Arosher Ammu-আরশের আম্মু

Arosher Ammu-আরশের আম্মু Assalammolikum ❤️❤️

01/09/2023

Weather 🥰🥰🥰

18/08/2023

আমার অন্য কোথাও গন্তব্য ছিলো,
অথচ সন্ধ্যা নামতেই আমি ঘরে ফেরা পাখির মতন ফিরে এলাম তোমার কাছে❤️❤️

এই ওষুধ যার খেতে হয় না,সে পৃথিবী সবচেয়ে সুখী মানুষ..😭🥹💔
15/07/2023

এই ওষুধ যার খেতে হয় না,সে পৃথিবী সবচেয়ে সুখী মানুষ..😭🥹💔

15/07/2023

আরশের নোয়াখালী টু্্যর❤️❤️❤️

10/05/2023

♥️♥️♥️♥️

Arosh Moni🥰
04/05/2023

Arosh Moni🥰

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️ ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ...
04/05/2023

⚠️এগুলো আঙ্গুর মতো দেখা গেলেও আসলে এগুলো আঙ্গুর নয়, এগুলোর নাম মনাক্কা⚠️
ভারত থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মনাক্কা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেকের গলা চুলকায়। বিশেষ করে যাদের এলার্জিটিক সেনসিটিভিটি আছে তারা এই মনাক্কা থেকে সাবধান।

বর্তমানে এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারেও এর দাম আঙ্গুরের অর্ধেক! খুচরা বাজারে মনাক্কা এর মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা এর বেশি নয়। তাই অনেক অসাধু বিক্রেতা এই মনাক্কাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামেই বিক্রি করছে।

মনাক্কা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য:-

👉 আঙ্গুর আর মনাক্কার মাঝে আসল পার্থক্য এর বীজ। মনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রংয়ের আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না।

👉 মনাক্কার সাইজ নরমাল আঙুরের থেকে বড়, যা প্রায় দুই থেকে তিন ইঞ্চির মতো হতে পারে।

👉 মনাক্কা আঙুরের থেকে বেশি মিষ্টি আর আঙ্গুর সাধারণত হালকা টক-মিষ্টি হয়। তবে জাত ভেদে মনাক্কাও টক হতে পারে।

👉 মনাক্কার দাম অনেক কম, যার খুচরা মূল্য কেজি প্রতি ১৩০-১৫০ টাকা। অপরদিকে আঙু্র ২০০-২৫০ টাকা প্রতি কেজি।

👉 আঙুর ও মনাক্কা ২ টা দিয়েই কিছমিছ / কিশমিশ হয়। তবে একটায় বীজ থাকে আর আরেকটায় থাকে না।

👉 মনাক্কাকে আবজোশ বা রেজিন ও বলা হয়ে থাকে।

এই লেখাটি আমার নয়।এটি একটি সংগৃহীত পোস্ট। লেখাটা দেখে মনে হলো আমার পেইজে শেয়ার করলে অনেকেই জানতে পারবেন।তাই সবাইকে সচেতন করার উদ্দেশ্যে লেখাটি শেয়ার করলাম।

ফর্মুলা পাউডার মিল্ক এর  বিষয়ে কিন্তু সবাই জানে এটা চুলায় দেওয়া যাবে না👍🙅এক বছর আগে বাচ্চার খাবারের চিনি দেওয়া ঠিক ন...
05/04/2023

ফর্মুলা পাউডার মিল্ক এর বিষয়ে কিন্তু সবাই জানে এটা চুলায় দেওয়া যাবে না👍🙅
এক বছর আগে বাচ্চার খাবারের চিনি দেওয়া ঠিক না ❌🙅

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arosher Ammu-আরশের আম্মু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arosher Ammu-আরশের আম্মু:

Share