Md Nesar Uddin

Md Nesar Uddin মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই ভবিষ্যৎ।

21/08/2024

রাতের বেলা কেনো বাঁধ খুলে দিতে হয়? দিনের বেলা জানিয়ে, সময় দিয়ে এটা করা যেতো না? তারপর আবার জিজ্ঞেস করবেন বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বে*ষ কেনো?

তোমারা তো আমাদের বন্ধুরাষ্ট্র ভাই মানুষ তো মানুষের জন্য।

এই মাঝরাইতে ত্রিপুরার ডুম্বুর গেইট খুলে দিছে ভারত,যেটা শেষবার খোলা হয়েছিল ১৯৯৩ সালে।

ফলে ফেনি, কুমিল্লা, নোয়াখালী সহ বেশকিছু জায়গায় পানি মাত্রা অতিরিক্ত বেড়েই চলেছে। নিচু এলাকার মানুষের দাম নাই তাদের কাছে। তারাই আবার বড়মুখ করে বলে আমরা তাদের কেন আর বন্ধু ভাবি না।

লজ্জা না থাকলে যা হয়।
এখন থেকে আমাদের পাঠ্য বইতে নতুন পজন্মকে ভারত সম্পর্কে সচেতন করার জন্য একটা বিষয় রাখা দরকার।

05/08/2024

নৌকা বা ধানের শীষ কোনোটাই চাই না।
ইসলামের শাসন চলবে 💓
ইনশাআল্লাহ🤲

17/07/2024
আহ কী চাহনি! কী আবেগ!এ যেন সাইয়েদিনা বিলাল (রাঃ)এর প্রতিচ্ছবি। আফ্রিকার এই কালো যুবক হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে প্রিয় নবীজি...
13/06/2024

আহ কী চাহনি! কী আবেগ!এ যেন সাইয়েদিনা বিলাল (রাঃ)এর প্রতিচ্ছবি।
আফ্রিকার এই কালো যুবক হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে প্রিয় নবীজি (সা:) এর রওজায় সালাম পৌঁছাচ্ছেন।
এবারের হজের চিত্র এটি। হারামাইনের অফিসিয়ালি পেইজে ছবিটি প্রকাশিত হয়েছে।
আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তাওফিক দিন।আল্লাহুম্মা আমীন।

আকস্মিক বিমান দুর্ঘটনায় মহান রবের দরবারে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহীম রাইসিসহ তাঁর ৩ সঙ্গী ইরানের প্রেসিডে...
20/05/2024

আকস্মিক বিমান দুর্ঘটনায় মহান রবের দরবারে চলে গেলেন ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহীম রাইসিসহ তাঁর ৩ সঙ্গী

ইরানের প্রেসিডেন্ট জনাব ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিলো গতকাল রবিবার। তবে হেলিকপ্টারটি ঠিক কোথায় বিধ্বস্ত হয়েছিলো সেটা চিহ্নিত করা যাচ্ছিলো না। অবশেষে দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বাংসাবশেষের সন্ধান মিলেছে। তবে প্রেসিডেন্ট রইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউই আর বেঁচে নেই। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামদেরকে ক্ষমা করুন, তাঁদের ওপর রহম করুন এবং তাঁদেরকে শহীদি মর্যাদা দিয়ে সম্মানিত করে জান্নাতের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁদের পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও ইরানের সর্বপর্যায়ের জনগণকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।

-Dr. Shafiqur Rahman
আমীরে জামায়াত

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কা'পু'রুষের এই পৃথিবীতে আপনার এই মহান মৃ'ত্যু অমর হয়ে থাকবে। এই নির্মম সময়ের ই...
20/05/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কা'পু'রুষের এই পৃথিবীতে আপনার এই মহান মৃ'ত্যু অমর হয়ে থাকবে।

এই নির্মম সময়ের ইতিহাস পৃথিবীতে একদিন লেখা হবে। আমরা সাক্ষ্য দিচ্ছি, যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ নেতা কা'পু'রুষের মতো হাতে চুরি দিয়ে বসেছিলো, সেই সময়, আপনি ল'ড়া'ই করে বীরের মৃ'ত্যু বরণ করে নিয়েছিলেন!!

04/05/2024

দোকান বিক্রি করা হবে, আনাছ ফ্যাশন এন্ড কসমেটিক্স,,
রায়কোট নতুন বাজার ইসলামি ব্যাংক এর নিছে,,
যোগাযোগ মোবাইল নাম্বার, 01319067896,,01783339664।

হবে নাকি নাগিন ডান্স।
03/09/2023

হবে নাকি নাগিন ডান্স।

01/09/2023

জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নি,,,।

সূরাঃ হূদ
আয়াতঃ ৬

আমি আর খেলা দেখবো না, কে দেখবে জানাচ্ছি...!🙂
31/08/2023

আমি আর খেলা দেখবো না, কে দেখবে জানাচ্ছি...!🙂

Address

Raikot
Cumilla
3580

Alerts

Be the first to know and let us send you an email when Md Nesar Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Nesar Uddin:

Share