কাব্য

কাব্য পেইজটি শুধু বিনোদনের জন্য
like comment Share করে সাথে থাকুন।🖤

16/02/2025

যোগাযোগ ফুরায় , অধিকার ফুরায় , শুধু ফুরায় না কিছু মানুষের প্রতি মায়া! 😅💔

নিঁখোজ সংক্রান্তে আবেদন- আমি আলী হায়দার (৪১) জাতীয় পরিচয় পত্র নং-১৯১৩৩৮৩০০০০৩০ গ্রামঃ কনকশ্রী, পোঃ রমাবল্লভপুর, থানাঃ ...
20/09/2024

নিঁখোজ সংক্রান্তে আবেদন-

আমি আলী হায়দার (৪১) জাতীয় পরিচয় পত্র নং-১৯১৩৩৮৩০০০০৩০ গ্রামঃ কনকশ্রী, পোঃ রমাবল্লভপুর, থানাঃ লালমাই, জেলাঃ কুমিল্লা।আমার ছেলে শরীফ হায়দার (১৫) পিতাঃ আলী হায়দার, গ্রামঃ কনকশ্রী, পোঃরমাবল্লভপুর, থানাঃ লালমাই, জেলাঃ কুমিল্লা।লাকসাম জংশন কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে কাজে না গিয়ে। গত ১৭/০৯/২০২৪ইং মঙ্গলবার সন্ধা ৭:৩০ ঘটিকার সময় নিখোজঁ হয়ে যায়।পরবর্তীতে আমার ছেলে শরীফ হায়দার (১৫) আর বাড়ি ফিরে আসে নাই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করিয়া কোথাও পাওয়া যায় নাই। বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ও খোঁজাখুঁজি করিয়া কোন সন্ধান পাওয়া যায় নাই।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে মর্জি হয়।

নিখোঁজি ছেলের বিবরণ
শরীফ হায়দার (১৫)
পিতাঃ আলী হায়দার
উচ্চতা -৫ফুট
গায়ের লাল সুন্দর

বিনীত,

(আলী হায়দার)
মোবাঃ ০১৭৫৮-৪০৮৬০৮

Day vs Night
16/07/2024

Day vs Night

24/06/2024

কথার আঘাতে রোজ কত মানুষ ম-রে যায় সে খবর কেউ রাখেনা! এই যে আপনি মানুষটাকে দুটা কথা শুনিয়ে চলে গেলেন আপনি কি জানেন আপনার সামান্য কথার অাঘাতে মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছে। কতদিন সে ঠিক মতো খেতে পারেনি; কত রাত সে একফোঁটা ঘুমাতে পারেনি; কতদিন সে স্বাভাবিক ভাবে আর কারও সাথে কথা বলেনি। সে মানুষটা হাসতে ভুলে গেছে! আপনি কি জানেন এসব? না জানেন না! কথার আঘাত বড় ভয়ানক! কথার আঘাতে মানুষ পু-ড়ে যায়, ছেড়ে যায়, বেঁচে থেকেও রোজ ম-রে যায়।

তোমারে আমি যে পরিমাণ যত্ন কইরা ভালোবাসা ছিলাম ঐ পরিমাণ ভালো আমি আমারেও বাসি নাই।😊💔
23/06/2024

তোমারে আমি যে পরিমাণ যত্ন কইরা ভালোবাসা ছিলাম ঐ পরিমাণ ভালো আমি আমারেও বাসি নাই।😊💔

দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্ত*ন থেকে দু ইঞ্চি গভীরে একটা হৃদপিন্ড আছে!লবনাক্ত এক...
23/06/2024

দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায়, স্ত*ন থেকে দু ইঞ্চি গভীরে একটা হৃদপিন্ড আছে!

লবনাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনদিন হয়তো জিজ্ঞেস ও করা হয়না "তুমি ভালো আছো তো?"

রাস্তার মোড় থেকে কনডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না, একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়!

সংসার একটা উপভোগ করার জায়গা! অথচ, আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি!

ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়ামী চলে আসে!

সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে!

সংসার একটা দায়িত্ববোধের ব্যপার! শারিরিক আকর্ষনের উন্মাদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায়না, ভালোবাসায় কখনো অনীহা আসে না!

বীর্য স্ফলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি কামুক, এখনো প্রেমিক হয়ে উঠতে পারেননি!

প্রেমিক হলে, মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়!

একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষন ভাবে প্রত্যাশা করি! আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষন প্রয়োজন হয়!

নগ্ন দেহের প্রতি কোন মুগ্ধতা নেই! মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে!

প্রেম মানে "তোমার চোখের দিকে তাকিয়ে ২৫৬ বার মরে যাওয়া যায়!"

প্রেম মানে "তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি!"

ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন!

ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে!

শুধু স্তন নয়, স্তন থেকে দু ইঞ্চি গভীরে থাকা হৃদপিন্ড যে দেখতে পায়না, সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি!

আমরা যোনীর গভীরতা আবিস্কার করতে শিখেছি, অথচ হৃদপিন্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি!

একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে, মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন! দু চারটা সুখ-দুঃখের কথা শুনুন! বিপরীত মানুষটাকে একটু সময় দিন! মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক! মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃদপিন্ড একসময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌ*নতার প্রতিও আর আগ্রহবোধ করবে না! যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কাম ও জাগে না!

হুম 🙂
21/06/2024

হুম 🙂

🌻
21/06/2024

🌻

21/06/2024

- যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায়..!😊

দু ' চোখে তার আহারে কি মায়া 🖤
20/06/2024

দু ' চোখে তার আহারে কি মায়া 🖤

20/06/2024

গরীবে করলে eve-teasing,
বড়লোকে করলে flirt!

Address

Cumilla

Telephone

+8801799211992

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাব্য:

Share