08/03/2024
নারী দিবসের শুভেচ্ছা সেই প্রেমিকাকে যে আমায় শিখিয়েছিল প্রেম, যত্ন, আর পরিচয় করিয়েছিল বেদনার মতো স্নিগ্ধ অনুভূতির সাথে।
নারী দিবসের শুভেচ্ছা সেই নারীদেরকে যে সব নারীরা দায়িত্ব তুলে নিয়েছিল সংসারের। যারা হাড় ভাঙা খাটনি করে যাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে, টিউশনিতে এবং সংসারে বছরের পর বছর।
নারী দিবসে শুভেচ্ছা আমার আম্মার মতো সেই মমতাময়ী মা'কে। যাদের রান্নার স্বাদ পৃথিবীর সব ধরণের সু'স্বাদু খাবারের স্বাদকেও ছাপিয়ে যায়। যাদের মমতায় সুন্দর হয়ে ওঠে সন্তানদের পৃথিবী। সংসার ছাড়া যাদের নিজস্ব ব্যাক্তিগত কোন জীবন নেই।
নারী দিবসের শুভেচ্ছা রাসূল (সাঃ) স্ত্রী খাঁদিজার মতো সেইসকল হৃদয়বান নারীদের। যারা তাদের পুরুষদের প্রতিষ্ঠানিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে কখনোও প্রেম, ভালোবাসা, সম্মান থেকে বঞ্চিত করেনি। বরং, তাদের পুরুষের পাশে থেকে গিছে
এক জীবন।
প্রেমিকা, প্রাক্তন, বান্ধবী, স্ত্রী, মা, বোন, শিক্ষিকা, অফিস কলিগ, বুয়া, আয়া থেকে সকল শ্রেনীর, সকল স্তরের নারীদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা, এবং ভালোবাসা।