
30/05/2024
২০১০ সালের আজকের এই দিনে, লর্ডসে মহাকাব্য রচিত হয়েছিল তামিম ইকবালের ব্যাটে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ এক রেকর্ড গড়েন তামিম। নিজের নাম লিখিয়েছিলেন লর্ডস স্টেডিয়ামের অনার্স বোর্ডে।👏
তামিম ইকবালের ওই অনবদ্য শতকে অনুপ্রাণিত হয়েছে অনেক তরুণ ক্রিকেটারই...