মানসিকভাবে চাপে থাকলে এর প্রভাব পড়ে অন্ত্রে—ফলে দেখা দেয় ব্যথা, বমি বমি ভাব বা হজমে সমস্যা।

2. স্ট্রেস হরমোন:
মানসিক চাপের সময় শরীর "কর্টিসল" নামক হরমোন নিঃসরণ করে, যা পরিপাকতন্ত্রকে উত্তেজিত করে এবং বদহজম বা পেটে মোচড়ের মতো ব্যথার সৃষ্টি করে।

3. অভিব্যক্তির ঘাটতি:
ছোট শিশুরা অনেক সময় মুখে বলতে পারে না তারা কেমন অনুভব করছে। তখন তাদের মানসিক অস্থিরতা শরীরের মাধ্যমে প্রকাশ পায়, যেমন—পেট ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি।

কখন বুঝবেন এটা মানসিক চাপের পেট ব্যথা:

স্কুলে যেতে চাইল না ও বলল পেট ব্যথা।

পরীক্ষার আগে হঠাৎ ব্যথা করে।

ডাক্তার বলল, তেমন কোনো শারীরিক সমস্যা নেই।

ব্যথা এলোমেলো সময়ে হয়, কখনও তীব্র, কখনও নেই।

কী করবেন এই পরিস্থিতিতে?

শিশুর সঙ্গে খোলামেলা কথা বলুন।

ওর অনুভূতি জানতে চেষ্ট করুন।

মানসিকভাবে সাপোর্ট দিন, ভালোবাসা দিন।

প্রয়োজনে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিন।

মনে রাখবেন:
শিশুর মন যেমন সুস্থ থাকবে, তেমনি থাকবে শরীর। শুধু ওষুধ নয়, আপনার ভালোবাসা আর বোঝাপড়াই হতে পারে শিশুর সবচেয়ে বড় চিকিৎসা।

⭕️⭕️আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account স...
01/05/2025

⭕️⭕️আপনি যদি Facebook থেকে ইনকাম করেন এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে নিয়ম দেওয়া হলো—🛑🛑
১. Payouts Hub-এ যান🤍
প্রথমে Meta Business Suite খুলুন।🙂😳
সেখান থেকে Monetization → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিন
ব্যক্তিগত তথ্য:
আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।🙂😳
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল
ট্যাক্স সংক্রান্ত তথ্য 😐🥰
পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (যদি আপনার দেশে সাপোর্ট করে)।
ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।🙏🙏
SWIFT কোড (আন্তর্জাতিক লেনদেনের জন্য)।
রাউটিং নম্বর (যদি প্রয়োজন হয়)।
৩. Facebook আপনার তথ্য চেক করবে।
৪. Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী সব তথ্য দিবেন যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুলো দিতে পারে 💝🥰

Husband er birthday te banano❤️
01/05/2025

Husband er birthday te banano❤️

Good morning সকাল টা শুরু হউক একগুচ্ছ ফুটন্ত ফুলের সাথে ❤️
27/04/2025

Good morning
সকাল টা শুরু হউক একগুচ্ছ ফুটন্ত ফুলের সাথে ❤️

26/04/2025

তিন অক্ষরের নাম তার, জলে বাস করে
মাঝের অক্ষর কেটে দিলে আকাশেতে উড়ে।।।
জানলে উওর টা এখনই কমেনৃট কর।

হগ্গলে মনিটাইজেশন পাইলে হুূদা আমারে ছাড়া 🤩
26/04/2025

হগ্গলে মনিটাইজেশন পাইলে হুূদা আমারে ছাড়া 🤩

25/04/2025

Follow plz

মেয়পর আবদারে চকলেট বানাইলাম।।।কেমন হয়েছে?
25/04/2025

মেয়পর আবদারে চকলেট বানাইলাম।।।
কেমন হয়েছে?

23/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Handpaint panjabi..Order korte inbox plz..Pic collected
06/04/2025

Handpaint panjabi..
Order korte inbox plz..
Pic collected

বৈশাখে প্রিয়জনকে দিচ্ছেন ত??
05/04/2025

বৈশাখে প্রিয়জনকে দিচ্ছেন ত??

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাহি তিহু তামু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share