
25/06/2024
দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দেয়, আপনার হৃদয় ভাঙে, পশ্চাতে আপনার নিন্দা করে এবং নষ্ট করে আপনার হকও।
এসব কিছু থেকে আপনার শেখার কি আছে জানেন....?
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা-ই একমাত্র সত্ত্বা যিনি বান্দাকে কষ্ট দেন না। বান্দার হৃদয় ভাঙেন না। আর নষ্ট করেন না, বান্দার এক ফোঁটা হকও। আল্লাহকে যত চিনবেন দুনিয়ার আঘাত গুলো সইতে পারার শক্তি আপনার তত বেড়ে যাবে।