13/06/2025
ড্যাডির গাড়িতে রক্ত লাগলে ওঠাবেন কিভাবে?
আজকালকার ড্যাডিরা খুব ভালো। চট্টগ্রামের সেরকম এক ড্যাডি তানিম নামের ছেলেকে দিয়েছেন তার নতুন হোন্ডা গাড়ি। ঈদ বলে কথা। আনন্দ ফুর্তি করতে হবে না? ছেলের গাড়ি চালাবার লাইসেন্স নেই। তাতে কি। এখনকার গাড়িতে লাইসেন্স লাগে না, ড্যাডির মনে হয় তাই ধারণা।
আনন্দ ফুর্তি করতে গিয়ে দুষ্টু তানিম গাড়িতে একটু র*ক্ত লাগিয়ে ফেলেছে। ছোট্ট সমস্যা।
র*ক্তটা মানুষের।
র*ক্তটা ওমর নামের এই বাচ্চা ছেলেটার। তানিম তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মে*রে ফেলেছে।
ড্যাডি অলিরেডি জানিয়েছেন এসব কুন ব্যাপারই নহে। পুলিশ তানিমকে স্পট থেকে হাতে নাতে গ্রেফতার করেছে তো কি হয়েছে? ড্যাডি কথা দিয়েছেন ৭দিনের মধ্যে তানিমকে ছাড়িয়ে বিদেশে পাঠিয়ে দেবেন। অলরেডি এইচএসসি সেকেন্ড ইয়ারের তানিমকে কাগজে কলমে স্কুলের ছাত্র বানিয়ে দিয়েছেন। এইসব ফকিন্নি দুই চাকার জীবনের আবার কিসের দাম?
ড্যাডির এখন শুধু একটা জিনিসই দরকার। গাড়ি থেকে রক্তের দাগটা কিভাবে ওঠানো যায়।
ড্যাডির নাম এরশাদ হোসেন, টাকা বানিয়েছেন শেয়ারের ব্যাবসা করে।
চলেন ড্যাডিকে সাহায্য করি। পোস্টটা শেয়ার করেন। যত গ্রুপ চেনেন সবখানে শেয়ার করেন। তারপর পোস্টের কমেন্টে যত সাংবাদিক চেনেন সবাইকে ট্যাগ করে। সবাই মিলে আমরা ওনাকে রক্তের দাগ তোলার সিস্টেম বাতিয়ে দেই।
কারন সবাই মিলে ওনাকে চেপে না ধরলে, উনি নিজেই যদি দাগ তুলে ফেলেন?
বিচার ছাড়া এই দাগ তোলা যাবে না।
আওয়াজ উঠান।
বিচার হবে।
#কালেক্ট