
05/09/2025
২৪ এর জুলাইয়ে আবিদের সাথে আহত সহযোদ্ধাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া ছেলেটার নাম সাকিব বিশ্বাস।
সাকিব ছাত্রদলের প্যানেল থেকে 'বিজয় একাত্তর হল' এর জিএস পদপ্রার্থী।
কিছুক্ষণ আগে তার লিখা চিঠি পেলাম ফেসবুকে।সেখানে সে তার হলের ভোটারদের নিকট ভোট চাইছে সবাইকে চিঠির মাধ্যমে!
ভোট প্রার্থনা বা ভোট চাওয়া যে এত সুন্দর করে কেউ করতে পারে সাকিবের এই চিঠি না পড়লে জানা হতো না!! ❤️🩹
চিঠিতে সাকিব বিশ্বাস লিখেছে;
প্রিয় সুহৃদ,
আসসালামু আলাইকুম । আমি সাকিব বিশ্বাস, আপনার বিজয় ৭১ পরিবারের একজন।
বন্ধুদের সাথে ২০১৯ সালে হলে উঠেছিলাম, কিন্তু আমাকে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ায় আপনাদের সাথে আমার ক্যাম্পাসজীবন কাটাতে পারিনি। আমি বাইরে থেকে গণরুম গেস্টরুম কালচারের বিরুদ্ধে লড়েছি। সকল অধিকারের জন্য সোচ্চার থেকেছি।
আজ বিজয়ের পর আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে।
এই সুযোগে আমি আপনাদের জন্য কাজ করতে চাই।
কন্ঠস্বর হয়ে উঠতে চাই।
আমি আমার কাজের মাধ্যমে আমার বিশ্বস্ততা প্রমান করতে চাই। আমি আপনাদেরই সাকিব বিশ্বাস, আমাকে বিশ্বাস করতে পারেন।
ধন্যবাদান্তে,
সো: সাকিব বিশ্বাস
জিএস পদপ্রার্থী (ব্যালট নং তিন)
"ব্যালট নম্বর তিন বিশ্বাসে ভোট দিন!"
#চিঠি
#ঢাকাবিশ্ববিদ্যালয়
#সাকিববিশ্বাস