21/08/2024
রাতের বেলা কেনো বাঁধ খুলে দিতে হয়? দিনের বেলা জানিয়ে, সময় দিয়ে এটা করা যেতো না? তারপর আবার জিজ্ঞেস করবেন বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বে*ষ কেনো?
তোমারা তো আমাদের বন্ধুরাষ্ট্র ভাই মানুষ তো মানুষের জন্য।
এই মাঝরাইতে ত্রিপুরার ডুম্বুর গেইট খুলে দিছে ভারত,যেটা শেষবার খোলা হয়েছিল ১৯৯৩ সালে।
ফলে ফেনি, কুমিল্লা, নোয়াখালী সহ বেশকিছু জায়গায় পানি মাত্রা অতিরিক্ত বেড়েই চলেছে। নিচু এলাকার মানুষের দাম নাই তাদের কাছে। তারাই আবার বড়মুখ করে বলে আমরা তাদের কেন আর বন্ধু ভাবি না।
লজ্জা না থাকলে যা হয়।
এখন থেকে আমাদের পাঠ্য বইতে নতুন পজন্মকে ভারত সম্পর্কে সচেতন করার জন্য একটা বিষয় রাখা দরকার।