MovZone Video

MovZone Video I am here to make your free times more enjoyable with my movie explanation video. Stay tuned with us.

07/10/2023

ইয়েচী নামক এক ক্রাইম রিপোর্টার একদিন হঠাৎ করেই ৯ বছরের পুরাতন একটি গাড়ি দূর্ঘটনার কেইসের সাথে জড়িয়ে যান। সেই দূর্ঘটনায় একমাত্র বেঁচে যাওয়া ভিকটিম আইতিং কে সে খুঁজে বের করলেও এর পরপরই রহস্যজনকভাবে আইতিং কিডন্যাপ হয়। একে একে অসংখ্য প্রশ্ন উঁকি দিতে থাকে ইয়েচীর মনে।
কে বা কারা জড়িত এই দূর্ঘটনার সাথে? আইতিংকে কে এবং কেনো কিডন্যাপ করা হয়েছে? ইয়ে চী কি পারবে আইতিংকে উদ্ধার করতে? ৯ বছরের পুরাতন একটি সাধারণ গাড়ি এক্সিডেন্ট নিয়ে ইয়েচীরই বা এত আগ্রহ কেনো? জানতে হলে দেখে ফেলুন পুরো রিভিউটি......

27/09/2023

ফেইফেই তার মায়ের কাছে চাঁদের বুড়ি চাংগার গল্প শুনত সবসময়। চাইনিজ পৌরাণিক মতে চাংগা অপূর্ব সুন্দরী এক মেয়ে। একদিন একটি দূর্ঘটনাবশত চাংগা তার প্রেমিকের কাছ থেকে দূরে সরে চাঁদে চলে যায়। আর সে যুগের পর যুগ ধরে চাঁদেই তার প্রেমিকের জন্য অপেক্ষা করে আছে।
তবে এই গল্পটি ফেইফেইর বাবা বিশ্বাস করতে চায়না। তাই সে সিদ্ধান্ত নেয় রকেট বানিয়ে চাঁদে গিয়ে বাবাকে প্রমাণ দিবে সত্যিকার ভালোবাসা যুগযুগ ধরে টিকে থাকে......। কিন্তু তারপর কী হলো? ফেইফেই কি পারবে তার লক্ষ্যে সফল হতে? জানতে হলে পুরো ভিডিওটি দেখে ফেলুন।

20/09/2023

রাহাইয়্যু (ডাকনাম আইয়্যু) নামক মেয়েটি মানব ও জ্বীন জগতের মধ্যবর্তী দরজার মত ছিল। যাকে ব্যবহার করে জ্বীনেরা সহজেই এই জগতে আসতে পারত। আর খানজাব হলো এমন প্রজাতির জ্বীন যারা নামাজের সময় আমাদের বিরক্ত করে থাকে৷ তবে খানজাবদের ব্যবহার করে অত্যন্ত শক্তিশালী জ্বীনেরা আইয়্যুর কাছে এসেছিল। আইয়্যুর এই অলৌকিক শক্তির লোভে পরেছিল এক দুষ্টু কবিরাজ। আর তারপর....!!!

02/02/2023

হঠাৎ একদিন কুমান্ড্রায় ড্রুউনরা আসে। ড্রুউনরা যাকে স্পর্শ করত সেই পাথরে পরিণত হয়ে যেতো। ড্রাগন সর্দার সিসু তার সমস্ত জাদুশক্তি একত্র করে ধ্বংস করে দেন ড্রুউনদের। সমস্ত মানুষ যারা পথরে পরিণত হয়েছিলো তারা প্রাণ ফিরে পেলেও প্রাণ ফিরে পায়না ড্রাগনেরা। মানুষদের যুদ্ধ ও হিংস্রতায় ধ্বংস হয় কুমান্ড্রা।

তারপর কেটে যায় ৫০০ বছর৷ আবারো ড্রুউনদের আক্রমণ ঘটে৷ কথিত আছে ড্রাগন সর্দার সিসু এখনো বেঁচে আছেন। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে সিসুর খোঁজে ঘুরে বেড়ায় হার্ট রাজ্যের রাজকন্যা রায়া। কিন্তু এরপর কী হবে?

রায়া কি খুঁজে পাবে সিসুকে? সে কি পারবে পাথরে পরিণত হওয়া মানুষ ও ড্রাগনদের বাঁচতে?

28/12/2022

১৭ বছর বয়সী কিশোর ছেলে নাথান। যে অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটাই আলাদা, অমিশুক, কথা কম বলে কিন্তু গণিতে অসম্ভব ভালো। তার খাবার সংখ্যা হতে হতো প্রাইম নাম্বার। তাই তার মাকে সবসময়ই নানান ঝামেলা পোহাতে হতো কারণ তিনি গণিতে খুব একটা ভালো ছিলেননা। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নাথান গণিত অলিম্পিয়াডে অংশ নেয়। পরিচয় হয় তার চাইনিজ বান্ধবী জাংমেই এর সাথে। গণিত ভলোবাসেন অথবা না বাসেন, আপনার জন্য মাস্ট ওয়াচ একটি মুভি এটি!

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when MovZone Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MovZone Video:

Share