ইসলামের আলো

ইসলামের আলো Alhamdulillah for everything �.

17/07/2024

১ ঘন্টায় ১০ হাজার হ্যাশট্যাগ টার্গেট করুন। মাঠে নামতে না পারুন ঘরে বসে আন্দোলনে অংশগ্রহন করুন প্লিজ।

হ্যাশট্যাগ ব্যবহার করুন, এটিকে মিলিয়ন করুন
এটাকে সারা বিশ্ব জুড়ে দিন।


#কোটা_সংস্কার_চাই
#বাংলাদেশ_কোটা_আন্দোলন
#কোটা_আন্দোলন_২০২৪





হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞা...
19/10/2023

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো- আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না, যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কী?
তিনি বললেন, রাসুল ﷺ বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে।
আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে।
তিনি আরও বললেন, রাসুল ﷺ বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ।
হে আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিও

তিরমিজি শরিফ, হাদিস নং-২৩০৮

ইনশাআল্লাহ ❤️
14/10/2023

ইনশাআল্লাহ ❤️

লা- ইলা-হা ইল্লা- আনতা সুব'হা-নাকা ইন্নী কুনতু মিনায যা- লিমীন❤️
13/10/2023

লা- ইলা-হা ইল্লা- আনতা সুব'হা-নাকা ইন্নী কুনতু মিনায যা- লিমীন❤️

11/10/2023

-ভোর ৪ টায় মৃত্যু।
-ভোর৫ টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।
- ৮ টায় শেষ গোসল করানো হবে।
- ৯টায় আপনাকে নতুন কাপড়ে সাজানো হবে।
- যোহর নামাজ পরে আপনার আলিশান বাড়ি
থেকে বের করে নেওয়া হবে।
- ২টায় আপনার আজান ছাড়া নামাজ পড়ানো হবে।
- ২:৩০ আপনাকে মাটিতে দাফন করে দেওয়া হবে।
- মাটি দেওয়া শেষে কেউ আপনার জন‍্য দোয়া করবে।
- আর কেউ চলে আসবে।
- এইতো আপনার জিবনের শেষ আয়োজন!
- তো কিসের এতো অহংকার?

ভুলে যান আপনার সব রঙিন স্বপ্ন, ফিরে আসেন রবের দিকে, আপনার শেষ ঠিকানা এই সারে ৩ হাত মাটি। ❤️‍🩹😭

10/10/2023

একবার এক সাহাবী এসে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হুজুর, আমাকে কিছু নছীহত করুন। জবাবে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ' কখনো রাগ করো না।'

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 'যখন তোমাদের কারও দাড়াঁনো অবস্থায় রাগ চলে আসে তখন সে যেন বসে পড়ে। যদি রাগ চলে যায় তাহলে তো ভালোই, অন্যথায় সে শুয়ে পড়বে।'

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,' রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আগুন পানি দিয়ে নেভানো যায়।অতএব তোমাদের কারও রাগ চলে এলে সে যেন অযু করে নেয়।'


10/10/2023

"উত্তম কাজের প্রতিদান, উত্তম ছাড়া আর কি হতে পারে"।
সূরা আর রহমান :৬০।

সুবহানাল্লাহ 💞

নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে হাঁটার শাস্তি, জানলে সে ওখানে ৪০বছর দাঁড়িয়ে থাকতো..…..!
08/10/2023

নামাজে থাকা ব্যক্তির সামনে দিয়ে হাঁটার শাস্তি, জানলে সে ওখানে ৪০বছর দাঁড়িয়ে থাকতো..…..!

আসসালামু আলাইকুম। জুম্মাহ মোবারক ❤️
06/10/2023

আসসালামু আলাইকুম।
জুম্মাহ মোবারক ❤️

অন্যের আয়েশি জীবন দেখে আপনার সাধারণ জীবনবোধ থেকে বিচ্যুত হবেন না। মনে রাখবেন- যে জীবন যতো সাধারণ সে জীবন ততো নির্ঝঞ্ঝাট।...
05/10/2023

অন্যের আয়েশি জীবন দেখে আপনার সাধারণ জীবনবোধ থেকে বিচ্যুত হবেন না। মনে রাখবেন- যে জীবন যতো সাধারণ সে জীবন ততো নির্ঝঞ্ঝাট।

03/10/2023

প্রতিনিয়ত ঠকে যাচ্ছেন তাইনা?
ঠকে যান, তবে আপনি কাউকে ঠকাবেন না।🌸

01/10/2023

আল্লাহ তায়ালার ভয়ে🥲
তুমি যা কিছুই ছেড়ে দিবে আল্লাহ তোমাকে,
অবশ্যই তার চেয়ে উত্তম কিছু দান করবে।

সুবহানাল্লাহ! ❤️

Address

Comilla, Debidwer
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের আলো:

Share