MD Ibrahim Newaz

MD Ibrahim Newaz আল্লাহ সর্বশক্তিমান

২৪ এর জুলাইয়ে আবিদের সাথে আহত সহযোদ্ধাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটার নাম সাকিব বিশ্বাস। সাকিব ছাত্রদলের প্যা...
05/09/2025

২৪ এর জুলাইয়ে আবিদের সাথে আহত সহযোদ্ধাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটার নাম সাকিব বিশ্বাস।

সাকিব ছাত্রদলের প্যানেল থেকে 'বিজয় একাত্তর হল' এর জিএস পদপ্রার্থী।
কিছুক্ষণ আগে তার লিখা চিঠি পেলাম ফেসবুকে।সেখানে সে তার হলের ভোটারদের নিকট ভোট চাইছে সবাইকে চিঠির মাধ্যমে!

ভোট প্রার্থনা বা ভোট চাওয়া যে এত সুন্দর করে কেউ করতে পারে সাকিবের এই চিঠি না পড়লে জানা হতো না!! ❤️‍🩹

চিঠিতে সাকিব বিশ্বাস লিখেছে;

প্রিয় সুহৃদ,
আসসালামু আলাইকুম । আমি সাকিব বিশ্বাস, আপনার বিজয় ৭১ পরিবারের একজন।
বন্ধুদের সাথে ২০১৯ সালে হলে উঠেছিলাম, কিন্তু আমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ায় আপনাদের সাথে আমার ক্যাম্পাসজীবন কাটাতে পারিনি। আমি বাইরে থেকে গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে লড়েছি। সকল অধিকারের জন্য সোচ্চার থেকেছি।
আজ বিজয়ের পর আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে।
এই সুযোগে আমি আপনাদের জন্য কাজ করতে চাই।
কন্ঠস্বর হয়ে উঠতে চাই।
আমি আমার কাজের মাধ্যমে আমার বিশ্বস্ততা প্রমান করতে চাই। আমি আপনাদেরই সাকিব বিশ্বাস, আমাকে বিশ্বাস করতে পারেন।

ধন্যবাদান্তে,
সো: সাকিব বিশ্বাস
জিএস পদপ্রার্থী (ব্যালট নং তিন)

"ব্যালট নম্বর তিন বিশ্বাসে ভোট দিন!"

#চিঠি
#ঢাকাবিশ্ববিদ্যালয়
#সাকিববিশ্বাস

04/09/2025
Today The Best Post♥️💥....................KBeautiful Actres  # jamilanagudu with   and  also known as   in   movie📽📺👈   ...
04/09/2025

Today The Best Post♥️💥....................
KBeautiful Actres # jamilanagudu with and also known as in movie📽📺👈

#আরাফাত #সুমন #হাওলাদার ゚viralfbreelsfypシ゚viral2025viral

Today Tha Best Photo♥️🌾   KBeautiful Actres  # jamilanagudu with   and  also known as   in   movie📽📺👈
04/09/2025

Today Tha Best Photo♥️🌾

KBeautiful Actres # jamilanagudu with and also known as in movie📽📺👈

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম ক...
04/09/2025

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য অভিযুক্তরা চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেন।

❝দুঃশাসনের যন্ত্র নয়, নিষ্পেষণের মন্ত্র নয়, অবরুদ্ধ গণতন্ত্র নয়, স্বাধীন সার্বভৌম থাকবে দেশটা, এই লক্ষ্যেই বিএনপি'র প্রত...
01/09/2025

❝দুঃশাসনের যন্ত্র নয়, নিষ্পেষণের মন্ত্র নয়, অবরুদ্ধ গণতন্ত্র নয়, স্বাধীন সার্বভৌম থাকবে দেশটা, এই লক্ষ্যেই বিএনপি'র প্রতিষ্ঠা।❞

-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)।

30/08/2025

ভুলে গেলে চলবে না।
এক মাত্র জাতীয় পার্টির
কারনে
হাসিনার নির্বাচন বৈধতা পায়

🟩 সেরা ছবি🔔📸🎞️.🌾🌾KBeautiful Actres  # jamilanagudu with   and  also known as   in   movie📽📺👈
29/08/2025

🟩 সেরা ছবি🔔📸🎞️.🌾🌾
KBeautiful Actres # jamilanagudu with and also known as in movie📽📺👈


আজকের সেরা ছবি ♥️🌾KBeautiful Actres  # jamilanagudu with   and  also known as   in   movie📽📺👈
29/08/2025

আজকের সেরা ছবি ♥️🌾

KBeautiful Actres # jamilanagudu with and also known as in movie📽📺👈


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ইতিহাস।পাকিস্তানের রাষ্ট্রকাঠমোর মধ্যে ২৫ বছর ধরে এই অঞ...
29/08/2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ইতিহাস।

পাকিস্তানের রাষ্ট্রকাঠমোর মধ্যে ২৫ বছর ধরে এই অঞ্চলের নাগরিকরা গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক স্বাধীনতার জন্য লড়াই করেছেন। নিয়মিতান্ত্রিক এ লড়াইয়ের বিজয় ১৯৭০ সালের নির্বাচনের পথে অর্জনের চেষ্টা হয়েছিল। কিন্তু পাক সমরজান্তার হথকারিতা আমাদেরকে ঠেলে দিয়েছিল যুদ্ধের পথে। প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ সহয়তা নিয়ে সেই যুদ্ধে জিততে হয়েছিল বলে স্বাধীনতার পর আমাদের অর্থনীতি ও সাংস্কৃতির ওপর ভারত আধিপত্যের থাবা বাসায়। শেখ মুজিবের আওয়ামী সরকার সেই থাবা থেকে জনগণের অধিকার ও বাংলাদেশের স্বার্থকে রক্ষা করবাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের আগমন অনিবার্য হলেও আকস্মিক এবং অকল্পনীয় ছিল। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে তিনি বাংলাভাষী পাকিস্তানি সৈনিক হিসেবে প্রবল বিক্রম লড়েছিলেন খেমকারান রণাঙ্গনে। স্বদেশ ও শত্রুপক্ষের কাছে তার সেদিনের অবিস্মরণীয় যুদ্ধ বিস্ময় সৃষ্টি করেছিল। আবার ১৯৭১-এ তিনি এক ঘোর দুঃসময়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল। প্রয়োজনের মুহূর্তে কি করতে হবে; জীবনবাজী রেখে সে সিদ্ধান্ত দ্রুত নেয়ার এক সহজাত ক্ষমতা তাঁকে নেতৃত্বের আসনের দিকে সব সময় ঠেলে দিয়েছে। তাই ১৯৭৫-এর নভেম্বরের উন্মাতাল রাজপথে অভিষেক ঘটে তাঁর রাষ্টতিনি স্বাধীনতার ঘোষক ও যোদ্ধা; আবার সুশৃঙ্খল আইন অনুগত সৈনিক। সিপাহী-জনতার বিপ্লবের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু তিনি। তার আচমকা তার কাধে অর্পিত হয় এক বিশৃঙ্খল দেশের শাসনভার। তখন সামরিক বাহিনীতে শৃঙ্খল ছিল না। উস্কানি ও চক্রান্তে জর্জরিত সশস্ত্র বাহিনীকে তিনি কঠোর পদক্ষেপে সুশৃঙ্খল করলেন। দেশে রাজনীতি ছিল না, জিয়া রাজনৈতিক দলের পুনরুজ্জীবন ঘটালেন। রাজনীতিকদের জারি করা সামরিক শাসন তুলে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন। বাংলাদেশী জাতীয়তাবাদের কালজয়ী দর্শন উদ্ভাবন করে তিনি জাতিকে উপহার দিলেন পরিচয় ও আদর্শের পতাকা। সময়ের দাবি মেটাতে তিনি সৃষ্টি করলেন নতুন রাজনৈতিঢাকার রমনা বটমূলের খোলা চত্ত্বরে ১ সেপ্টেম্বর ১৯৭৮ ‘বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি)’ নামে এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন প্রেসিডেন্ট জিয়া। বাংলাদেশের রাজনীতিতে চতুর্থ সংশোধনীর মাধমে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে যে শূন্যতার সৃষ্টি করা হয় তা পুরনে ইতিহাসের দাবী, দেশবাসীর আকাংখায় বিএনপির অভ্যুদয় ঘটে। বিএনপ

Don't compare,,,Just accept the reality.
29/08/2025

Don't compare,,,Just accept the reality.

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Ibrahim Newaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share