16/06/2025
#মানবিক_আবেদন নাম জেহাদ হোসেন। পেশায় একজন রিকশাচালক। কয়েক বছর আগে এক পায়ে ভাইরাস আক্রান্ত হয়ে তা কেটে ফেলতে হয়। এরপর এক পা নিয়ে ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
দুঃখজনকভাবে, এখন বাকি একটিও পা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকের ভাষায়, দ্রুত অপারেশন না করলে মৃত্যুঝুঁকি রয়েছে। কিন্তু অর্থের অভাবে সেই অপারেশনও সম্ভব হচ্ছে না। প্রতিদিন অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি।
এই মুহূর্তে আমাদের সাহায্যই হতে পারে তার বাঁচার শেষ আশার আলো। আর্থিকভাবে না পারলেও একটি শেয়ার করতে পারেন, যেন কোনো স্বহৃদয় মানুষের কাছে পৌঁছে যায় এই আকুতি।
যোগাযোগঃ
📍 জেহাদ হোসেন
গ্রাম: বাকশীমূল (মধ্যপাড়া, মীর বাড়ি),
উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা
📞 মোবাইল: 01868977090
📞 ভাতিজার নাম্বার: 01615890889
দয়া করে শেয়ার করুন — হতে পারে আপনার একটি শেয়ারই তাকে নতুন জীবন দেবে।
বিঃদ্রঃ সাহায্যের পূর্বে নাম্বারগুলোতে যোগাযোগ করে সঠিক মানুষটিকে নিশ্চিত করে নিন।
#কুমিল্লার_খবর #বাংলাখবর #কুমিল্লা #জেহাদ_হোসেন #বুড়িচং #বাকশীমূল #মানবিক_আবেদন #রিকশাচালক #গণকণ্ঠ