07/10/2023
ইয়েচী নামক এক ক্রাইম রিপোর্টার একদিন হঠাৎ করেই ৯ বছরের পুরাতন একটি গাড়ি দূর্ঘটনার কেইসের সাথে জড়িয়ে যান। সেই দূর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া ভিকটিম আইতিং কে সে খুঁজে বের করলেও এর পরপরই রহস্যজনকভাবে আইতিং কিডন্যাপ হয়। একে একে অসংখ্য প্রশ্ন উঁকি দিতে থাকে ইয়েচীর মনে।
কে বা কারা জড়িত এই দূর্ঘটনার সাথে? আইতিংকে কে এবং কেনো কিডন্যাপ করা হয়েছে? ইয়ে চী কি পারবে আইতিংকে উদ্ধার করতে? ৯ বছরের পুরাতন একটি সাধারণ গাড়ি এক্সিডেন্ট নিয়ে ইয়েচীরই বা এত আগ্রহ কেনো? জানতে হলে দেখে ফেলুন পুরো রিভিউটি......