23/06/2025
ভর্তি শেষ তারিখ: ২৬/০৬/২০২৫ ইংরেজি পর্যন্ত।
---
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে অনলাইন ফরম পূরণের নিয়মাবলীঃ
লিংক: http://app1.nu.edu.bd/
১। উপরের লিংকে গিয়ে আপনার NU Roll ও PIN নম্বর দিয়ে লগইন করতে হবে।
২। Admission Form ডাউনলোড করে ৪ কপি প্রিন্ট করতে হবে।
৩। এরপর নিজের স্বাক্ষর করে এবং Save করে তা সংরক্ষণ করতে হবে।
৪। ভর্তি ফরমের সাথে শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের ফটোকপি দিতে হবে।
---
কলেজের নিজস্ব ওয়েবসাইটে অনলাইন আবেদন করে পূরণ করার প্রক্রিয়াঃ
লিংক: http://cvcg.ckcsiams.com
User Name: cvgcstudent
Password: cvgcstudent
১। Admission এ ক্লিক করতে হবে।
২। Click For New Admission এ ক্লিক করতে হবে।
৩। Select Department (যে বিভাগে ভর্তি হবে) → Enter NU Roll দিয়ে Check for Admission করতে হবে।
৪। তথ্য সঠিক থাকলে পরবর্তী ধাপে যেতে হবে।
৫। ভর্তি ফি বাবদ নির্ধারিত টাকা মোবাইল ব্যাংকিং (বিকাশ) মাধ্যমে জমা দিতে হবে।
৬। প্রিন্ট কপি সংগ্রহ করে কলেজে জমা দিতে হবে।
---
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত Student ID দিয়ে ভর্তি ফি জমাদানের প্রক্রিয়াঃ
১। Bkash apps এ Login করে Education Fee সিলেক্ট করতে হবে।
২। বিভাগ নির্বাচন করে Comilla Victoria Government College সিলেক্ট করতে হবে।
৩। Student ID এবং NU Roll দিয়ে PIN নাম্বার দিয়ে Confirm করতে হবে।
---
ভর্তি ফি:
ক্রমিক নং বিভাগ ভর্তি, সেমিস্টার, অনিবার্য ফি ও অভ্যন্তরীণ পরীক্ষার ফি
০১ বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরবি ও ইসলাম শিক্ষা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, গার্হস্থ্য বিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং ৪,৬০৫/-
০২ পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, পরিসংখ্যান, প্রাণিসম্পদ ৪,৭০৫/-