14/03/2025
প্রাচীন আরবে আছিয়া শব্দটির অর্থ ছিল, পাপীকে যে আলোর পথ দেখায় কিংবা দুঃখ নিরসনকারী।
হযরত মুসা (আ:) এর দত্তক মা ছিলেন আছিয়া বিনতে মুজাহিম। তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউনের ঘরে তিনি রাসূল মুসাকে বড় করছিলেন। সেই মুসাই বিনাশ করেছিলেন অত্যাচারী ফেরাউনকে। মুক্ত করেছিলেন নিপীড়িত নর-নারীদের।
বাংলার আছিয়াও ধর্ষক ফেরাউনদের বিনাশের উৎস হোক। ধর্ষকের হাত থেকে মুক্তি পাক নারীরা। দায় থেকে মুক্তি পাক পুরুষ।