13/09/2025
নিখোঁজ বিজ্ঞপ্তি!!
নাম:তাসফিয়া আক্তার
তাসফিয়া তুমি যদি এই পোস্ট দেখে থাকো,তবে জেনে রাখো তোমার বাবা অনেক অসুস্থ ওনি ঢাকা থেকে চলে আসছে ওনার আত্নাটা তোমাকে দেখার জন্য হয়ত আটকে আছে!!আর কিছু বলার ভাষা পাচ্ছিনা😔
যদি বাবার জন্য বিন্দুমাত্র কৃতজ্ঞতা থেকে থাকে তাহলে ওনাকে আর কস্ট দিওনা প্লিজ।
এত বড় অন্যায় করোনা তোমার আম্মু সারাদিন পাগলের মত কান্নাকাটি করতেসে😓আর তোমার বাবা তোমার বইপত্র ধরে ধরে কান্না করে যদি ওনাদের কিছু হয়ে যায় তুমি এই দায় নিতে পারবা বলো?
সবাই তাসফিয়াকে খুজে পেতে সাহায্য করবেন প্লিজ সে সব সময় এমন কালো বোরকা, চশমা এবং হিজাব মাস্ক পড়ে থাকে।
এবং তার খোঁজ পেলে এই নাম্বারে যোগাযোগ করবেন
01817981900
পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল।