07/11/2023
🎯 কে হবে আগামীর টাইগার ?
🇧🇩 লাল সবুজের প্রতিনিধিত্ব করতে রেজিস্ট্রেশন করে যুক্ত হও এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় !
✅ প্রতিযোগির বয়স: (১২-২২) বছর
✅ প্রতিযোগিতা: ব্যাটিং/বোলিং/উইকেট কিপিং
✅ রেজিস্ট্রেশন ফি ১০০/-
💻 PKCSBD ক্রিকেট ট্যালেন্ট হান্ট-২য় পর্ব (2023-2024) কার্যক্রমে সকল জেলার জন্য অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে।
যেকোন কম্পিউটার দোকানে গিয়ে তোমার জেলার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে আজই কনফার্ম করো তোমার অংশগ্রহণ !
অনলাইন রেজিস্ট্রেশনে করণীয় :
১। ওয়েবসাইট www.pkcs-bd.org
২। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্লেয়ার এডিমট কার্ড,স্টেডিয়ামে এন্ট্রি টিকেট এবং অংশগ্রহণমূলক সার্টিফিকেট প্রিন্ট করে নিতে হবে।
৩। উক্ত প্রিন্ট কপিগুলো বাছাইয়ের দিন স্টেডিয়ামে সঙ্গে নিয়ে আসতে হবে।
🏟 বাছাইয়ের ভেন্যু : প্রত্যেক জেলার - জেলা স্টেডিয়াম/ বিভাগীয় স্টেডিয়াম।
🕑বাছাইয়ের তারিখ : প্রতিযোগির মোবাইল নাম্বারে এসএমএস দিয়ে বাছাইয়ের তারিখ জানিয়ে দেওয়া হবে।
📌 বাছাইয়ের ধাপসমূহ!
(৬ষ্ঠ + ৭ম ) শ্রেণী = ৮৮ জন
(৮ম+৯ম+১০ম) শ্রেণী = ৮৮ জন
(একাদ্বশ + দ্বাদশ) শ্রেণী = ৮৮ জন
(তিনটি শ্রেণী/বয়সভিত্তিক গ্রুপ থেকে মোট ২৬৪ জন উত্তীর্ণ হবে)
১। জেলা লেভেল (২৬৪ জন উত্তীর্ণ হবে)
২। বিভাগ লেভেল (২৬৪ জন উত্তীর্ণ হবে)
৩। জাতীয় লেভেল (২৬৪ জন উত্তীর্ণ হবে)
🏆(প্রতিটি লেভেলে উত্তীর্ণদের পরবর্তী লেভেলে ডাকা হবে)
📌 ভবিষ্যৎ পরিকল্পনা!
১। প্রতিবছর একবার করে সারাদেশ থেকে ট্যালেন্ট হান্ট করা হবে। উত্তীর্ণদের উন্নত ট্রেনিং এবং ১০০(একশত) টি ক্রিকেট ম্যাচ স্কলারশিপ হিসেবে ফ্রি খেলানো হবে।
২। উত্তীর্ণদের পরিণত এবং প্রফেশনাল ক্রিকেটার হিসেবে গড়ে তোলা হবে।
৩। ট্যালেন্ট হান্ট-২য় পর্বে যারা উত্তীর্ণ হতে পারবে না,তাঁদের জন্য ট্যালেন্ট হান্টের পরবর্তী পর্বে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ থাকবে।
☎️যেকোন প্রয়োজনে কল দিন (10 AM-08 PM):
☎️01991-991701 (ঢাকা বিভাগ)
☎️01991-991702 (চট্টগ্রাম বিভাগ)
☎️01991-991703 (ময়মনসিংহ বিভাগ)
☎️01991-991704 (বরিশাল বিভাগ)
☎️01991-991705 (খুলনা বিভাগ)
☎️01991-991706 (সিলেট বিভাগ)
☎️01991-991707 (রাজশাহী বিভাগ)
☎️01991-991708 (রংপুর বিভাগ)
🔰 যেকোন প্রয়োজনে মেইল করুন: [email protected]
🌍 www.pkcs-bd.org
👍পরবর্তী সকল আপডেট পেতে পেজটিতে লাইক দিয়ে সঙ্গেই থাকুন।
PKCSBD, Criket, Sports, Protivaban khude Cricketerder Sondhane