Adventure Jewel

Adventure Jewel পৃথিবী আমার স্বপ্নছোঁয়া বই,
আমি তার নগণ্য পাঠক!
(3)

23/12/2024

আজকে এক পাঠাও রাইডার তর্ক করলো- ফেয়ার নির্বাচন হলে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে!!!

শুভ রাত্রি

25/10/2024

টাংগুয়ার হাওড় প্রকৃতির অকৃপন দানে সমৃদ্ধ।
হাওরের ভেতর নিঃসঙ্গ হিজলগাছগুলো ভিন্ন এক আলপনা এঁকে দেয়। বিল-হাওরে ওরাই রাজা। অথই পানিতে দিব্যি কাটিয়ে দিতে পারে মাসের পর মাস।

🌱🌊💚

#হাওর

22/10/2024

আমি এক সমুদ্রচারী।
সমুদ্রের বুকে কয়েকজোড়া পায়ের ছাপ এঁকে দিয়ে তখনই আমি সমুদ্র কে ছেড়ে তোমার সাথে ঘরে ফিরবো, যখন তুমি আমাকে ডাকবে.... 🌊💙

16/10/2024

Feel this Nature 🏔🍀💚

📍 Reserve Forest | Bandarban


06/10/2024

অনেক ভ্রমণপ্রেমি একটা কথা বলে থাকে- ভ্রমণের টাকা ভূতে জোগাড় করে দেয়!
আর আমি বলি পাহাড়ে আমার খাবার আল্লাহ্ জোগাড় করে দেয়। কোন পাড়ায় খাবার না পেলেও আমার সমস্যা হয় না, ঝিরি জঙ্গলে ঢুকলেই খাবার জোগাড় হয়ে যায়। ট্রিপের শেষ মুহূর্তে খাবার শেষ দিকে হওয়ায় পরেরদিন কি খাবো তা নিয়ে সন্ধ্যায় ভাবতেছিলাম। পরেরদিন রবিবার, জুমে কেউ কাজ করবেনা, আমার অবস্থানও জুমঘরে। খাবো কি ভাবতে ভাবতে লাইট এবং দা নিয়ে বেরিয়ে পরলাম ঝিরিতে, চিংড়ির পাশাপাশি কাঁকড়া পেয়েছি ভরপুর। রাতের খাবার চিংড়ি দিয়ে শেষ করে পরেরদিনের জন্য কাঁকড়া রেখে দিলাম। জুম ঘরে বসে বসে তেলে ঢুবিয়ে কাঁকড়াগুলো ভেজে কাঁকড়ার ঝাল করে নিলাম। একদম অমৃত ছিলো খাবার টা...

📍 সাঙ্গু রিজার্ভ ফরেস্ট | বান্দরবান

05/10/2024

সেদিন শুধু টুনটুনি থেকেই জোঁক বের করেছি প্রায় দশটা 😅

Go where you feel free. 🏔🌿💚 📍 Reserve Forest | Bandarban
04/10/2024

Go where you feel free. 🏔🌿💚

📍 Reserve Forest | Bandarban

04/10/2024

যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বরষায়...
🏔💚

📍 রিজার্ভ ফরেস্ট | বান্দরবান


03/10/2024

সেই কবে থেকে জ্বলছি
জ্বলে জ্বলে নিভে গেছি বলে
তুমি দেখতে পাও নি......
- হুমায়ুন আজাদ

📍 রিজার্ভ ফরেস্ট | বান্দরবান


02/10/2024

🏔🌿💚
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো,
ছোট ঘাসফুলের জন্যে,
একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে!
আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে
উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে,
একফোঁটা বৃষ্টির জন্যে.....
- হুমায়ুন আজাদ

📍 রিজার্ভ ফরেস্ট | বান্দরবান

📷 Sharaban Shanta আপু 💚

Address

Dhaka To
Cumilla

Telephone

+8801710945315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventure Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adventure Jewel:

Share