HM AZADI

HM AZADI মানুষের জন্য মানুষ
(1)

08/10/2025

একজন পরাজিত বাবার বুক-ফাটা চিৎকার😭😭😭😭😭😭😭😭😭
চাঁদপুর আদালত প্রাঙ্গণে মাটিতে গড়িয়ে চিৎকার করা পুরুষ মানুষটি দুই সন্তানের জনক। গেলো বছর তার স্ত্রী সন্তানদের রেখে পরকীয়া প্রেমিকের কাছে চলে যান এবং তারা বিয়ে করেন। নতুন সংসারে ওই নারীর আরেকটি সন্তান জন্ম নেয়।

এদিকে এক বছর না যেতেই পরকীয়া প্রেমিকের সাথে দ্বিতীয় সংসার ভেঙে যায়। সেখান থেকে ফিরে এসে সেই নারী প্রথম স্বামীর বিরুদ্ধে আদালতে যৌ-তুকের মা-মলা দায়ের করেন। একই সাথে তিনি প্রথম ঘরের সন্তানদের নিজের জিম্মায় নেয়ার আবেদন করেন।

আজ ৭ই সেপ্টেম্বর সেই আবেদনের প্রেক্ষিতে আদালত আইন অনুযায়ী অবুঝ দুই সন্তানকে মায়ের জিম্মায় দিয়ে দেন। এই রায় কোনভাবেই মেনে নিতে পারননি, মা ছাড়া সন্তানদের লালন পালন করা অসহায় পিতা। স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যাওয়ার পর, সন্তানকে বুকে ধরে তিনি বেঁচে থাকার সংগ্রাম করেছিলেন। আজকের পর শেষ অবলম্বনটুকু মাহামান্য আদালত কেড়ে নিলো।

সংসার জীবনে পরাজিত সেই বাবার অভিযোগ, আদালতের কাছে ন্যায্য বিচার পাননি। তাই কোর্ট প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে চিকার করে আহাজারি করেন। পরিশেষে আল্লাহর কাছে বিচার দেন....

তার দাবী- যে নারী স্বামী-সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যেতে পারে, তার হাতে সন্তান নিরাপদ নয়। যেকোন সময় তার সন্তানদের সাথে ঘটতে পারে দু-র্ঘটনা।

কিন্তু আইন তার কান্না শুনে না। আইন চলে তার নিজস্ব গতিতে। পারিবারিক কলহর মামলাগুলোর ক্ষেত্রে এ দেশের আইন বেশিরভাগ ক্ষেত্রে নারীদের পক্ষে থাকেন। এই অভিযোগ বাংলাদেশের সকল পুরুষের। এই অভিযোগ- ভুক্তভোগী পুরুষদের মা-বোন এবং নারী স্বজনদের।


তবে কি এদেশের আইন, বিচার, সালিশ– পুরুষের কান্না কিংবা সম্মান বোঝার যোগ্যতা আজো অর্জন করতে পারেনি।

আশিক বিন রহিম
গণমাধ্যমকর্মী
০৭/১০/২০২৫

#চাঁদপুর #আদালত #প্রাণের_চাঁদপুর #ভালোবাসার_চাঁদপুর #ভাইরালভিডিওシ

07/10/2025
07/10/2025
07/10/2025
07/10/2025
07/10/2025
07/10/2025
05/10/2025
04/10/2025

স্বামীর মাথার খুলি নিয়ে দাঁড়িয়ে গlজlর এক নারী। পৃথিবীকে ধিক্কার। ধিক্কার মানব সভ্যতাকে। ধিক্কার ২শত কোটি মুসলিমদের।

04/10/2025

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when HM AZADI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM AZADI:

Share

Category