18/07/2025
একমাত্র আল্লাহ ﷻ-ই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন ❤️🩹।তিনি ছাড়া আর কে আছে যে আপনাকে দুনিয়া ও আখিরাতে জান্নাত দিতে পারবে?
একজন ছিলেন, যিনি আপনাকে চিন্তা করতেন,
আপনার জন্য আজীবন কেঁদেছেন তিনি আমাদের প্রিয় নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।তিনি অনেক আগেই এই দুনিয়া থেকে চলে গেছেন।
এখন আর কেউ নেই শুধু আপনার রব, আল্লাহ ﷻ, যিনি এখনো আছেন, সব জানেন, তবুও আপনাকে ভালোবাসেন।তাঁর দয়া ছাড়া আপনি কিছুই নন।তাঁর কাছে না ফিরলে, আপনার সামনে কোনো পথ নেই।
তাই ফিরে আসুন আপনার রবের দিকে।তওবা করুন, চোখের পানি ফেলুন,কারণ তিনিই একমাত্র আশ্রয় যিনি ক্ষমা করেন, গড়ে তোলেন, জান্নাত দান করেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমীন।