
01/07/2025
ওমানের বখা উপকূলে কোস্ট গার্ড পুলিশের অভিযান: তিনজন আটক, বিপুল পরিমাণ মদ জব্দ।
🛥️ সোমবার ভোরে মুসান্দাম প্রদেশের বখা উপকূলে একটি গোপন অভিযানে ওমানের কোস্ট গার্ড পুলিশ তিনজন বিদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে দুইজন আফগান ও একজন ইরানি নাগরিক রয়েছেন।
তাদের একটি ছোট নৌকায় করে ওমানের জলসীমা অবৈধভাবে প্রবেশের চেষ্টা এবং মদ পাচারের অভিযোগে আটক করা হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ মদজাতীয় পানীয় উদ্ধার করা হয়েছে।
🛡️ ওমান রাজ্য পুলিশের এক বিবৃতিতে* বলা হয়েছে, “আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এছাড়া দেশটির উপকূলীয় নিরাপত্তা রক্ষায় পুলিশের দায়িত্ব পালনে তৎপরতারও প্রশংসা করা হয়েছে।