ওই

ওই - ঘুমের ঔষুধ গুলোই ভালো করে হয়তো জানে..�

- জীবন্ত লাশ গুলাকে ঘুম পাড়ানো কতোটা কষ্টকর�

বাবা কে শেষ বিদায় দিতে পারলেন না নি*ষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন! -এই য*ন্ত্রণায় পিড়াবে অনন্তকাল!মানুষের...
16/05/2025

বাবা কে শেষ বিদায় দিতে পারলেন না নি*ষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন!
-এই য*ন্ত্রণায় পিড়াবে অনন্তকাল!
মানুষের জিবন কত নি*ষ্ঠুর!! টাকার জন্য বা ক্ষমতার জন্য স্বৈ*রাচারের পা ধরে জিবন পার করে কি লাভ হলো! যেখানে নিজের বাপের জানাজা পরবে সেই সুযোগ টাই নেই!
দেখেন এতো লক্ষ কোটি টাকা দিয়ে কি হবে যেই টাকা দিয়ে পরিবারের সাথে দু মুঠো খেতে পারে না।
এসব শো*ষণ-ব*ঞ্চনা-প্রতিহিং*সার রাজনীতি ঘে*ন্না করি।

-এজন্যই আমি কখনো চাই না, সাময়িক ক্ষমতা এবং অর্থের লোভে পড়ে শিক্ষার্থীরা নিজের জীবন বিপন্ন করুক! পরিবারের জন্য হু*মকি হোক।

゚viralシ

02/05/2025

বল্টু 😅

বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক আব্দুল আউয়ালের তিন সন্তানের মধ্যে মেয়ে সবার বড়, নাম র...
19/04/2025

বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক আব্দুল আউয়ালের তিন সন্তানের মধ্যে মেয়ে সবার বড়, নাম রেজিনা ইয়াছমিন আমেরিকা প্রবাসী।

বড় ছেলে উইং কমান্ডার (অব.) ইফতেখার হাসান। ছোট ছেলে রাকিব ইফতেখার হাসান অস্ট্রেলিয়া প্রবাসী। জীবনে এত কিছু থাকার পরও তার দু’চোখে অন্ধকার। থাকেন আগারগাঁও প্রবীণ নিবাসে।
দীর্ঘ ১৭ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সুনামের সঙ্গে। ২০০৬ সালে অবসর নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক (অব.) ড. এম আব্দুল আউয়াল (৭০)। অবসরের পর কিছুদিন ভালোই চলছিল তার। অধ্যাপক আব্দুল আউয়ালের সংসারে দুই ছেলে, এক মেয়ে।

আব্দুল আউয়াল জানান, শিক্ষকতার আগে ১৯৬৫-১৯৮৮ সাল পর্যন্ত বাংলাদেশ এটমিক এনার্জিতে চাকরি করেন এরপর শিক্ষকতা। জীবনে অনেক টাকা-পয়সা উপার্জন করেছি।

২০০৬ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। এরপর ছেলে-মেয়েরা আমার খোঁজ খবর নেওয়া বন্ধ করে দেয়।

কল্যাণপুর হাউজিং এস্টেটে নিজের ফ্ল্যাট ছিল আব্দুল আউয়ালের। এছাড়া পল্লবীতেও বেশ কিছু জমি ছিল। কিন্তু এসব বড় ছেলে কৌশলে বিক্রি করে টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে জমা করেছেন, আক্ষেপ করেই বলেন অধ্যাপক আউয়াল।
তিনি বলেন, ওরা আমাকে এতো কষ্ট দেয় কেন। আমাকে নিয়ে এতো ছলচাতুরি করে কেন? বলতে বলতে ডুকরে কেঁদে উঠেন অধ্যাপক। তিনি বলেন, আমি কি এই জন্য এতো কষ্ট করে ওদের মানুষ করেছিলাম?
অধ্যাপক আউয়াল বলেন, চাকরি থেকে অবসর নেওয়ার পর কিছু দিন বড় ছেলের সঙ্গেই থাকতাম। ছেলের সংসারে থাকার সময় জানতে পারি ছেলে ও বউয়ের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। একদিন বাসায় থাকা অবস্থায় বউয়ের মুখে গা*লি শুনে বাসা থেকে নেমে আসি। আর ফিরে যাইনি। ওরাও কেউ খোঁজ নেয়নি।
ছোট ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে আসে ২০১৪ সালে। এসে মিরপুর-১ নম্বরে একটি দোকানে আমার সঙ্গে দেখা করে কথা বলে। সেখানে গেলে আমাকে জানায় তার বিয়ে ঠিক হয়েছে। আমি ওর বাবা অথচ আমাকে জানালও না যে বিয়ে করতে যাচ্ছে। বিয়ে করে আবার চলে যাবে, একথা শুনে ছেলের বউকে দেখতে চান তিনি। কিন্তু তার সাথে দেখা করা যাবে না বলে জানায় ছেলে।
এ অধ্যাপক আফসোসের সুরে বলছিলেন, অথচ এই ছেলের পড়ালেখার জন্যও পেনশনের টাকা থেকে ২৬ লাখ পাঠিয়েছি। সেই ছেলেও আমাকে কোনো দিন ফোন করে না। মাঝে মাঝে ইমেইলে চিঠি লেখে।
🇯🇵অতি উচ্চ শিক্ষিত হতে গিয়ে আমরা দিন দিন আরও অমানুষ হয়ে যাচ্ছি। অথচ অনেক গরিব, মূর্খ আছে যারা বাবা মাকে নিয়েই একসাথে থাকে।
তাহলে তারা কি আমাদের মতো মুখোশধারী শিক্ষিতের চেয়ে ভালো নয়? তাই উচ্চ শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মনুষ্যত্ববোধটাও সবার শিক্ষাগ্রহন করা উচিৎ

(Collected from Bani ছিরন্তনি)

07/04/2025

এটা কি আমাদের প্রথম কিবলাহ! 😭
কি জবাব দিবা মুসলমান জাতি আল্লাহর নিকট??
রক্ত খরন হচ্ছে রিদয়ে😭

👉এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।

👉এটাই মুসলমানদের প্রথম কিবলা।
এটাই সেই পবিত্র ভূমি,যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।

👉এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন।
এর ইট-পাথর জিকির করে,বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।

আজ এই মসজিদ রক্তে রঞ্জিত…
আর উম্মাহ নীরব…

👉এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আঃ ঈসরাইলের বংশধর দাজ্জালকে হত্যা করবেন.

👉এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।

👉আল-আকসা কেবল ইতিহাস নয়,
এটা কেয়ামতের নিদর্শন…
ঈমানের চূড়ান্ত পরীক্ষা 😓

Its real or fake 😱
06/02/2025

Its real or fake 😱

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when ওই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share