ツ অপূর্ণ ইচ্ছে ツ

ツ অপূর্ণ ইচ্ছে ツ এক জীবনে সব পূর্নতা পাওয়া যায়না, অনেক কিছুই অপূর্ণ রয়ে যায়...! সব পূর্নতা পেয়ে গেলে জীবনটা একঘেয়েমি হয়ে যাবে, কিছু ইচ্ছে অপূর্ণ থাকাতেই জীবন এতো সুন্দর...। �

12/08/2025
আগস্ট আজাদীর মাসআগস্ট মুক্তির মাসআগস্ট স্বাধীনতার মাস
02/08/2025

আগস্ট আজাদীর মাস
আগস্ট মুক্তির মাস
আগস্ট স্বাধীনতার মাস

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
24/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

@ রাজনীতি বড়ই কঠিন খেলা...!

সংগৃহীত।

No homework tomorrow...she probably whispered with joy,never knowing tomorrowwould be stolen forever. 💔
21/07/2025

No homework tomorrow...
she probably whispered with joy,
never knowing tomorrow
would be stolen forever. 💔

21/07/2025

বিমান দূর্ঘটনায় একটা বাচ্চার শরীর পু'ড়ে গেল, সে সাহায্যের জন্য দৌড়াচ্ছে! তাকে সহায়তা না করে, চেয়ে তার ওই অবস্থার ভিডিও করাটা আপনাদের কাছে মুখ্য হয়ে উঠলো???
এ কেমন মানুষের মাঝে বাস করি আমরা!!

শুধু ভাইরাল ভিডিও দরকার তাই না??? 😭

16/07/2025

ছয় মাসের মাথায় গড়ে ওঠা একদল কিশোর-তরুণ আজ যে সাহস দেখিয়েছে, তা বছরের পর বছর ধরে জমে থাকা বয়স্ক দলগুলোও দেখাতে পারেনি। তারা রাস্তায় নেমেছে, সমাবেশ করেছে, স্পষ্ট গলায় বলেছে— “মুজিববাদ মুর্দাবাদ”। জিয়া-এরশাদ যেটা পারেননি, আজ নাহিদ আর তার দল তা করে দেখিয়েছে.!

বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্‌'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকের উপর ছুড়ে মারলো। মনে হলো বুকের প্রতি...
11/07/2025

বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্‌'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকের উপর ছুড়ে মারলো। মনে হলো বুকের প্রতিটি হাড় ভেঙে গেল! আবার উঁচু করে বুকে ছুড়ে মারলো। ব্যবসায়ী লোকটি অচেতন অবস্থায় নড়েচড়ে উঠলো। আরেকজন এসে সেই পাথর তুলে নিয়ে আবারও। এরপর একেরপর এক মাথায় ছুড়তে থাকে। এভাবে মাথা বুক পাথর ছুড়ে ছুড়ে থেতলে দিয়ে হত্যা করা হয় মিডফোর্ডের সেই ব্যবসায়ীকে।

হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি। উলঙ্গ লাশ বাজারের মাঝখানে নিয়ে আসে। রাস্তায় ফেলে লাশের উপর নৃত্য করতে থাকে! পুরো ঘটনা এমন ভয়াবহ দেখলে গলা শুকিয়ে যাবে!

পরবর্তীতে বিএনপিকে চাঁদা দিতে কেউ অস্বীকার না করে তাই সর্বশেষ এই নৃত্যের ব্যবস্থা।

দিস ইজ বিএনপির বাংলাদেশ। এরাই আমাদের শাসন করতে অস্থির হয়ে আছে। আমরাই তাদের হাতে শাসনের ভার তুলে দিবো..!

২০০৬ সালে বাপ্পাদিত্য বসুরা পিটিয়ে শিবিরের ছেলেদের হত্যা শেষে এভাবে লাশের উপর নৃত্য করেছিল। সেই দৃশ্যের থেকেও ভয়াবহ দৃশ্য বিএনপি আমাদেরকে দেখালো। তাদের প্রতিদিনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে ক্ষমতায় আসলে দেশের জন জীবনে কেয়ামত নামিয়ে আনবে বিএনপি।

ব্যাটহাতে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস আর বল হাতে ৪ ওভারে ১৩ রানের খরচায় ৪ উইকেট। বলতে গেলে একা হাতেই গ্লোবাল সুপার লীগ...
10/07/2025

ব্যাটহাতে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস আর বল হাতে ৪ ওভারে ১৩ রানের খরচায় ৪ উইকেট। বলতে গেলে একা হাতেই গ্লোবাল সুপার লীগের উদ্বোধনী ম্যাচে নিজদল দুবাই ক্যাপিটালসকে ২২ রানে জেতালেন সাকিব আল হাসান।

প্রতিপক্ষ সেন্ট্রাল ডিসট্রিক্টকে দুমড়ে মুচড়ে দিয়ে ম্যাচসেরার পুরষ্কারটিও বাগিয়ে নিলেন লোভী সাকেপ। সত্যি-ই তাকে ভালো না বাসলেও উপেক্ষা করা যায় না। কারণ ৩৮ বছর বয়স্ক সাকিবের পারফরম্যান্স যেকোনো বাংলাদেশী তরুণ ক্রিকেটারের চেয়ে ঢের ভালো...

(আম্পায়ার্স কলের জন্য একই ম্যাচে ফিফটি এবং ফাইফারের দারুণ একটি রেকর্ড থেকে বঞ্চিত হন সাকিব)

15/06/2025

🗣️ “আজ পুরো ইসলামী দুনিয়া ইরানের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছে” – সৌদি যুবরাজ
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সৌদি আরবের এই ঘোষণা গোটা মুসলিম বিশ্বের জন্য এক ঐক্যের বার্তা!

সূত্র: Public News

Address

Cumilla
3550

Website

Alerts

Be the first to know and let us send you an email when ツ অপূর্ণ ইচ্ছে ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ツ অপূর্ণ ইচ্ছে ツ:

Share