AīT-Hridoy

AīT-Hridoy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AīT-Hridoy, Video Creator, Cumilla.
(1)

ন্যায়ের পথে চলতে গিয়ে যদি শত্রু বৃদ্ধি পায় তবুও আমি পিছুটান হবো না।🤞🤞🤞
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি খারাপ হতে হয় হবো, তবুও পিছুটান হবো না।🤞🤞🤞

আপনার মতামত প্রকাশ করবেন ভুল করলে শুধরে দিবেন।
(ধন্যবাদ)

মুসলিম বিশ্ব আজও তাকিয়ে দেখছে কিভাবে???প্রতিবাদ করার কি কেউ নেই???
06/04/2025

মুসলিম বিশ্ব আজও তাকিয়ে দেখছে কিভাবে???
প্রতিবাদ করার কি কেউ নেই???

05/04/2025

ক্ষমা করো আমায় 😭🥺🥺

আল্লাহ তুমি গাজা বাসীদের মুক্তি দাও,,,যুদ্ধ বন্ধ করে ওদের স্বাধীনতা দাও,,
05/04/2025

আল্লাহ তুমি গাজা বাসীদের মুক্তি দাও,,,
যুদ্ধ বন্ধ করে ওদের স্বাধীনতা দাও,,

বামপাশের ছবিটি ১৯৮০ সালের জ্যাক ও তার মা। ডানপাশের ছবিটি ২০২৪ সালের। জ্যাক এখন ৪৪ বছর বয়সী। মা বৃদ্ধ হয়ে গেছেন।মাকে কীভা...
04/04/2025

বামপাশের ছবিটি ১৯৮০ সালের জ্যাক ও তার মা। ডানপাশের ছবিটি ২০২৪ সালের। জ্যাক এখন ৪৪ বছর বয়সী। মা বৃদ্ধ হয়ে গেছেন।

মাকে কীভাবে তুমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো???

সময় গড়িয়ে তুমি ও বৃদ্ধ হয়ে যাবা। তখন তুমার কথাও কি চিন্তা করো না???

বাবা মাকে ছাড়া ঈদের আনন্দ তো দূরেই,,,খুশিতে একটু হাসি দেওয়াটাই ভুলে গেছি 🥺😭দূর প্রবাসে ভালো নেই তবুও প্রতিনিয়ত ভালো আ...
02/04/2025

বাবা মাকে ছাড়া ঈদের আনন্দ তো দূরেই,,,
খুশিতে একটু হাসি দেওয়াটাই ভুলে গেছি 🥺😭

দূর প্রবাসে ভালো নেই তবুও প্রতিনিয়ত ভালো আছি বলছি।
কি করার নিজের দুঃখ নিজের থাক তবুও বাবা মা একটু হাসি খুশি থাক।

ফানি গল্পঃ পুরোটা পড়ুন.. ঠকবেন না আশা করি আপনার(হাসতে হাসতে পেট ব্যাথা) হবে 😂😂😊---রাতে বউয়ের সাথে তুমুল  ঝগড়া করেছি।ওক...
25/03/2025

ফানি গল্পঃ পুরোটা পড়ুন.. ঠকবেন না আশা করি আপনার(হাসতে হাসতে পেট ব্যাথা) হবে 😂😂
😊---রাতে বউয়ের সাথে তুমুল
ঝগড়া করেছি।
ওকে বলেছি তুমি যদি মানুষের
বাচ্চা হও তাহলে তুমি আমার সাথে
কথা বলবে না।
ব্যাস, কাজ হয়েছে, আর কথা বলেনা।
খালি রাগে ফোলে।
সারারাত নাক টেনে কান্না করছে 😢
না নিজে ঘুমাচ্ছে না আমাকে ঘুমাতে দিচ্ছে 😴
সকালে খেতে বসে দেখি আজব কান্ড... 😳
খাবারের পাশে খাতা কলম রাখা 📝
বললাম এগুলো আবার কি ?
বউ তার খাতায় কি জানি লিখলো 📝
তার পর আমাকে দেখালো।
আমি পড়লাম। তাতে লেখা আছে
আমি মানুষের বাচ্চা তাই কোনও কথা নাই 😏
আজব কাহিনী ______😆😆
যাই হোক,,,, সে আমাকে তিন পিচ মাংস দিল 🍗🍜
আমি খাতায় লিখলাম দুই পিছ দাও।
খাওয়ার মাঝে লিখলাম পানি দাও। 🍷🍹
রাতে ঘুমানোর আগে আমি শুয়ে আছি।
সে গুন গুন করে গান
গাইছে আর চুল আচড়াচ্ছে 😊
কি চমৎকার দৃশ্য আমি
খাতায় খস করে লিখলাম 📝
প্রিয়, জানু আগামীকাল সকাল 8 টায়⏰
আমার অফিসে জরুরি মিটিং আছে
প্লিজ সকাল 7 টায় ডেকে দিও।
চিঠিটা বউয়ের হাতে
দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম 😴
ঘুম থেকে উঠে দেখি 9:35 ⏰
চিৎকার দিয়ে উঠে বসেছি।
এটা কি ? ----- পাশ ফিরে দেখি বউ নাই।
বউয়ের জায়গায় একটা চিঠি 💌
তাড়াতাড়ি করে খুলে দেখি,
বউ চিঠিতে লিখে রেখেছে -------
ওগো শুনছো সকাল সাড়ে সাতটা প্লিজ উঠো
তোমার দেরি হয়ে যাচ্ছে 😂😂
এটা পড়েই আমি সারাদিন বেহুঁশ -------😅😂😂.
তাঁর পর উঠে পোষ্ট কোরলাম---😁😁👍

(.সমাপ্ত.)
সংগৃহীত,,,,,

 #কুমিল্লার লালামাই উপজেলা ৯ নং বাকই উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড  আমার খুব ঘনিষ্ঠ সহচর এবং খুব সাদা মনের মানুষ মো: হাবিবুর ...
25/03/2025

#কুমিল্লার লালামাই উপজেলা ৯ নং বাকই উত্তর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আমার খুব ঘনিষ্ঠ সহচর এবং খুব সাদা মনের মানুষ মো: হাবিবুর রহমান (হাবি)।এবং আমার বন্ধু Saifuddin Saif এর বাবাকে বেধরক লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন।
হত্যাকারীর নাম: মো:আব্দুল্লাহ #কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের #ছাত্র খুনি জহিরের ভতিজা - পিতা আবদুল জলিল বাকই উওর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড, গ্রাম #হাতীলোটা!
অনতিবিলম্বে এই খুনিকে গ্রেফতার করে #ফাঁসির কাস্টে ঝুলিয়ে #মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং খুনির পরিবারকে সামাজিক ভাবে বয়কট করার জোর দাবি জানাচ্ছি।

জগরা বিবাদ থাকবে তাই বলে একটা মানুষের #জীবন নিয়ে নিবে???
এমন নিন্দা জনক ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।

#আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং
আল্লাহ আমার বন্ধু সহ তার পরিবারের সকলকে ধর্য ধরার তৌফিক দিক।

সেয়ার করে সবাইকে জানিয়ে দিন ধন্যবাদ।

এখানে শুয়ে থাকা প্রতিটি মানুষেরই এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের । এই দুনিয়ার তো সবই ঠিকঠাকই আছে, তবে আজ...
25/03/2025

এখানে শুয়ে থাকা প্রতিটি মানুষেরই এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের । এই দুনিয়ার তো সবই ঠিকঠাকই আছে, তবে আজ তারা বেঁচে নেই।

রঙিন এই দুনিয়াকে ঘিরে আমাদেরও কত স্বপ্ন, কত আশা। কিন্তু, সবকিছুর মায়া ত্যাগ করে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। যেদিন সময় হবে চলে যাওয়ার, সেদিন আর নিজের থেকে চাওয়ার কোন সুযোগই থাকবে না। সেদিন চলেই যেতে হবে শুধু খালি হাতে ।

সাথে কী নিয়ে যাচ্ছি,
সেটাই সব'চেয়ে বড় চিন্তার বিষয় ||

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when AīT-Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category