ツ অপূর্ণ ইচ্ছে ツ

ツ অপূর্ণ ইচ্ছে ツ এক জীবনে সব পূর্নতা পাওয়া যায়না, অনেক কিছুই অপূর্ণ রয়ে যায়...! সব পূর্নতা পেয়ে গেলে জীবনটা একঘেয়েমি হয়ে যাবে, কিছু ইচ্ছে অপূর্ণ থাকাতেই জীবন এতো সুন্দর...। �

15/06/2025

🗣️ “আজ পুরো ইসলামী দুনিয়া ইরানের সমর্থনে ঐক্যবদ্ধ হয়েছে” – সৌদি যুবরাজ
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সৌদি আরবের এই ঘোষণা গোটা মুসলিম বিশ্বের জন্য এক ঐক্যের বার্তা!

সূত্র: Public News

10/06/2025

সাপে কাটলে উজা/ কবিরাজ নয় - সরাসরি জেলা সদর হসপিটালের চিকিৎসা নিন - কুমিলার ভাইরাল হোসাইন সাপুরে এখন মৃত্যুশয্যায়৷

🚨  Bangladesh is now 182th in the FIFA rankings...!
07/06/2025

🚨 Bangladesh is now 182th in the FIFA rankings...!

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছ...
07/06/2025

বয়স বাড়ছে, বিদায়ের সময় ঘনিয়ে আসছে, নিজের শরীর থেকে তারকা তকমাও ছিনিয়ে নিয়ে যাচ্ছেন অন্যরা, জামাল ভূঁইয়া নিজেও বুঝতে পারছেন হয়তো, তাই আগের মতো আর চাঞ্চল্যতা নেই, তবুও সিংহাসন ছেড়ে দেওয়ার আগে রাজার মাথা উঁচু থাকবে, যে অনিশ্চয়তা নিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন৷ যে দেশে ফুটবল হয়ে গিয়েছিল আউট অব টপিক, বিদায়ের আগে দেখে যাচ্ছেন, তার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না, এদেশের মানুষের মাঝেও ফুটবলের বিপ্লব চলে এসেছে।

দেশের এই ফুটবল জাগরণের ভাস্কো দ্য গা মা আমাদের ক্যাপ্টেন, আমাদের এই প্রজন্মের সুপারস্টার৷ জামাল ভূঁইয়া দ্য গ্রেট।

হামজা চৌধুরী ও সোহেল রানার দুর্দান্ত গোলে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পেলো বাংলাদেশ...!
04/06/2025

হামজা চৌধুরী ও সোহেল রানার দুর্দান্ত গোলে ভুটানের বিপক্ষে ২-০ গোলে জয় পেলো বাংলাদেশ...!

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল  ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চাল...
01/06/2025

রাইড শেয়ারের 'যাত্রীরা হুশিয়ার!'

মিরপুর-১২ থেকে শ্যামলী যেতে রাইড শেয়ারের মোটরসাইকেল ভাড়া করেছিলেন কর্মজীবী ওই নারী। চালকের দেওয়া হেলমেট মাথায় পরার কিছুক্ষণের মধ্যেই নিজের চেতনা- চিন্তাশক্তির ওপর নিয়ন্ত্রণ হারান তিনি। শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কারণে কোনো বাঁধা দেওয়া সম্ভব হয় না তাঁর পক্ষে।

কয়েক ঘন্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে বাইক থামে। ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকা বাঁধাদানের শক্তিহীন এক শহুরে নারীকে সেখানে প্রথমে ধ*র্ষণ, নিজের মর্জিমতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ, আর সবশেষে সঙ্গে থাকা যাবতীয় পয়সাকড়ি কেড়ে নিয়ে নির্জন প্রান্তরে তাকে ফেলে রেখে দ্রুত সটকে পড়েন চালক। ভেবেছিলেন, হয়তো বেঁচে গেছেন। অজুত জনতার ভীড়ে কোন রাইড শেয়ার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো, কে মেলাবে তার হদিস!

ফলাফল? ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে প্রথমে নির্জন প্রান্তরে পড়ে থাকা সেই নারীকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করা। তারপর মামলার ৪৮ ঘন্টা না পেরোতেই সোনার চানকে খাঁচায় আটকানো, আলহামদুলিল্লাহ।
বিশেষ করে মা-বোনদের প্রতি অনুরোধ থাকবে, রাইড শেয়ারের যানবাহনে চড়ার সময় দয়া করে একটু চোখ-কান খোলা রাখুন। কে জানে জনাকীর্ণ রাজধানীর মোড়ে মোড়ে আরো কতো জঘন্য সাইকোপ্যাথিক অপরাধী ওঁৎ পেতে বসে আছে রাইড চালকের বেশে, হয়তো অনাগত কোনো শিকারের প্রত্যাশায়..।

১ম ছবিটি আওয়ামীলীগ আমলে বেশ সমালোচনার জন্ম দেয়, মসজিদের মধ্যে ব্যানার! আলেমদের অনেকেই মনে মনে ছিছি করলেও কিছু বলার মত সা...
01/06/2025

১ম ছবিটি আওয়ামীলীগ আমলে বেশ সমালোচনার জন্ম দেয়, মসজিদের মধ্যে ব্যানার!
আলেমদের অনেকেই মনে মনে ছিছি করলেও কিছু বলার মত সাহস পায়নি কেউ।

২য় ছবিটি সাম্প্রতিক সময়ের কিন্তু অবস্থা একই। সব আমলেই আমাদের বুক ফাটে মুখ ফোটে না।
আমার খুব জানতে ইচ্ছে করে আল্লাহর ঘরে নেতার ছবি ওয়ালা ব্যানার কারা লাগায়..?
এরা কেমন মুসলমান.?
মসজিদ আল্লাহর ঘর, যে মসজিদে রাসুলুল্লাহ (সা:) এর দরুদ হয় সেখানে নেতাদের ছবি মানুষ কোন আক্কেলে লাগায়..? আমি বুঝিনা..!

ড. ইউনূসকে প্রতিনিয়ত অপমান করছেন কিছু নেতা।দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। ‘চুপ্পু চাচ্চু’ এখনও প্রেসিডেন্ট পদে বহাল।...
31/05/2025

ড. ইউনূসকে প্রতিনিয়ত অপমান করছেন কিছু নেতা।
দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। ‘চুপ্পু চাচ্চু’ এখনও প্রেসিডেন্ট পদে বহাল। ওয়াকার স্যার ও তাঁর সহযোগীরাই আছেন ক্ষমতায়।

ড. ইউনূস কি হার মানার মানুষ? তিনি কি এত অপমানের পরও সব কিছু মেনে নেবেন? চুপ থাকবেন?

একজন নেতা এক টক শো-তে বলেছেন, “ড. ইউনূস যদি ক্ষমতা থেকে যান, সারা দেশে গ্রামীণ ব্যাংকের কোনো শাখার একটি ইটও খুঁজে পাওয়া যাবে না।”

কেউ বলছেন—ড. ইউনূস আদম ব্যবসায়ী, জাপানে গেছেন আদম পাচারের জন্য।
কেউ বলছেন—ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ক্ষমতা ছাড়তেই চাননি। “তিনি কীভাবে এ ক্ষমতা ছেড়ে দেবেন?”

এই কথাগুলো কি ড. ইউনূসকে আঘাত করে না? তিনি কি সহজে মেনে নেবেন?

জামায়াত জানে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে।
এনসিপি জানে, নির্বাচনের পর বিএনপি-আওয়ামী লীগ এক হয়ে তাদের ‘আলুর ভর্তা’ বানাবে।
সেনাবাহিনী, পুলিশ জানে—তাদের অনেক কর্মকর্তা বিপদে পড়তে পারেন।

ড. ইউনূস যদি নির্বাচন দিয়ে সরে দাঁড়ান, তবুও তিনি কি নিরাপদ থাকবেন?
এই বিষয়গুলো কি ড. ইউনূসের টিম তাকে বলে না?
ড. ইউনূস কি কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা ছাড়া এগোচ্ছেন?

ড. ইউনূস কি তারেক রহমানের হুমকি হালকাভাবে নেবেন?
যদি ড. ইউনূস তারেক রহমানকে এভাবে হুমকি দিতেন, তারেক রহমান কি সেটা সহ্য করতেন?

আমার মনে হয়, দেশ এক বড় সংকটের দিকে যাচ্ছে—এমন একটি সংকট, যা কেউ এখন কল্পনাও করতে পারছেন না।

ড. ইউনূস হয়তো চাচ্ছেন, আপনারা আরও বলুন, আরও অপমান করুন।
কিন্তু তাঁর হারানোর কিছু নেই—বয়সের যে জায়গায় তিনি আছেন, মৃত্যু তাঁর জন্য খুব দূরের কিছু নয়।
তবে তিনি হার মেনে মরবেন না। পরাজয় মেনে নেবেন না।
তিনি এমন কিছু একটা করে যাবেন, যা হয়তো যারা আজ তাঁকে নিয়ে উল্টাপাল্টা বলছেন—তাদের জন্য ভালো হবে না।

ড. ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়। তিনি এক আন্তর্জাতিক খেলা খেলবেন। প্রস্তুত থাকুন।

হয়তো তিনি নির্বাচন দেবেন। হয়তো আপনারা পাশও করবেন। কিন্তু… ক্ষমতায় যেতে পারবেন না। আমি বলছি “হয়তো।”

এভাবে নোংরামিতে না গিয়ে, তারেক রহমান যদি নিজেই কথা বলতেন, সবাইকে থামিয়ে দিতেন—তবে পারতেন পরিস্থিতি সামাল দিতে।
কিন্তু অনেক দেরি হয়ে গেছে।
ভুল পথে হাঁটছেন সবাই, ভুল কথাই বলছেন সবাই।

তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন —এটা নিয়েও হাসি-তামাশা চলছে।বড় ভুল হচ্ছে কোথাও।

ড. ইউনূসের নাটক শেখ হাসিনা বুঝতে পারেননি—তাই আজ তিনি নিজেই এক কঠিন সংকটে।

কথাগুলো হালকাভাবে না নিলে, অন্তত একটি রাজনৈতিক দলের উপকার হতে পারে।l

29/05/2025

একটি সূত্র বলছে মধ্যরাতে বিএসএফ পরশুরাম বল্লামুখা বাঁধ কাটার জন্য এসেছে , অন্য একটি সূত্র বলছে বিএসএফ তাদের জায়গায় পূনরায় খাল খননের জন্য এসেছে কিন্তু ২০ফুট জায়গা নো-ম্যান্স-ল্যান্ড হওয়াতে সেখানে বিজিবির বাঁধায় তারা চলে যায়।

এখানে প্রথম সূত্রটিই আমাদের কাছে গ্রহণযোগ্য কারণ বিএসএফ সম্পর্কে আমরা সকলে অবগত। তারা রাতের আঁধারে খাল খননের জন্য আসবে একথা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। পরশুরামের স্থানীয়রা সতর্ক থাকুন বিজিবির সাথে, প্রশাসন ঠিকভাবে বাঁধ নির্মাণ করেনি, সে বাঁধ আবার কাটা হলে ২০২৪এর পুনরাবৃত্তিই হবে আবার।

নোয়াখালী হাতিয়া তলিয়ে গেলো নিঝুম দ্বীপ সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন...! আশেপাশের স্বেচ্ছাসেবীরা পারলে একটু খোজ নিন.....
29/05/2025

নোয়াখালী হাতিয়া
তলিয়ে গেলো নিঝুম দ্বীপ
সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন...!
আশেপাশের স্বেচ্ছাসেবীরা পারলে একটু খোজ নিন..।
আর এগিয়ে আসুন...!

26/05/2025

৫ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের!🥶

ভালোবাসার নামে বিষ এগুলো! জোর করে অতিরিক্ত খাওয়ানোর পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, জানেন?আমরা সন্তানকে ভালোবাসি। তার ভালো...
25/05/2025

ভালোবাসার নামে বিষ এগুলো! জোর করে অতিরিক্ত খাওয়ানোর পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, জানেন?

আমরা সন্তানকে ভালোবাসি। তার ভালো চাই বলেই তার মুখে এক চামচ আরেক চামচ খাবার তুলে দিই। কখনো সে না চাইলে মুখ জোর করে খুলে দিই, চোখ রাঙিয়ে বলি, “না খেলে বড় হবে কী করে?” কিন্তু জানি কি, এই ভালোবাসার চাপে, আদরের নামে কখনো কখনো মৃ**ত্যুও এসে যেতে পারে?

সম্প্রতি এই হৃদয়বিদারক ঘটনা চোখে পড়েছে। অসুস্থ অবস্থায় একটি ছোট্ট শিশু হাসপাতালে আনা হয়। কিন্তু কিছুই করার ছিল না। চিকিৎসক জানান, অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণেই শিশুটির মৃ**ত্যু হয়েছে।
ভাবা যায়?
আমার বুক ফেটে কান্না আসছে এটা দেখে!😔😔

শিশুর শরীর ছোট, হজমক্ষমতা সীমিত। তারা যখন না খেতে চায়, অনেক সময় শরীর নিজেই সংকেত দেয়,আমি এখন নিতে পারছি না। কিন্তু আমরা বড়রা সেই সংকেত বুঝতে না পেরে নিজেদের চিন্তাধারাই চাপিয়ে দিই। যেন না খেলে সে অপুষ্টিতে ভুগবে, দুর্বল হয়ে পড়বে, অথচ অতিরিক্ত খাওয়ানো যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে, সেটা ভুলেই যাই।

মনে রাখবেন,অতিরিক্ত খাওয়ানোর ফলে বমি ও শ্বাসকষ্ট হতে পারে!!জোর করে খাওয়ালে খাবার শ্বাসনালিতে ঢুকে যেতে পারে।
পেটের অস্বস্তি ও ফোলাভাব, গ্যাস হয় যা শিশু বুঝিয়ে বলতে পারে না, কিন্তু কষ্ট পায়!!

আমার পেজে অনেক মা আছেন,আমি রিকোয়েস্ট করছি প্লিজ শিশু না চাইলে জোর করবেন না।
বাচ্চার স্বাভাবিক খাওয়ার ইচ্ছাকে সম্মান জানাবেন!!

আর বাচ্চার খাবার কখনো পরিমাণে নয়,পুষ্টিতে গুরুত্ব দিবেন সবসময়!!

অবশ্যই খেয়াল রাখবেন,খাওয়ানোটা যেন খেলার মতো মজা হয়, ভয়ের নয়!!

আমাদের সন্তানের সুস্থতা আমাদের সচেতনতার ওপরই নির্ভর করে। আদর করুন, খেয়াল রাখুন, কিন্তু কখনোই ভালোবাসার নামে তার ক্ষতি করে ফেলবেন না।

Address

Cumilla
3550

Website

Alerts

Be the first to know and let us send you an email when ツ অপূর্ণ ইচ্ছে ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ツ অপূর্ণ ইচ্ছে ツ:

Share