10/09/2025
দুনিয়া সবসময়ই স্বার্থপর। কারও জন্ম বা মৃত্যুতে তার কিছু আসে যায় না। কোনো রকমের ভাবান্তরও ঘটে না তার মধ্যে। কারণ মৃত্যুর মধ্য দিয়ে যারা তার থেকে দূরে সরে যায়, সে অনায়াসেই তাদের বিকল্প পেয়ে যায়। দিন যত যায়, ততই বাড়তে থাকে এই বিকল্পের সংখ্যা।
বই: আল ফাওয়াইদ (মুখতাসার)