UnTold Diary

UnTold Diary Dont wait for perfect time
Take a moment and Make it perfect ��

13/09/2024

আমি কাউরে ফেইক ফ্রেন্ড বলিনা। স্নেক বলিনা। আমি কোনো অলি আউলিয়া না। আমিও কারো না কারো লাইফে একটা টক্সিক। আমার প্রচুর ভুল আছে বন্ধু হিসাবে। আমি সাধু না। সাধু সাঝতেও চাইনা। অনেকে যেমন নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করছে, আমিও করছি অনেককে।

সো, আমার লাইফে কেউ স্নেক না। জাস্ট যাদের বন্ধু ভাবছি৷ তারা হয়তো সবাই বন্ধু ছিলোনা।

13/08/2024

কে ছেড়ে গেলো, কে ইগ্নোর করলো, আর কে পেছনে বদনাম করলো, তা দেখার সময় নেই! কিন্তু কে থেকে গেলো, কে খারাপ সময়ে পাশে থাকলো, সেইটা আমার কাছে Most Important.❤️

14/07/2024

আবেগে, রাগে বা কষ্টে কেউ যদি তার ব্যক্তিগত কিছু কিংবা আপনজন থেকে পাওয়া কষ্ট আপনার সাথে শেয়ার করে ফেলে'আপনার উচিত, নিজের উত্তম চরিত্র দিয়ে ঢেকে সেটাকে একান্তে গোপন রাখা,

10/07/2024

কোনো কারণ ছাড়াই তোমাকে আরোও কিছুকাল মনে রাখবো আমি, যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি এযাবৎকাল।

তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলবো তা নয়। সকালে ক্লাশ , দুপুরে চা, সন্ধ্যা গাঢ় হলে বন্ধুদের সঙ্গে গল্পে মাতবো। মাঝেমধ্যে হুটহাট ব্যাগটেগ গুছিয়ে চলে যাবো নদী দেখতে। স্বাভাবিক মানুষের মতোনই যাপন করবো জীবন।

তোমার শহরে যাবো ব্যাবসায়িক কাজে, অথবা তোমার সুবাধে পরিচিত হওয়া কোন বন্ধুর শেষ জানাজায়। হতে পারে কারণ ছাড়াই যাব।

চায়ের কাপ আর সিগারেট হাতে দাঁড়িয়ে থাকবো মুদি দেকানের পাশে। তোমাকে দেখা যাবে হয়তো পাশাপাশি রিকশায় চেপে বসে হয়ে উঠেছো কারোর প্রথম প্রেমিকা।

আমি তোমায় পাইনি বলে অন্যকেউ তোমায় পাবে না তা তো নয়। প্রকৃতি অমন যে, একপাশ ভেঙেচুরে নিয়ে অন্যপাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে, এটাই নিয়ম।

তোমাকে কোনোরকম কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি; এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে।

ততক্ষণে তুমি শুধু জানবে, কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোও...

08/03/2024

নারী দিবসের শুভেচ্ছা সেই প্রেমিকাকে যে আমায় শিখিয়েছিল প্রেম, যত্ন, আর পরিচয় করিয়েছিল বেদনার মতো স্নিগ্ধ অনুভূতির সাথে।

নারী দিবসের শুভেচ্ছা সেই নারীদেরকে যে সব নারীরা দায়িত্ব তুলে নিয়েছিল সংসারের। যারা হাড় ভাঙা খাটনি করে যাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, ফ্যাক্টরিতে, গার্মেন্টসে, টিউশনিতে এবং সংসারে বছরের পর বছর।

নারী দিবসে শুভেচ্ছা আমার আম্মার মতো সেই মমতাময়ী মা'কে। যাদের রান্নার স্বাদ পৃথিবীর সব ধরণের সু'স্বাদু খাবারের স্বাদকেও ছাপিয়ে যায়। যাদের মমতায় সুন্দর হয়ে ওঠে সন্তানদের পৃথিবী। সংসার ছাড়া যাদের নিজস্ব ব্যাক্তিগত কোন জীবন নেই।

নারী দিবসের শুভেচ্ছা রাসূল (সাঃ) স্ত্রী খাঁদিজার মতো সেইসকল হৃদয়বান নারীদের। যারা তাদের পুরুষদের প্রতিষ্ঠানিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে কখনোও প্রেম, ভালোবাসা, সম্মান থেকে বঞ্চিত করেনি। বরং, তাদের পুরুষের পাশে থেকে গিছে
এক জীবন।

প্রেমিকা, প্রাক্তন, বান্ধবী, স্ত্রী, মা, বোন, শিক্ষিকা, অফিস কলিগ, বুয়া, আয়া থেকে সকল শ্রেনীর, সকল স্তরের নারীদের প্রতি রইলো নারী দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা, এবং ভালোবাসা।

17/01/2024

অন্যের চাকচিক্য দেখে এমন আবদার কইরো না যাতে বাবা মায়ের অস্তিত্ব হারায়,অল্পতে সুখ খুজে নিও অল্পতেও সুখী হওয়া যায় 🙂💚

22/10/2023

"ভালো থেকো" উত্তরে কিছু বলার সাহস ছিলো না
নয়তো বলতাম থেকে যাও ভালো থাকবো🌸💔

11/10/2023

ছেলেকে মাছের টুকরো বড়টা দিয়ে মেয়ের প্লেটে ছোট টুকরো দেয়ার কাজটা বাবা করে না,
এটা কিন্তু, মা করে নতুবা দাদীরা করে!'

নতুন বউ আনার পর গয়না খুলে নেওয়ার কাজটিও করে শাশুড়ি কিংবা ননদ ফুফুরা!'

বউকে সময় বেশি দিলে বাড়ির মা ফুফু বোনেরাই আগে সমালোচনা করে!'

প্রত্যেকটা ঘরের কোণে একজন নারী কাঁদে আরেকটা নারীর জন্যই!'

বলা যায় নারীদের ছোট করার কাজটা নারী-রা নিজেরাই করে , পুরুষ নয় ❤️

04/10/2023

কতদিন হয়ে গেছে তোমারে দেখি না, অথচো তোমারে রোজ কত মানুষ দেখে, তাদের মধ্য থেকে যদি আমিও তোমাকে দেখতে পেতাম!😔🌸

08/09/2023

I may look normal but "Amar haater Ranna" can make you fall in love with me.🤍

03/09/2023

আমি প্রচুর সুযোগ দেই, সময় নেই,কিন্তু সবকিছুরও পর যখন দেখি আমার সময় এবং প্রচেষ্টার মূল্যায়ণ হয় না,
তারপরও একটা শেষ চেষ্টা করে দেখি৷ এরপরও যদি দেখি আমার গুরুত্ব।
সম্মান নামমাত্র, তারপর আমি সরে দাঁড়াই, ভয়াবহভাবে ইগনোর করি। এমনভাবে পাল্টে যেতে পারি যেই রূপটা কখনো কেউ দেখেনি, কখনো কেউ ভাবিনি,

কিন্তু এই পাল্টে যাওয়ার আগে আমি ঠিক কতোটা চেষ্টা করেছি,কেউ কখনো ভেবে দেখে নি।

01/09/2023

যে পুরুষের কাছে নারী ভালোবাসা শিখে।যার জন্য চোখের অশ্রু ফেলে,রাত জাগে! যার বিভোরে নিজেকে হারায়। যার কথা ভেবে রোজ বউ সাজতে ইচ্ছে হয়! যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে মনে হয়। নারী সেই পুরুষ কে পায় না😊🌸

Address

Debidwer Cumilla
Cumilla
3542

Telephone

+8801306564036

Website

Alerts

Be the first to know and let us send you an email when UnTold Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UnTold Diary:

Share