নসীহা-

নসীহা- আমি আল্লাহকে দেখিনি! কিন্তু দেখেছি তাঁর অপরুপ সুন্দর সৃষ্টিকে,আলহামদুলিল্লাহ❤️😇

আল্লাহ সর্বশক্তিমান
(12)

10/09/2025

দুনিয়া সবসময়ই স্বার্থপর। কারও জন্ম বা মৃত্যুতে তার কিছু আসে যায় না। কোনো রকমের ভাবান্তরও ঘটে না তার মধ্যে। কারণ মৃত্যুর মধ্য দিয়ে যারা তার থেকে দূরে সরে যায়, সে অনায়াসেই তাদের বিকল্প পেয়ে যায়। দিন যত যায়, ততই বাড়তে থাকে এই বিকল্পের সংখ্যা।
বই: আল ফাওয়াইদ (মুখতাসার)

09/09/2025

রব' জানেন কোন কথা আপনার হৃদয়কে চূর্ণ-বিচূর্ণ করে দেয়।তিনি জানেন আপনার কি চাই। তিনি এ'ও জানেন কি পেলে আপনি খুশি!

সবথেকে বড় কথা কি জানেন! তিনি জানেন যে কোন জিনিসটা কোন সময়ে আপনার জন্য কল্যাণকর।💚

তাই ধৈর্য্য ধারণ করুন! তিনি যাকে অধিক ভালোবাসেন তাকেই পরীক্ষার সম্মুখীন করেন। শীঘ্রই আপনি সুখের হাসি হাসবেন ইনশা-আল্লাহ!

09/09/2025

"তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহও পরিকল্পনা করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।"
(সূরা-আল আনফাল, আয়াত-৩০)

09/09/2025

সেদিন মানুষ পালিয়ে যাবে– তার ভাই থেকে, তার মা ও বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান থেকে। সেদিন প্রত্যেকেরই এমন অবস্থা হবে যা তাকে ব্যস্ত করে রাখবে।

— সূরা আবাসা, আয়াত : ৩৪-৩৭

09/09/2025

- হায়াৎ সীমিত! রিজিক নির্ধারিত! মৃত্যু অবধারিত! তবুও আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত!

- [বুখারী :- ৫৮৫]

09/09/2025

ফিতনার শুরুতে একটা আকর্ষণীয় তবে প্রতারণামূলক বহিঃপ্রকাশ থাকে। এর ফলে এক পর্যায়ে মানুষ এর রূপে মুগ্ধ হয়ে যায় এবং এর সাথে অনেক আশায় বুক বাঁধে। কিন্তু তা শীঘ্রই এভাবে মরে বিলীন হয়ে যায় যেভাবে ফুল ফোটার আগেই মরে যায় ফলে ফল ধরতে পারেনা।

— শাইখ মুহাম্মাদ ইসমাঈল আল মুকাদ্দাম
[বাসাইর ফিল ফিতান, পৃ: ১৫]

09/09/2025

মানুষ নয়, আল্লাহই ক্ষমাশীল 💚

পাপ করার আগে নিজের প্রতি দয়া দেখানো জরুরি কারণ পাপ করার পর শেষ পর্যন্ত ক্ষমা করবেন কেবল আল্লাহ, মানুষ নয়।

আল্লাহ তায়ালা বলেন"আর যারা অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে, তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ব্যতীত আর কে আছে যে গুনাহ ক্ষমা করবে?"[সূরা আলে ইমরান: ১৩৫]

এই শিক্ষা শুধু নারীর জন্য নয়, বরং পুরুষ ও নারী সবাইয়ের জন্য।কারণ আল্লাহর দয়া অসীম, আর তাঁর কাছেই রয়েছে প্রকৃত ক্ষমা।

09/09/2025

মুমিনের জন্য প্রতিটি অবস্থাই কল্যাণকর— সুখে শুকরিয়া, আর দুঃখে সবর।

লেখা : মাহমুদুল হাছান

09/09/2025

ইসলাম হচ্ছে এমন দ্বীন, যা শুধুই বাস্তবতা বর্ণনা করে। ইসলাম সৃষ্টিকে তার স্রষ্টার সাথে এমনভাবে পরিচয় করিয়ে দেয়, যাতে কোনো বৃদ্ধি বা হ্রাস নেই।

[বই : ইসলামের মর্মকথা; পৃষ্ঠা- ৯০]

08/09/2025

আজকাল বিয়ের ক্ষেত্রে ছেলের অর্থ-সম্পদ ও মেয়ের সৌন্দর্যকে অতিমাত্রায় প্রাধান্য দেওয়া হচ্ছে; দীনদারিত্ব, চরিত্র, নৈতিকতা ও পারস্পরিক বোঝাপড়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত হচ্ছে। অথচ ইসলাম আমাদের শেখায়— বিয়ের ক্ষেত্রে দ্বীন ও উত্তম চরিত্রকে অগ্রাধিকার দিতে, কারণ সত্যিকারের সুখ এসবের ওপরই নির্ভর করে। বাহ্যিক সৌন্দর্য ও অর্থ-সম্পদ ক্ষণস্থায়ী; কিন্তু নৈতিক মূল্যবোধ ও তাকওয়া এক সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি।

লেখা : মাহমুদুল হাছান

08/09/2025

Address

Cumilla

Telephone

+8801775285101

Website

Alerts

Be the first to know and let us send you an email when নসীহা- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নসীহা-:

Share