নসীহা-

নসীহা- আমি আল্লাহকে দেখিনি! কিন্তু দেখেছি তাঁর অপরুপ সুন্দর সৃষ্টিকে,আলহামদুলিল্লাহ❤️😇

আল্লাহ সর্বশক্তিমান
(12)

18/07/2025

একমাত্র আল্লাহ ﷻ-ই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন ❤️‍🩹।তিনি ছাড়া আর কে আছে যে আপনাকে দুনিয়া ও আখিরাতে জান্নাত দিতে পারবে?

একজন ছিলেন, যিনি আপনাকে চিন্তা করতেন,
আপনার জন্য আজীবন কেঁদেছেন তিনি আমাদের প্রিয় নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।তিনি অনেক আগেই এই দুনিয়া থেকে চলে গেছেন।

এখন আর কেউ নেই শুধু আপনার রব, আল্লাহ ﷻ, যিনি এখনো আছেন, সব জানেন, তবুও আপনাকে ভালোবাসেন।তাঁর দয়া ছাড়া আপনি কিছুই নন।তাঁর কাছে না ফিরলে, আপনার সামনে কোনো পথ নেই।

তাই ফিরে আসুন আপনার রবের দিকে।তওবা করুন, চোখের পানি ফেলুন,কারণ তিনিই একমাত্র আশ্রয় যিনি ক্ষমা করেন, গড়ে তোলেন, জান্নাত দান করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমীন।

18/07/2025
18/07/2025

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো— কেউ যখন হারাম কাজে জড়িয়ে সেটাকে জাস্টিফাই করে নিজের কাজকে জায়েজ প্রমাণ করতে চায়, তখন সে শুধু গুনাহে সীমাবদ্ধ থাকে না— বরং হক ও বাতিলের সীমারেখা পর্যন্ত মুছে ফেলে। এমনকি হালালকে তুচ্ছজ্ঞান করা শুরু করে, আর হারামের পক্ষে অজুহাত খোঁজে। এটাই অন্তরের জন্য সবচেয়ে ভয়ংকর রোগ; এবং যা তাকে ইমানহারা পর্যন্ত করতে পারে।
এজন্যই আল্লাহ তা'আলা আমাদের একটি দু'আ শিখিয়েছেন, “হে আমাদের রব, আমাদেরকে সঠিক পথ দেখানোর পর আপনি আমাদের অন্তরকে সত্য থেকে দূরে সরিয়ে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা” — সূরা আলে-ইমরান, আয়াত : ০৮।

লেখা : মাহমুদুল হাছান

18/07/2025

সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো:

কারো প্রতি কোনোরকম অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা না রেখে তাদের ভুলে যাওয়া.!🖤

18/07/2025

জান্নাত এমন গুনাহগার মানুষ দ্বারা পূর্ণ থাকবে, যারা গুনাহ করার পর তাওবা করে নিয়েছে।

— শায়খ আতিক উল্লাহ

17/07/2025

যত সুন্দর ভাবনা তত
সুন্দর মানুষ! 🌸
চেহারা তো আবরণ মাত্র।

—শায়েখ আহমাদুল্লাহ (হাফি.)

17/07/2025

এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।

সহিহ বুখারী, হাদিস নং ২০৫৯

17/07/2025

ঐ ব্যাপারটায় আমার সবচাইতে বড় ভয় হয়, যখন হাশরের ময়দানে আমি দাঁড়িয়ে থাকবো আর আমাকে জিজ্ঞেস করা হবে, “তুমি যা জানতে, তার ওপরে আমল করেছিলে কী না?”

— আবু দারদা (রা.)
[সূত্র : কিতাবুয যুহদ ওয়া রাক্বাই'ক্ব, পৃ. ১২৯]

17/07/2025

যে ব্যক্তির দ্বীনের জ্ঞান যত কম, শ'য়তান তাকে প্রতারিত করতে তত বেশি সক্ষম হয়।

— ইমাম ইবনুল জাওযী (রহ.)
[সূত্র : তালবিসে ইবলিস, পৃ. ৫০৮]

17/07/2025

আপনি যখন কারো উপরে জুলুম করার ক্ষমতা রাখেন, তখন এটাও মনে রাখবেন-আল্লাহ আপনার উপরেও ক্ষমতাবান।

-শাইখ আহমাদ মুসা জিবরীল হাঃ

Address

Cumilla

Telephone

+8801775285101

Website

Alerts

Be the first to know and let us send you an email when নসীহা- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নসীহা-:

Share