ইসলামিক পেইজ

ইসলামিক পেইজ السلام عليكم ورحمه الله وبركاته
আশাকরি সবাই আমাদের ইসলামিক পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন ।

05/01/2025

তুমি মসজিদে না গেলেও, মসজিদের খাটিয়া একদিন ঠিকই তোমার বাড়িতে চলে আসবে।

22/09/2023

“᭄___ নারী তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো.!
︵❝།།💚🌺ღ᭄︵❝།།💚🌺ღ᭄
——যাতে যেকোন পুরুষ তোমাকে পেয়ে..!🖤
︵❝།།💚🌺ღ᭄︵❝།།💚🌺ღ᭄
—বার বার রবের কাছে শুকরিয়া আদায় করে!🌺🌺︵❂✿༎༅⸙͎⸙͎
︵❝།།💚🌺ღ᭄︵❝།།💚🌺ღ᭄
#আলহামদুলিল্লাহ 🥰🌺🖤𝄞⋆⃝𝄞⋆⃝༅༎༅❍
❤️

31/07/2023
হে বুদ্ধিমান গণ !
18/07/2023

হে বুদ্ধিমান গণ !

19/05/2023

"বিয়ে করলে আমি এই মেয়েকেই বিয়ে করব আম্মা। আর আমি ৩ দিনের মধ্যেই মেঘকে আমার ঘরে তুলে নিয়ে আসতে চাই।"

"কি বলিস এগুলা! চুপ থাক মানুষ শুনলে ম'ন্দ বলবে।"

"অল্প বয়সে আমি বিয়ে করলে মানুষ ম'ন্দ কেন বলবে? আমি বিয়ে করতে চাই আম্মা, পা'প না।"

কথাটি বলেই তুষার বেরিয়ে যায়। তুষারের মা রে'গে গিয়ে বললেন, "বয়স ২১ ও হয়নি ছেলে নাকি বিয়ে করবে! এমন ল'জ্জা'হী'ন ছেলে আমি এই জন্মেও দেখিনি। আরে...মেয়ে মানুষ এর জন্য না হয় মা বাবা বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিবে। তাই বলে ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে শুনে, ২১ বছরে বিয়ে করার জন্য ম'রি'য়া হয়ে উঠবে?

খাবার টেবিলে বসে আছে তুষার, তুষারের মা, তুষারের বাবা।

" আম্মা আপনি আগামীকাল যাবেন মেঘ'দের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে।"

"তুই কি পা'গ'ল হয়ে গেছোস তুষার? এতো তাড়াতাড়ি বিয়ে?"

"ইসলামে আছে আম্মা ..."

তুষারের জো'রা'জো'রিতে এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করিয়ে দেয় তার মা-বাবা। কিন্তু মেঘের ১৮ বছর হওয়ার আগ অব্দি, তার শাশুড়ী মায়ের সাথে থাকবে। মেঘ কান্না'ভে*জা কন্ঠে তুষারকে বললো,

"ফাইনালি তুষার....ফাইনালি তুমি আমার!"

"তুষার বু*কে টে'নে নেই মেয়েটিকে। মাথায় হাত বুলিয়ে আলতো স্বরে বললো,

" আলহামদুলিল্লাহ এখন আমরা হালাল সম্পর্কে আবদ্ধ। যেইখানে হারানোর ভয় নেই। আছে শুধু ভালোবাসার আবদ্ধে আগলে রাখা। আসলে মেঘ জানো? আমার মাঝে মাঝেই প্রত্যেকটা মা-বাবাকে বলতে ইচ্ছে করে, "বয়স ফ্যাক্ট নয়, নিজের সন্তান যাকে ভালোবাসে তাকে তার করে দিন। রিজিকের মালিক আল্লাহ। সম্পর্ক'টা হোক হালাল। মুক্তি পাক হা'রা'ম।"

ঈদ মোবারক
20/04/2023

ঈদ মোবারক

তুমি সেই দিনের ভয় কর 🥀🥀🥀
15/04/2023

তুমি সেই দিনের ভয় কর 🥀🥀🥀

15/04/2023

বিছানায় পড়ে থাকা মানুষটা যদি
আপনার 'মা' হয়, তাহলে আপনি বুঝবেন
পুরো পৃথিবীর বাইরে আরেকটা পৃথিবী
ছিল আপনার ঘরে।
'
প্রচন্ড মন খারাপ করে ঘরের আলো
নিভিয়ে আপনি যখন চোখ বুঁজে ছিলেন,
আপনি জানেন না অদৃশ্য এক জোঁড়া চোখ
কতবার আপনার ছায়া দেখে গেছে।
'
তরকারী ভাল হয়নি বলে আপনি যেদিন
খাননি, সেদিন আপনি ভুলে গেছেন, এমন
অনেক দিন কিছু একটা মুখে দিতে
গিয়েও মা সেটা তুলে রেখেছিল। খোকা
যদি চায় আরেকবার !
'
মায়ের আঁচলের গিঁট, অথবা তোষকের
ভাঁজ সরিয়ে টাকা সরানোর সময়ও
আপনি বুঝেননি, আপনি নিবেন জেনেও
মা কেন টাকা সরিয়ে রাখেনি!
'
'মা' কি জিনিস থাকতে বুঝে নিয়েন। এক
জীবনে কত শত কারেন্ট খেয়ে
ট্রান্সমিটারের মত আজীবন সব সামলে
নেন তা বোঝার ক্ষমতা কোন পুরুষের
নেই।
'
বাবার অফিসের ঝামেলা? তুমি কোন
কথা বলবানা মেজাজ খুব খারাপ!
আপনার রেজাল্ট খারাপ? সব দোষ
মায়ের। আর সে আপ্নিও.......'মা' এত
ফেছর ফেছর করোনা!
'
তবু 'মা' ফেছর ফেছর করে। চোখের পাতা
খোলার শক্তি নাই যার, তবু সে ঠোট
নেড়ে বলে - বাসি খাবার খাস না
বাবা....একটু গরম করে নে!
'
'মা' এমন একটা জিনিস কবরের
মাটিও তার মমতা লুকিয়ে রাখতে
পারেনা। যার মা নাই সে কবরে গিয়ে
দেখেন, সে মাটিও ভেজা। মা যেন
চিৎকার করে বলছে - বাবা তুই এত
শুকায়ছিস কেন?
'
'মা' কে ভালবাসুন প্রতিটা নারীকে
সম্মান করুন। যে নারীর পেটে স্বর্গ` পায়ে
স্বর্গ` সে নারীকে মসজিদের মত পবিত্র
রাখুন।

25/03/2023

-/একটা সুন্দর মোনাজাত!
ইয়া আল্লাহ!! আমি জানিনা অতীতে কতটা পাপ করেছি, কতো ভুল করেছি জেনে না-জেনে, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, কার কার নামে গীবত করেছি, কার কার নামে সমালোচনা করেছি, কত কি দেখে হিংসা করেছি! আসতাগফিরুল্লাহ্।
ইয়া আল্লাহ!! আপনি এখন আমাকে এমনভাবে তৈরি - করুন যাতে এসব থেকে আস্তে আস্তে মুক্তি পেতে পারি। আমাকে আলোর পথ দেখান, আমার মনে ইসলামের প্রেম বাড়িয়ে দিন। আমার মনে আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালবাসা এনে দিন। ইসলামকে জানার ইচ্ছা বাড়িয়ে দিন।
ইয়া আল্লাহ!! কোনো বিপদ আসার আগেই আমাকে তা থেকে রক্ষা করুন। আমাকে বদনজর থেকে রক্ষা করুন। আমাকে পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।
ইয়া আল্লাহ, আমার ঈমান বৃদ্ধি করে দিন, আমার মনকে নরম বানিয়ে দিন, আমাকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। আমাকে হেদায়েত দান করুণ।
আমীন!'

15/03/2023

اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ اَلۡحَیُّ الۡقَیُّوۡمُ ۬ۚ لَا تَاۡخُذُهٗ سِنَۃٌ وَّ لَا نَوۡمٌ ؕ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ؕ مَنۡ ذَا الَّذِیۡ یَشۡفَعُ عِنۡدَهٗۤ اِلَّا بِاِذۡنِهٖ ؕ یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡهِمۡ وَ مَا خَلۡفَهُمۡ ۚ وَ لَا یُحِیۡطُوۡنَ بِشَیۡءٍ مِّنۡ عِلۡمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ کُرۡسِیُّهُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ ۚ وَ لَا یَـُٔوۡدُهٗ حِفۡظُهُمَا ۚ وَ هُوَ الۡعَلِیُّ الۡعَظِیۡمُ ﴿۲۵۵﴾

আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। আকাশমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, তাঁরই। কে সেই ব্যক্তি যে তাঁর অনুমতি ছাড়া তাঁর নিকট সুপারিশ করে? তিনি লোকদের সমুদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন। পক্ষান্তরে মানুষ তাঁর জ্ঞানের কোনকিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তাঁর কুরসী আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দু’য়ের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না, তিনি উচ্চ মর্যাদাশীল, মহান। তাইসিরুল

  please follow this page ....
14/03/2023

please follow this page ....


13/03/2023

Address

Doha Qatar
Cumilla

Telephone

+97450106279

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক পেইজ:

Share