22/06/2025
মানুষটা পেশায় একজন সিএনজি ড্রাইভার।
আমি আজকে বিকালে সিএনজি করে একটা জরুরি কাজে মিরপুর যাচ্ছিলাম।
গাড়ি থেকে নেমে ১ মিনিট পর ফিল করি আমার ডান পকেটের আইফোন-টা নেই।
এরপর বাটন ফোনটা নিয়ে হারানো ফোনে কয়েকটি কল দিলাম বাট রিসিভ করেনা।
মনে মনে হতাশ হলাম আর বললাম জিনিসটা যেহেতু হালাল টাকা দিয়ে কেনা সেহেতু খোঁজে পেতেই পারি।
১৫ মিনিট আবার কল দিলাম। একজন রিসিভ করলো।
আমি বললাম ভাই এটা আমার ফোন একটু আগে হারিয়েছি।
উনি বললো ভাই আমি গাড়ি চালাচ্ছি আর বললো আপনার ঠিকানা বলুন আমি সন্ধ্যার পর দিয়ে আসবো।
আমি নিজের ঠিকানা বললাম আর বললাম এশারের আগে আসার জন্য।
উনি ঠিক আটটার আগে বাসায় এসে হাজির।ওনার কষ্টের জন্য অল্প টাকা দিতে চাইলাম বাট সে কিছুতেই নিলোনা।
যেখানে সমাজের উচ্চশিক্ষিত লোকগুলো সকল মানুষদের ঠ-কিয়ে বিলাসিতা জীবন করে যাচ্চে।সেখানে পড়ালেখা না করা মানুষগুলো আসল মানুষের পরিচয় দিয়ে যাচ্ছে 🙂
#কপি পোস্ট