Dipu Ray

Dipu Ray সব ধরনের পোষ্ট পেতে লাইক দিয়ে পাশে থাকুন❤️

আপনারা পাশে থাকলেই সফলতা সম্ভব ❤️❤️

26/08/2024

শুভ কৃষ্ণ জন্মাষ্টমী! 💙🦚

কৃষ্ণের উপর বিশ্বাস রাখুন, তিনি অবশ্যই আপনাকে সুস্থ করবেন! 😌💙

25/08/2024

লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন শীলবাড়ির পিক্ষ থেকে ত্রানের কার্যক্রম,,,সবাই আশীর্বাদ করবেন❤️❤️

24/08/2024

৬০০জন লোকের ত্রানের ব্যবস্থা আমাদের হিন্দু বাড়ি থেকে,,,,সবাই আশীর্বাদ করবেন সকালেই আমরা সব রেডি করে,,, বের হয়ে যাবো❤️

23/08/2024

মানুষ আজ কতো অসহায় 🥺🥺

19/08/2024

গ্রামের অপরূপ সৌন্দর্য্যের একটা ভিডিও ❤️❤️

18/08/2024

বোনুর সাথে দুষ্টমি ☺️☺️🤭🤭

18/08/2024

মৌমিতার এই লড়াই'টা আজ যদি থেমে যায়,
আর তোমরা যদি চুপ করে ঘরে বসে থাকো, তাহলে দেখবে আগামিতে মৌমিতার মতো অবস্থা শতশত নারীর হচ্ছে! তাদের মধ্যে থাকবে হয়তো কারো বোন, কারো স্ত্রী, কারো বান্ধবী বা কারো আ;ত্মীয়। এই লড়াই শুধু একটা মেয়ের না, এটা গোটা নারী জাতির সম্মানের লড়াই, গোটা দেশের লড়াই, একটা স্বাধীন দেশে বিচার আদায় করার লড়াই!
এই লড়াইয়ে থাকা দরকার প্রতিটা ছেলের, প্রতিটা বাবার, প্রতিটা স্বামীর, প্রতিটা ভাইয়ের। আজ এই লড়াই থেমে গেলে আগামীতে জন্ম নেবে শতশত অপরাধী। আর চুপ নয়, আর থেমে থাকা যাবে না, এবার অন্যায় এর প্রতিবাদ করতেই হবে।✊

06/08/2024

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ❤️❤️

হাসু আপা কোন নিউজে এই শাড়িটা পড়ছিলো জাতি দেখতে চায়🥲🥲🥲
06/08/2024

হাসু আপা কোন নিউজে এই শাড়িটা পড়ছিলো জাতি দেখতে চায়🥲🥲🥲

Your daughter failed you . She failed your morals. She failed your dream. She failed our nation.💔
03/08/2024

Your daughter failed you . She failed your morals. She failed your dream. She failed our nation.💔

03/08/2024

আঠারো বছর বয়স

আঠারাে বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তােলবার ঝুঁকি,
আঠারাে বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

আঠারাে বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নােয়াবার নয়
আঠারাে বছয় বয়স জানে না কাঁদা।

এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে ষ্টীমারের মতাে চলে,
প্রাণ, দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

আঠারাে বছর বয়স ভয়ংকর
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারাে বছর বয়স যে দুর্বার
পথে প্রান্তরে ছােটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিক মতাে রাখা ভার
ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ।

আঠারাে বছর বয়সে আঘাত আসে
অবিশ্রান্ত; একে একে হয় জড়াে,

এ বয়স কালাে লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাঁপে বেদনায় থরােথরাে।

তবু আঠাবাের শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তাে করে।

এ বয়স জেনাে ভীরু, কাপুরুষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোন সংশয়—
এ দেশের বুকে আঠারাে আসুক নেমে॥

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Dipu Ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share