নসীহা-

নসীহা- আমি আল্লাহকে দেখিনি! কিন্তু দেখেছি তাঁর অপরুপ সুন্দর সৃষ্টিকে,আলহামদুলিল্লাহ❤️😇

আল্লাহ সর্বশক্তিমান
(12)

03/11/2025

টাকা জীবনের অনেক কিছু, টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়।

বন্ধুদের ভীড়ে একটু বেশিই প্রায়োরিটি পাওয়া যায়। আত্মীয়-স্বজন কাছে আলাদা সম্মান পাওয়া যায়।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হওয়া যায়। আপনার টাকা নেই, দেখবেন সব জায়গা থেকে অবহেলা পেতে শুরু করবেন। খুব কাছের মানুষদের কাছেও মূল্যহীন হয়ে উঠবেন!🤍

03/11/2025

মানুষের সুখের উৎস মূল হলো আল্লাহর অনুগত্য।
কিন্তু মানুষ সুখ খোঁজে এমন কিছুতে যা তাকে যাবতীয় অশান্তির দাবানলে নিক্ষেপ করে।

~আরিফ আজাদ হাফিঃ

02/11/2025

সুদানের স্বর্ণের খনি দখলের জন্য যদি একদিনে এতো মানুষকে হত্যা করা হয় তবে ফুরাত নদীর স্বর্ণের জন্য কি ৩য় বিশ্ব যুদ্ধ হবে না ?💔

01/11/2025

এই দুনিয়াতে প্রিয় কোনো জিনিস– ‘না পাওয়ার আক্ষেপ’ আমাদের হৃদয়কে কতটা পোড়ায়, তা আমরা সবাই জানি— বুকে জমে থাকে ভারী এক হাহাকার, অশ্রু ঝরায় নিঃশব্দে, কেমন যেন ভিতরটা পুড়িয়ে দেয়, তাই না?
তাহলে একবার চোখ বন্ধ করে চিন্তা করো— আখিরাতে যদি একমাত্র প্রিয় জিনিস, “জান্নাত”, না পাই! জা*হান্নামে যেতে হয়, সেই জা*হান্নাম— যেখানে থাকবে কল্পনার চেয়েও ভ*য়ংকর আ*যাবসমূহ, যেখানে থাকবে না ফেরার পথ, আর না থাকবে ক্ষমা চাওয়ার সুযোগ। তখন সেই আক্ষেপ কতটা ভ*য়ংকর হবে, ভেবে দেখেছো কি কখনো!

লেখা : মাহমুদুল হাছান

01/11/2025

মনে কোনো শান্তি নেই, মাথার ভেতর হাজারো চিন্তার ঝড় বয়ে যায় প্রতিদিন।

দিনের পর দিন টেনশন, দুশ্চিন্তা আর অভিমান যেন বুকের ভেতর জমে থাকা পাহাড়ের মতো ভারী হয়ে গেছে।

চোখে আর ঘুম আসে না, রাতগুলো কা'টে একা একা ভাবনায় ডুবে।

কখনও মনে হয় সবকিছু ছেড়ে পালিয়ে যাই, কিন্তু আবার মনে পড়ে, জীবনের যু'দ্ধ এখনো শেষ হয়নি।

হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, মনটা শান্ত হবে, কিন্তু সেই দিনটা কবে আসবে তা জানি না।

ততদিন পর্যন্ত, ভা ঙা হাসি দিয়ে, চোখের জল লুকিয়ে, ঠিক এভাবেই কাটছে আমার দিনকাল!

31/10/2025

এই দুনিয়াতে প্রিয় কোনো জিনিস– ‘না পাওয়ার আক্ষেপ’ আমাদের হৃদয়কে কতটা পোড়ায়, তা আমরা সবাই জানি— বুকে জমে থাকে ভারী এক হাহাকার, অশ্রু ঝরায় নিঃশব্দে, কেমন যেন ভিতরটা পুড়িয়ে দেয়, তাই না?
তাহলে একবার চোখ বন্ধ করে চিন্তা করেন আখিরাতে যদি একমাত্র প্রিয় জিনিস, “জান্নাত”, না পাই! জা*হান্নামে যেতে হয়, সেই জা*হান্নাম— যেখানে থাকবে কল্পনার চেয়েও ভ*য়ংকর আ*যাবসমূহ, যেখানে থাকবে না ফেরার পথ, আর না থাকবে ক্ষমা চাওয়ার সুযোগ। তখন সেই আক্ষেপ কতটা ভ*য়ংকর হবে, ভেবে দেখেছেন কি কখনো!

31/10/2025

Last day of October!

I pray November to be better. May the last two months hold the happiness, dreams, the peace of mind we all have been searching for.♥️🕊

31/10/2025

শুক্রবার দরূদ পাঠের দিন!
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যানা মোহাম্মদ।ﷺ."🌸

31/10/2025

*❛❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❜❜(ﷺ)*🫀✨

30/10/2025

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

জেনে রাখ! *আল্লাহর জিকির করেই হৃদয় প্রশান্তি লাভ করে।*
(সূরা রাআ'দ: ২৮)

সুবহানাল্লাহ.... ❤️

30/10/2025

আমি কখনো নিজের চেহারা, জীবন বা ভাগ্য নিয়ে দুঃখ পাই না, কারণ জানি মানুষ কখনোই পরিপূর্ণ হয়না, আর তেমন হওয়ার দরকারও নেই।

আর অনেকেই হয়তো নিজেদের নিয়ে হতাশ হয়, বদলাতে চায়, কিন্তু আমি বদলাতে চাই না, আমার যা আছে যেমন আছে সব নিয়ে আমি খুশি, আমার হাসি আমার কষ্ট, আমার ভুল, সব মিলিয়ে আমিই, আমি জানি পৃথিবীতে কেউই একবারে নিখুঁত হয় না। তাই নিজেকে নিয়ে কোনো অভিযোগ করি না।

নিজেকে ভালোবাসি ঠিক যেমন'টা আমি, আ'মার জীবন আমার মতো করে'ই সুন্দর। আর আমি শুধু সেইসব লো'কদের থেকে দূরে থাকি, যারা মানুষকে তার ভাবনা, কষ্ট, চেহারা, উচ্চতা, পো:শাক বা ভাষা দিয়ে বিচার করে, তা'দের সঙ্গে আমার পথ মিলে না, আমি যেমন তেমনই ঠিক আছি, এটাই আমার সবচেয়ে বড় শক্তি!❤️‍🩹

30/10/2025

Address

Cumilla

Telephone

+8801775285101

Website

Alerts

Be the first to know and let us send you an email when নসীহা- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নসীহা-:

Share