Meghna24/মেঘনা২৪

Meghna24/মেঘনা২৪ আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনাবলির জান?
(481)

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা।
12/10/2025

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা।

10/10/2025

কুমিল্লা বিভাগ হলে জেলার যোগ্যতা রাখে চৌদ্দগ্রাম

বাংলাদেশ সাংবাদিক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠনসভাপতি: বাপ্পি, সা. সম্পাদক: মনোয়ার, সাংগঠনিক সম্পাদক: ইমনচৌদ্দগ্রাম...
10/10/2025

বাংলাদেশ সাংবাদিক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা কমিটি গঠন
সভাপতি: বাপ্পি, সা. সম্পাদক: মনোয়ার, সাংগঠনিক সম্পাদক: ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: দৈনিক রূপসী বাংলা’র চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রাম এর নির্বাহী সম্পাদক মো. এমরান হোসেন বাপ্পিকে সভাপতি, এনটিভি ও দৈনিক দেশ রূপান্তর এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময় ও ভোরের সূর্যোদয়ের চৌদ্দগ্রাম প্রতিনিধি মুহা. ফখরুদ্দীন ইমনকে সাংগঠনিক সম্পাদক করে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার একটি হলরুমে আয়োজিত সংগঠনের এক সাধারণ সভায় ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ এর সাংগঠনিক প্যাডে কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা ও সাধারণ সম্পাদক মো. শাহজাদা এমরান কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন প্রদান করা হয়। ঘোষিত এ কমিটি আগামী দুই বছর (২০২৭ সালের ১০ অক্টোবর পর্যন্ত) তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে জানান সভায় উপস্থিত কুমিল্লা জেলা নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি দৈনিক কালের কন্ঠের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মো. আবুল বাশার রানা, এশিয়ান টিভি’র কামাল হোসেন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় টিভি’র মো. মনির উল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক আলোকিত সকালের মো. মোতালেব হোসেন, প্রচার সম্পাদক দৈনিক সকালের শিরোনামের কাজী সেলিম, দফতর সম্পাদক দৈনিক আমার বার্তার মো. আবদুর রব লাভলু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলার আলোড়নের মোহাম্মদ সাইদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক স্বাধীন ভোরের আবদুর রব খন্দকার সবুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক একুশে সংবাদের মো. মাছুম, কার্যনির্বাহী সদস্য আনন্দ টিভি’র মিজানুর রহমান মিনু, দৈনিক প্রতিদিনের সংবাদের গোলাম রসুল ও জাতীয় সাপ্তাহিক আজকের অনুসন্ধানের মো. ইয়াছিন ভূঁইয়া। এছাড়াও সভায় চৌদ্দগ্রামে কর্মরত আরও ১৫জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সদস্য মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন: সাংবাদিক মো. আবুল কাশেম মন্ডল, মো. শাহজালাল উজ্জ্বল, মো. ইউছুফ ভূঁইয়া, আশিকুর রহমান মজুমদার, এনামুল হক নোমান, সাকিবুল হাসান মিয়াজী, ইউনুস হাসান সজীব, মো. শাহাদাৎ মাহমুদ, রহিম উদ্দীন মজুমদার সোহেল, মো. সাইফ উদ্দীন, মো. মাশরাফি মাহিন, মো. আবদুল হক, মো. নাজির আলম, অভি খাঁন প্রমুখ।

09/10/2025
08/10/2025

পি আর ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামী দলের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

08/10/2025

কুমিল্লার লালমাইয়ের হরিশ্চর স্কুলের পিছনে আবাসিক ভবনে নাজমুল নামে কলেজ ছাত্রের লাশ উদ্ধার।

07/10/2025

শুখবর শুখবর এস কে স্মার্ট কলেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ এখন পোশাক কিনা কাটা নিয়ে ভাবনা আর না আর না কোনো চিন্তা নাই এখন আপনাদের হাতের নাগালে আধুনিকতার ছৌয়া নিয়ে মিয়া বাজার এস কে স্মার্ট কালেকশনে নতুন নতুন মডেলের অথাধুনিক ডিজাইনে পাওয়া যাচ্ছে থ্রি পিজ, পার্টি ড্রেস, পাঞ্জাবী, টি-শার্ট, জিন্স প‍্যান্ট, টাউজার, হিজাব, ওরনা, কাটা কাপর আর ছোটদের জামা কাপড় সহ সকল প্রকার পোশাকের সমাহার । আমাদের ঠিকানা : মিয়া বাজার পেট্রোল পাম্প বরাবর রাস্তার পশ্চিম পাশে কাঁকড়ী টাওয়ার নিচ তলায় - এস কে স্মার্ট কলেকশন।

চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনবীর মুক্তিযোদ্ধাদের সমাধী ও শতবর্ষী কবরস...
07/10/2025

চৌদ্দগ্রামে অবৈধভাবে জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
বীর মুক্তিযোদ্ধাদের সমাধী ও শতবর্ষী কবরস্থান রক্ষায় ইউএনও’র হস্তক্ষেপ কামনা

মোঃ মিজানুর রহমান মিনু :

কুমিল্লার চৌদ্দগ্রামে মাছ শিকার প্রতিযোগিতার নামে অবৈধভাবে ঐতিহ্যবাহী জগন্নাথদীঘির পানি আটকে রাখার প্রতিবাদে ও ৭১ এর স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত সমাধীস্থল এবং শতবছরের পুরনো দীঘির পাড়স্থ ঐতিহ্যবাহী স্থানীয় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের জগন্নাথদীঘির পাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহসড়কের পাশের শাহী জামে মসজিদ সংলগ্ন স্থানে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বিভিন্ন দাবি পেশ করে বক্তব্য রাখেন, জগন্নাথদীঘি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন, মো. শাহজাহান, মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঐহিত্যবাহী জগন্নাথদীঘির বর্তমান ইজারাদার মাছ শিকার প্রতিযোগিতার নামে অসৎ উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ দীঘির পানি আটকে রেখেছেন। এতে আশেপাশের গ্রামের সাধারণ মানুষের বাড়ী, শতবছরের পুরনো কবরস্থান সহ স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত সমাধী ভেঙ্গে ধীরে ধীরে দীঘির গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা এ বিষয়ে আপত্তি জানালেও ইজারাদার সহ কর্তৃপক্ষ এতে কর্ণপাত করছে না। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। এ দীঘিটি সরকারি হলেও এটি স্থানীয়দের আবেগ-অনুভ‚তি। এখানে অত্র এলাকার প্রায় ১০-১২টি গ্রামের মানুষের পূর্ব পুরুষদের কবর রয়েছে। এখনো প্রায় সকল গ্রামের মানুষকে এখানকার কবরস্থানেই দাফন করা হয়। অনেক বেওয়ারিশ লাশের কবরও রয়েছে এখানে। দীঘির পানি এখন বিপদ সীমার উপরে রয়েছে। যারফলে প্রায় প্রতিদিনই দীঘির আশেপাশে বসবাসকারী অনেক সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হচ্ছে। শতবর্ষী কবরস্থানটিও দিন দিন ভেঙ্গে ছোট হয়ে যাচ্ছে। পুরনো অনেক কবর ভেঙ্গে ইতিমধ্যে দীঘিতে বিলীন হয়ে যাওয়ায় বাপ-দাদাদের কবরের শেষ স্মৃতিটুকুও মুছে যাচ্ছে। কিছুদিন আগে একটি নতুন কবর ভেঙ্গে লাশ দীঘিতে পড়ার উপক্রম হয়েছিলো। পরে স্থানীয়রা নিজ উদ্যোগে সেটি মেরামত করেছে। দীঘির ইজারাদারকে বারবার বলা হলেও তারা এ ব্যাপারে উদাসীন। তারা মাছ শিকার প্রতিযোগিতার আয়োজন করে বেশি মুনাফার আশায় আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছে। অনতিবিলম্বে অবৈধভাবে আটকে রাখা জগন্নাথদীঘির পানি ছেড়ে দিয়ে এলাকাবাসীর ঘরবাড়ি ভাঙ্গন রোধ সহ শতবর্ষী কবরস্থানটি রক্ষা করার দাবি জানাচ্ছি। আমরা চাই চৌদ্দগ্রাম উপজেলার প্রশাসনের কর্ণধার ইউএনও মহোদয় এ ব্যাপারটি নিয়ে সুদৃষ্টি দিবেন। আশা করছি, শীঘ্রই তিনি বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক সমাধীস্থল ও ঐতিহ্যবাহী কবরস্থান রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। অন্যত্থায় আমরা এলাকাবাসীকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. কোরবান আলী, মো. কালা মিয়া, মো. শাহআলম, মোখন মিয়া, দ্বীন মোহাম্মদ দীলু, জাহাঙ্গীর হোসেন, প্রবাসী মো. আজহারুল ইসলাম মুন্না, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ শিপন, যুবনেতা মোহাম্মদ রনি, মোহাম্মদ সাইমন, মো. শান্ত, মো. তৌহিদুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. শিপন আলী, মো. আসিফ, মো. মহিন উদ্দিন, মো. অমিত, মো. ইসমাইল সহ আশেপাশের কয়েকটি গ্রামের সচেতন নারী-পুরুষ সহ অন্তত কয়েকশত সাধারণ মানুষ।

এ বিষয়ে চিওড়া মৎস চাষী সমবায় সমিতির সভাপতি ও দীঘির ইজারাদার প্রতিনিধি মো. ফখরুল ইসলাম ফয়সাল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দীঘির মাছ সহ মৎস্য সামগ্রী ও বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। আমরা মাত্র কয়েকমাস পূর্বেই দীঘিটি লিজ নিয়েছি। দীঘির পাড় ভেঙ্গে মুক্তিযোদ্ধা সমাধী ও কবরস্থান আগে থেকেই বিলীন হয়ে আসছিল। আমি চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবরস্থানটির যথাযথ সংস্কার করুক। পানি আটকে রেখে বড়শি প্রতিযোগিতার আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাছ শিকারীদের বড়শি ফেলার সুবিধার্থে সাময়িকভাকে দীঘির পানি আটকে রাখা হয়েছে। প্রতিযোগিতা শেষে পানি ছেড়ে দেওয়া হবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমি ওয়াকিবহাল নই। সাংবাদিকদের মাধ্যমে এইমাত্র বিষয়টি জেনেছি। স্থানীয়রা লিখিত অভিযোগ দিলে মুক্তিযোদ্ধা সমাধী ও কবরস্থান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Meghna24/মেঘনা২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meghna24/মেঘনা২৪:

Share