
20/07/2025
"ফুল যেমন সৌরভ বিলিয়ে দেয়, তেমনি মুমিনও তাঁর কর্ম ও ব্যবহার দ্বারা অন্যদের মুগ্ধ করে।"
"আল্লাহ তায়ালা ফুল সৃষ্টি করেছেন সৌন্দর্য ও সুগন্ধের জন্য। মুমিনের জীবনও হওয়া উচিত ফুলদানীর মতো, যা সবসময় আল্লাহর স্মরণে সুবাসিত থাকবে।"
"প্রত্যেক সৃষ্ট বস্তুই আল্লাহর নিদর্শন। ফুলের দিকে তাকালে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়।"
"ফুল যেমন সুন্দর, তেমনি মুমিনের চরিত্রও হওয়া উচিত সুন্দর ও সুগন্ধময়।"
"আল্লাহ'র সৃষ্টি, ফুলের মতো সুন্দর, আর মুমিনের হৃদয় হোক ফুলের মতো পবিত্র।"
"ফুল যেমন নীরবে সৌন্দর্য বিলিয়ে যায়, মুমিনও তেমনি নীরবে আল্লাহর ইবাদত করে যায়।"
"ফুল আল্লাহর এক অনন্য সৃষ্টি, যা আমাদের মনে প্রশান্তি এনে দেয়।"