Iqura Insaan

Iqura Insaan আলহামদুলিল্লাহ

17/02/2024

কোথায় যাচ্ছে আমাদের এই সমাজ !

আমিন 🤲
26/05/2023

আমিন 🤲

👉 ভাইয়েরা আমার ,, বোনেরা তোমার .... ✋✋আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 🥹🥹আপনারা সবই জানেন এব...
28/04/2023

👉 ভাইয়েরা আমার ,, বোনেরা তোমার .... ✋✋

আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 🥹🥹

আপনারা সবই জানেন এবং বুঝেন। 😔😇

আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমরা বিয়ে করতে পারি নাই। 🤭🤭

আজ বাংলার ছেলেরা বউ চায়,, বাংলার মেয়েরা স্বামী চায়,, বাংলার যুবক-যুবতীরা শশুর বাড়ি চায়।
কি অন্যায় করেছিলাম ? কেন আজ বাংলার ছেলেদেরকে বউ দেওয়া হয় না ? বাংলার মেয়েদেরকে স্বামী দেওয়া হয় না ? আমরা আবিয়াত্তারা এই দেশকে বউ এবং স্বামী দিয়ে ভরে তুলব,, এ দেশের আবিয়াত্তাগো বউ এবং স্বামী দিবো।

কিন্তু দুঃখের বিষয়,, আজ দুঃখের সাথে বলতে হয়,,
দীর্ঘ ২১ বৎসরের করুণ ইতিহাস,, শশুর বাড়ি না যাওয়ার ইতিহাস।
২১ বৎসরের ইতিহাস আবিয়াত্তা যুবক-যুবতীদের আর্তনাদের ইতিহাস। 😰😥

আমি আম্মুকে বলেছিলাম,, শুধু মাত্র একটা বউ দিন। তিনি আমার কথা রাখলেন না,, তিনি রাখলেন আব্বুর কথা।
আব্বু বললেন,, বিয়ে আরো কয়েক বছর পরে।
আমি বললাম ঠিক আছে,, তবে শুধু শ্বশুরবাড়িটা এক নজর দেখতে চায়।👁️‍👁️🧐🧐

দোষ দেওয়া হল আমাকে,, আমি নাকি বউ পাগলা 🙄🙄

আমি বললাম,, বিয়ে না করানো পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমি পোস্ট দিয়ে-ই যাবো। 😁😁

মনে রাখবেন...!! পোস্ট যখন দিয়েছি,, প্রয়োজন আরো পোস্ট দিব।

তবুও এদেশে বিয়ে করেই ছাড়বো ইনশাআল্লাহ.. ✊✊✊

জয় বাংলা,, জয় শ্বশুর বাড়ী🐸
অনুমতি ছাড়া কপি করা নিষেধ.... 😊😎😎

23/04/2023

♥️ সব শেষে একমাত্র আল্লাহ আপন ♥️

19/04/2023



- তুমিই এক'মাত্র ভরশা {الله}🌸🖤

19/04/2023

হে আল্লাহ!
আমাকে ক্ষমা করুন,
আমার প্রতি দয়া করুন,
আমাকে সঠিক পথ দেখান,
আমাকে নিরাপত্তা দান করুন এবং
আমাকে জীবিকা দান করুন।

17/04/2023

_আল্লাহ যদি কাঁদার যোগ্যতা না দিতেন, একজন মানুষ কীভাবে হালকা হতো! তবে এর চেয়েও বড় কথা, আমি কার কাছে কাঁদতাম, যদি আমার কোন রব না থাকতো।💔

_আমার একজন রব আছেন যিনি আমার ব্যাথা বুঝেন, আলহামদুলিল্লাহ! 🖤🌸

11/04/2023

সফলতা কি জানো ?

সফলতা হলো-
একটা উত্তম মৃত্যু
আর রবের দিদার ♥️

07/04/2023

হে আমার রব ♥️
আমাকে ও আমাদের আশেপাশের সকল মানুষ কে তুমি সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা কর, আমিন 🤲

31/03/2023

"কী মধুর একটি বাক্য"♥️

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 💚💜

Address

দাউদকান্দি
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Iqura Insaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Iqura Insaan:

Share

Category