Rafa & Tazin Blog

Rafa & Tazin Blog Daily Life vlog with my lovely Family

কেমন হলো?
19/09/2025

কেমন হলো?

আলহামদুলিল্লাহ এমন গিফট ইহকাল পরকাল সব সময় চাই আপনার থেকে প্রিয়।  ゚viralfbreelsfypシ゚viral    #ভাইরালভিডিওシভিডিওভিডিও
15/09/2025

আলহামদুলিল্লাহ এমন গিফট ইহকাল পরকাল সব সময় চাই আপনার থেকে প্রিয়। ゚viralfbreelsfypシ゚viral #ভাইরালভিডিওシভিডিওভিডিও

আগে ভাবতাম মানুষ ভালোবেশে মানুষের জন্য পরিশ্রম করে বা আপ্যায়ন করে। এখন বুঝতেছি এমনও মানুষ আছে যারা আপনার হাতের কাজ কেরে ...
13/09/2025

আগে ভাবতাম মানুষ ভালোবেশে মানুষের জন্য পরিশ্রম করে বা আপ্যায়ন করে। এখন বুঝতেছি এমনও মানুষ আছে যারা আপনার হাতের কাজ কেরে নিয়ে করে দিবে ফল সরুপ আপনার বদনাম করবে আপনাকে অভিশপ্ত করবে।

কারোর হাতের কিছু খাওয়ার আগে দশ বার ভাববেন যে তার গুলো যে খাচ্ছি এতে কি আছে ভালোবাসা নাকি রাগের বিষ।

জানেন নরমাল বিষ খেলে মারা যাবেন আর এই বিষ আপনাকে অসহ্য যন্ত্রণা দিবে।

যেই যন্ত্রনা আপনাকে মানুষিক প্রতিবন্ধী বানিয়ে দিবে।আপনার চিন্তা ভাবনাকে এতটাই নিকৃষ্ট করবে যে আপনি আপনার কন্ট্রোলে থাকবেন না।

নিজেই নিজের কন্ট্রোল হারিয়ে পাপ করবেন আর পাপে পাপিষ্ঠ হবেন।

তাই নিজের কাজ নিজে করবেন এবং অন্যর কাজও ভালোবাসা ও আন্তরিকতার সাথে করবেন।

#এই #আপনার #আপনার

কেমন মানুষ হওয়া উচিতমানুষ হওয়া শুধু জন্ম নেওয়ার নাম নয়, বরং আসল মানুষ হওয়া মানে হলো সুন্দর চরিত্র, ভালো আচার-আচরণ, দয়া, ...
11/09/2025

কেমন মানুষ হওয়া উচিত
মানুষ হওয়া শুধু জন্ম নেওয়ার নাম নয়, বরং আসল মানুষ হওয়া মানে হলো সুন্দর চরিত্র, ভালো আচার-আচরণ, দয়া, সহমর্মিতা এবং নৈতিকতার মধ্যে জীবনযাপন করা। পৃথিবীতে আমরা সবাই মানুষ হয়েই জন্মাই, কিন্তু সবাই আসল মানুষ হতে পারি না। আসল মানুষ সেই, যে নিজের জীবনে সত্য, ন্যায় এবং ভালোবাসাকে স্থান দেয়।
👉 সত্যবাদী হওয়া উচিত
সত্য কথা বলা এবং সত্যের পথে চলা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। মিথ্যা, প্রতারণা কিংবা ভণ্ডামি মানুষকে ধীরে ধীরে ছোট করে দেয়, অথচ সত্যবাদিতা তাকে মানুষের চোখে মহান করে তোলে।
👉 দয়ালু ও সহানুভূতিশীল হওয়া উচিত
মানুষের আসল সৌন্দর্য তার হৃদয়ে। যে মানুষ অন্যের দুঃখে কাঁদতে পারে, অন্যকে সাহায্য করতে পারে, তাকেই মানুষ বলা যায়। দয়া ও সহানুভূতি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।
👉 নম্র ও ভদ্র হওয়া উচিত
অহংকার একজন মানুষের সবচেয়ে বড় শত্রু। বিনয়ী মানুষ সবার ভালোবাসা পায়, আর ভদ্রতা মানুষের ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করে।
👉 পরিশ্রমী হওয়া উচিত
আসল মানুষ কখনো অন্যের ওপর বোঝা হয়ে বাঁচে না। সে পরিশ্রম করে নিজের জীবনে অগ্রসর হয়, পরিবার ও সমাজকে এগিয়ে নিতে ভূমিকা রাখে।
👉 ধৈর্যশীল হওয়া উচিত
জীবনে প্রতিকূলতা আসবেই। যে মানুষ ধৈর্য ধরে সেগুলো মোকাবিলা করতে পারে, সাফল্য শেষ পর্যন্ত তার হাতেই ধরা দেয়।
👉 কৃতজ্ঞ হওয়া উচিত
মানুষ হওয়া মানে শুধু চাওয়া নয়, বরং পাওয়া জিনিসের জন্য কৃতজ্ঞ থাকা। কৃতজ্ঞতা মানুষকে শান্তি ও সুখ দেয়।
👉 আল্লাহভীরু হওয়া উচিত
যে মানুষ আল্লাহকে ভয় করে, তার হৃদয়ে অশান্তি জায়গা পায় না। সে অন্যের ক্ষতি করে না, অন্যায়ের পথে হাঁটে না।
🌸 শেষকথা:
আসল মানুষ সেই, যে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও বাঁচে। যে ভালোবাসা বিলায়, অন্যের উপকারে আসে এবং পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। আমাদের সবার চেষ্টা হওয়া উচিত এমন মানুষ হওয়া, যাকে দেখে মানুষ বলবে— “এটাই হলো সত্যিকারের মানুষ।”

আল্লাহ এমন একটা জীবন দিলো,  অপরাধীকে অপরাধী বলাতেও গিলটি ফিল হয়। দিন দিন জীবনটার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি।   ゚viralfbreel...
10/09/2025

আল্লাহ এমন একটা জীবন দিলো, অপরাধীকে অপরাধী বলাতেও গিলটি ফিল হয়। দিন দিন জীবনটার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি। ゚viralfbreelsfypシ゚viral #ভাইরালভিডিওシভিডিওভিডিও

বড়শি দিয়ে ধরা মাছ
07/09/2025

বড়শি দিয়ে ধরা মাছ

আমি মনে করি রাগ আর জীদ মানুষের অনেক হ্মতি করে। কিছু মানুষ এতটাই বোকা যে এত রাগারাগি করে তার জীবনের সুন্দর মুহূর্ত গুলোকে...
06/09/2025

আমি মনে করি রাগ আর জীদ মানুষের অনেক হ্মতি করে। কিছু মানুষ এতটাই বোকা যে এত রাগারাগি করে তার জীবনের সুন্দর মুহূর্ত গুলোকে নষ্ট করে ফেলে। তাই বলছি যাই হউক রাগা যাবে না জীদও করা যাবে না।। শান্ত থাকতে হবে।।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafa & Tazin Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category