কুমিল্লা মহানগর আওয়ামী-যুবলীগ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • কুমিল্লা মহানগর আওয়ামী-যুবলীগ

কুমিল্লা মহানগর আওয়ামী-যুবলীগ বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে দলের প্রচারণা করাই কুমিল্লা মহানগর যুবলীগের মূল লক্ষ্য
(1)

শুভ জন্মদিনে স্মরণে শচীন দেব বর্মণ (১লা অক্টোবর ১৯০৬)"তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল",১৯৭৫ সালে দেহাবসান হলেও এখনও যে...
30/09/2024

শুভ জন্মদিনে স্মরণে শচীন দেব বর্মণ
(১লা অক্টোবর ১৯০৬)
"তাকদুম তাকদুম বাজে বাংলাদেশের ঢোল",
১৯৭৫ সালে দেহাবসান হলেও এখনও যেন বাংলাদেশের ঢোল বাজিয়ে চলেছেন শচীন দেব বর্মণ। যাকে উপমহাদেশে শচীন কর্তা বলেই সম্বোধন করা হয়। কিংবদন্তিতুল্য এই সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, লোকসংগীত শিল্পী ও গায়ক জন্মগ্রহণ করেন কুমিল্লায়। তিনি ছিলেন চন্দ্রবংশীয় মানিক্য রাজপরিবারের সন্তান। বাবা নবদ্বীপ চন্দ্রবর্মণ, মা মণিপুরের রাজকন্যা নিরুপমা দেবী। বাবার কাছেই সংগীতে হাতেখড়ি শচীন দেব নর্মণের। কুমিল্লা জিলা স্কুল থেকে মেট্রিক, ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ এবং বিএ পাস করে, তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন।
১৯২৩ সালেই আকাশবাণী কোলকাতায়
তিনি প্রথম গান করেন। ১৯৩১ সালে তার বাবা কোলকাতায় প্রয়াত হন, সে সময়
তিনি ত্রিপুরার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ত্রিপুরা রাজ্যের উচ্চতর পদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে, তিনি কোলকাতার ত্রিপুরা প্যালেসও ত্যাগ করে সামান্য একটি ভাড়া করা বাড়িতে চলে যান। এ বিষয়ে নিজের আত্মজীবনীতে তিনি লিখেছেন, "পিতার মৃত্যুর পর আমি যেন অগাধ জলে পড়ে গেলাম। এই অবস্থায় আমি আগরতলা বা কুমিল্লা গিয়ে থাকলে রাজকীয় আরামে ও নিশ্চিন্তে নিজেদের বাড়িতে বাস করতে পারতাম এবং রাজ্য সরকারের কোনো উচ্চপদে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম। আমার বড় ভাইরা আমাকে তাই করতে বললেন। আমার কিন্তু এ ব্যবস্থা মনঃপূত হলো না। নিজে একলা সংগ্রাম করে, নিজে উপার্জন করে সঙ্গীত সাধনায় জীবন কাটিয়ে দেব। মনের মধ্যে একমাত্র এই আকাঙ্ক্ষা নিয়ে কলকাতার ত্রিপুরা প্রাসাদ ছেড়ে ভাড়া করা সামান্য একখানা ঘরে আমার আস্তানা বাঁধলাম"। বিলাসী জীবনের মোহ ছেড়ে, সংগীত সাধনার জন্য শচীন দেব বর্মণের এই ত্যাগ বৃথা যায়নি। ভারতের পদ্মশ্রী পদকসহ অনেক অনেক দেশি এবং বিদেশি পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই মানুষটি আজও উপমহাদেশের সংগীত ভূবণে "কর্তা" হিসেবেই বিবেচিত হয়ে আসছেন। ১৯০৬ সালের ১ অক্টোবর তৎকালীন বৃটিশ ভারতের ত্রিপুরা রাজ্যের কুমিল্লায় (বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলা) জন্মগ্রহন করেন শচীন দেব বর্মণ। গানের এই কিংবদন্তীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযো...
30/09/2024

শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন।
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য
মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি
বীরমুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার ভাই
ও "জয়ীতা" রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত
বিশিষ্ট নারীনেত্রী মেহেরুন্নেছা ভাবী

Bangladesh Awami League Sajeeb Wazed বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League বঙ্গবন্ধুর স্বপ্নের জন্মভূমি ব...
27/09/2024

Bangladesh Awami League Sajeeb Wazed বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League বঙ্গবন্ধুর স্বপ্নের জন্মভূমি বাংলাদেশ। AKM Bahauddin Bahar MP Facebook

20/09/2024
হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবন্ত ফিরে আসলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে জীবন্ত ফিরে আসতে পারলো না।🙂
19/09/2024

হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবন্ত ফিরে আসলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে জীবন্ত ফিরে আসতে পারলো না।🙂

শ্রদ্ধেয় প্রফেসর মোঃ আমীর আলী চৌধুরী স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্...
19/09/2024

শ্রদ্ধেয় প্রফেসর মোঃ আমীর আলী চৌধুরী স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর আমীর আলী চৌধুরী স্যার আজ বৃহস্পতিবার ১১.৩৫ মিনিটে কুমিল্লা ট্রমা সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত করছি
ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই

পবিত্র ঈদে-মিলাদুন্নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর শুভ জন্মদিন সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী'র আন্তরিক মোবারকবাদ
15/09/2024

পবিত্র ঈদে-মিলাদুন্নবী বিশ্বনবী
হযরত মুহাম্মদ (সা:) এর শুভ জন্মদিন
সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী'র
আন্তরিক মোবারকবাদ

বুড়িচং উপজেলার ভূরভূরিয়া বাঁধ ভেঙ্গে গেছে লোকালয়ে ঢুকে পরছে পানিবুড়িচংবাসী নিরাপদ স্থানে চলে যান আল্লাহ আপনাদের সহায় ...
22/08/2024

বুড়িচং উপজেলার ভূরভূরিয়া বাঁধ ভেঙ্গে গেছে লোকালয়ে ঢুকে পরছে পানি

বুড়িচংবাসী নিরাপদ স্থানে চলে যান
আল্লাহ আপনাদের সহায় হোক, আমীন

মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সময় এখন মানবিক হওয়ার সময় এখন
22/08/2024

মানুষ হয়ে মানুষের পাশে
দাঁড়ানোর সময় এখন
মানবিক হওয়ার সময় এখন

Address

Cumilla

Telephone

+8801711346197

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা মহানগর আওয়ামী-যুবলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুমিল্লা মহানগর আওয়ামী-যুবলীগ:

Share