হৃদয়ে বাংলাদেশ

হৃদয়ে বাংলাদেশ We share the deep of life.

09/07/2025

জাতীয় প্রেসক্লাবে মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় ড. কামাল ও বিএনপি-র ফজলুর রহমানের উপস্থিতিতে জুলাই-আগস্ট আন্দলনকারীদের শু-য়ো/রে-র বাচ্চা বলে গালি দিয়েছে ডক্টর মাহমুদ নামে এক মুক্তিযোদ্ধা।

প্রকৃতপক্ষে এট ছিলো মুক্তিযোদ্ধাদের আড়ালে আওয়ামী ল্যাস্পেন্সারদের মিলন মেলা আর সেই মেলায় ফজাও ছিলো।

যে লোকটা আমাদের জুলাই আগস্ট সূর্য সন্তানদের শু**র বাচ্চা বলে গালি দিয়েছে তাকে বিচারের আওতায় নিয়ে আসা উচিৎ। উত্তরায় কতোজন ছাত্র-জনতা হত্যায় ওর ভুমিকা আছে সেটাও খুজে বের করা উচিৎ।

05/07/2025

গতকাল বিএনপির ফজলুর নেতৃত্ব আওয়ামী দুর্বৃত্তরা জাতীয় প্রেসক্লাবে "জয় বাংলা - জয় বঙ্গবন্ধু" স্লোগান দেয়ার দুঃসাহস দেখিয়েছে।

বিএনপি আওয়ামীলীগের লোকজনকে পূনর্বাসন করতেছে এর চেয়ে বড় প্রমান আর কি হতে পারে।

02/07/2025
24/06/2025

সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া দুইশ বছরের পুরনো ছোট সমুদ্রগামী পাল তোলা জাহাজটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

২০১২ সালে জুনের শেষ সপ্তাহে সৈকতের অব্যাহত ভাঙনে বালু ক্ষয়ের ফলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান সংলগ্ন বেলাভূমের নিচে স্থানীয় জেলেরা এই জাহাজটি দেখতে পায়। ধারণা করা হচ্ছে, দুইশ বছরের আগে রাখাইনরা এই ছোট জাহাজে করেই কুয়াকাটায় এসে বসতি গড়েছিল। কালের বিবর্তনে রাখাইনদের নানা স্মৃতি হারিয়ে গেলেও জাহাজটি এ অঞ্চলের ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

৭২ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থ এবং ১০ দশমিক ছয় ফুট উঁচু এই জাহাজটি ২০১৩ সালের আগস্ট মাসে তার মূল আদলেই স্থায়ভাবে সংরক্ষণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে কুয়াকাটা বৌদ্ধ মন্দির সংলগ্ন বেড়িবাঁধের পাশে একটি টিনশেডর নিচে সংরক্ষণ করা হয়।

ছোট এই জাহাজটি জারুল কাঠের তৈরি। কাঠের পুরত্ব সাড়ে ছয় সেন্টিমিটার। এটি কাঠ, লোহা ও তামার পাত দিয়ে তৈরি। জাহাজটি বালুর নিচ থেকে তোলার কাজে নগরবাড়ি থেকে ১০ জন দক্ষ শ্রমিক ছাড়াও ৪২ জনের একটি শ্রমিকদল কাজ করেছে।

স্থানীয়ভাবে এ জাহাজটিকে ‘সোনার নৌকা’ বলা হয়। কারণ এর বাইরের আবরণ তামার পাতে মোড়ানো ছিল বলে মানুষের মুখে মুখে এই নামটিই ছড়িয়ে যায়।

রাখাইনদের দাবি এ জাহাজটি তারা দুইশ বছর আগে ব্যবহার করেছে। মতান্তরে সাধু সওদাগরদের ধান-চালের সওদার কাজে ব্যবহৃত নৌকা। কেউ কেউ বলে থাকে পর্তুগীজদের ব্যবহৃত পাল তোলা ছোট্ট জাহাজ।

সংগ্রহীত

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ে বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share