হৃদয়ে বাংলাদেশ

হৃদয়ে বাংলাদেশ We share the deep of life.

23/10/2025

ইসকন নিষিদ্ধে আল্লামা মা-মুনু-ল হকের ক.ঠিন বজ্রধ্বনি।

মাদ্রাসাছাত্রী আশামনি এক হিন্দু ছেলে কর্তৃক ভয়াবহ যৌন নির্যাতনের শিকার। যদিও কয়েকদিন পরেই দেখা যাবে, ছেলেটাকে ছেড়ে দি...
23/10/2025

মাদ্রাসাছাত্রী আশামনি এক হিন্দু ছেলে কর্তৃক ভয়াবহ যৌন নির্যাতনের শিকার। যদিও কয়েকদিন পরেই দেখা যাবে, ছেলেটাকে ছেড়ে দিসে।

আসল ঘটনা অনেকেই জানেন না, আশা মনিকে মেলায় ঘুরানোর নামে ৩ দিন আটকে রেখে পাশবিক নির্যাতন করে কুলাঙ্গার গুলো। যোনি পথে এতই জোরে ওরা মিলনের চেষ্টা করে যে আশামনির যৌনাঙ্গে মারাত্মক ইনফেকশন হয়ে যায়, ওই ৩ দিন মেয়েটাকে ঠিকমত খেতেও দেয়নাই ওরা, লাগাতার ধর্ষনের ফলে উঠেও দাঁড়াতে পারছিল না আশা মনি।

ওদের হাতে পায়ে ধরার পরেও কোনো করুনা করেনাই ওই মালু হিন্দুর বাচ্চা গুলা, আশামনি কে ওরাল সেক্সেও বাধ্য করে, খেয়াল করলে দেখবেন ও কথাও বলার শক্তি পাচ্ছিল না।

অথচ এইটা নিয়ে কোনো মিডিয়াতে কোনো সাড়াশব্দ নেই।

গাজীপুরের টঙ্গিতে আলোচিত নিখোঁজ ইমাম মহিবুল্লা মাদানী সাহেবকে আজ সকল ৫.৩০ এ পঞ্চগড় জেলার হেলিপ্যাড বাজারের উত্তর পাশে ব...
23/10/2025

গাজীপুরের টঙ্গিতে আলোচিত নিখোঁজ ইমাম মহিবুল্লা মাদানী সাহেবকে আজ সকল ৫.৩০ এ পঞ্চগড় জেলার হেলিপ্যাড বাজারের উত্তর পাশে বরেন্দ্র অফিস এর সামনে শিকল দিয়ে বাধা অবস্থায় পাওয়া গিয়েছে। তিনি খুবই আশংকাজনক অবস্থায় ছিলেন। বর্তমানে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক দিনের মধ্যে গুম করে পঞ্চগড় নিয়ে গেছে..! সম্ভবত ভারতে নিয়ে যাবার পরিকল্পনা ছিলো। গতকাল থানা কর্তিপক্ষ ইসকনের নাম উল্লেখ করে জিডি নিতে চায়নি। পরে জনতার চাপের মুখে বাধ্য হয়ে জিডি নেয়।

এর আগে সিলেটে ইসকনের বিরুদ্ধে কথা বলায় খুন হন মসজিদের এক ইমাম। চিন্ময় ইস্যুতে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এছাড়াও ইসকন আরো কত অজ্ঞাত ব্যাক্তিকে গুম, খুন করেছে তার হিসাবে নেই।

একটা উগ্রবাদী সংগঠন প্রকাশ্যে সন্ত্রাস করছে, মানুষ হত্যা করছে, মুসলমানদের দেশে বসে মুসলমানদের হুমকি দিচ্ছে, গুম করছে, পুরো দেশটাকে জিম্মি করে ফেলেছে। অথচ সরকার, প্রশাসন এদের নামে মামলা পর্যন্ত নিতে চায়না! কত ভয়ংকর শক্তিশালী এই ইসকন..!

সরকারের আশায় বসে থেকে লাভ নেই। সবাই নিজ নিজ স্থান থেকে আওয়াজ তুলুন। মসজিদে ইমাম সাহেবদের বলুন এব্যাপারে সকলকে সতর্ক করতে। একে জাতীয় ইস্যুতে পরিনত করুন, যেন সরকার চাপের মুখে ইসকনকে নিষিদ্ধ করতে বাধ্য হয়।

বুয়েটের পর এবার চুয়েটের সৌম্য দাস!! এই কালপ্রিট গুলো কি ইচ্ছাকৃত ভাবে এসব করছে? এদের সাথে ABVP এর কানেকশন কতটুকু খতিয়ে দ...
23/10/2025

বুয়েটের পর এবার চুয়েটের সৌম্য দাস!! এই কালপ্রিট গুলো কি ইচ্ছাকৃত ভাবে এসব করছে?
এদের সাথে ABVP এর কানেকশন কতটুকু খতিয়ে দেখা দরকার।

সৌম্য দাস
চুয়েটে ২৩ ব্যাচের সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী

গত ১৪ অক্টোবর মুক্তিযুদ্ধা হলের S ব্লকে ৫ তলার বাথরুমে একজনকে (২৪ ব্যাচ) গোসলরত অবস্থায় তারেক হুদা হলের এই সৌম্য দাস আপত্তিকর, অশ্লীল ভিডিও ধারণ করে। সে তখনি হাতেনাতে ধরা খায়। ফোনের ডিলেট বক্স চেক করার পর ঐ ভিডিওর ১০ কপি পাওয়া যায়। সিনিয়রদের মাধ্যমে হল প্রভোস্টের কাছে গেলে সবার সামনে টেলিগ্রাম এ্যাপ চেক করলে বিভিন্ন অসামাজিক ও অশালীন গ্রুপের এডমিন হিসেবে উনাকে পাওয়া যায় এবং স্যাটানিক গ্রুপের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়।

সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে রাস্তা থেকে তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে...
23/10/2025

সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে রাস্তা থেকে তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের সময় কিশোরীর চিৎকার চাপা দিতে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানো হয়।

এই ঘটনায় গত ২০ অক্টোবর সন্ধ্যায় নাইম হোসেন (২০) নামের এক যুবকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে ওই কিশোরীর পরিবার। ভুক্তভোগী কিশোরী উপজেলার একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই কিশোরী মাদরাসায় যেতে গত ১৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়। এ সময় তাকে জোর করে অটোরিকশায় তুলে ‘ডেরা ফাস্টফুড অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্টে’ নিয়ে ধর্ষণ করে নাইম। এ সময় ধর্ষককে ইমরান (২১), আকাশ (২১), আতিক (২৩), নাছিম উদ্দিন (২০) এবং নাজমুল হক নয়ন (২০) নামে পাঁচ বন্ধু তাকে সহযোগিতা করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই কিশোরীকে ধর্ষণের সময় যাতে তার চিৎকার কেউ শুনতে না পায়, সে জন্য জোরে সাউন্ডবক্সে গান বাজানো হয়। এ সময় রেস্তোরাঁর ফটকে পাহারায় ছিলেন ইমরান, আকাশ, আতিক, নাছিম ও নাজমুল।

ইসকনের হুমকির পর গুম মসজিদের খতিব ! হিন্দুত্ববাদীদের ছত্রছায়ায় বেড়ে ওঠা উগ্র হিন্দুদের দ্বারা মুসলিম নারী ও শিশুরা লা...
23/10/2025

ইসকনের হুমকির পর গুম মসজিদের খতিব !

হিন্দুত্ববাদীদের ছত্রছায়ায় বেড়ে ওঠা উগ্র হিন্দুদের দ্বারা মুসলিম নারী ও শিশুরা লাঞ্ছনা ও ধর্ষণের শিকার হচ্ছে । এ বিষয়ে তিনি তার মসজিদে খুতবার মাধ্যমে জনসাধারণ কে সচেতন করছিলেন । এরপর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকি পেয়ে আসছেন ।

ইসকনপ্রেমী
23/10/2025

ইসকনপ্রেমী

23/10/2025

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমানায় এসে মাছ চু*রি করার সময় একটি ভারতীয় জেলে বোটকে ধাওয়া দিয়েছে বাংলাদেশী জেলেরা।

22/10/2025

বিএনপির নামে পোষ্ট করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি !!!

ইতিহাসের জঘন্যতম খুনীদের জন্য এত রাজকীয় আয়োজন!!!
22/10/2025

ইতিহাসের জঘন্যতম খুনীদের জন্য এত রাজকীয় আয়োজন!!!

22/10/2025

চট্টগ্রামে আমেরিকান তৈরি পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে ডিবির বিশেষ অভিযানে আমেরিকান তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ সাইদুল ইসলাম ফয়সাল নামের এক ছাত্রদল নেতা আটক হয়েছেন। ফয়সাল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রদল নেতা ফয়সাল জানিয়েছেন, তিনি অবৈধ অস্ত্র ক্রয়–বিক্রয় ও অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলেন।

সম্প্রতি ছাত্রদল নেতা ফয়সাল রাজনৈতিক কোটায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

21/10/2025

কিএকটা অবস্থা !!!

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ে বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share