Memes Can Remove Your Sadness

Memes Can Remove Your Sadness Assalamualaikum>

আসেন আপনাদের হাসাই🥳🌼

26/06/2024

15 year old me: যাই হয়ে যাক সবাইকে নিয়ে একসাথে থাকতে হবে!

Now me: "সবাইকে নিয়ে ভালো থাকা যায় না, তার চেয়ে একা থাকাই ভালো! সবটা মনের মতো হয়না!"

26/06/2024

- মাঝেমধ্যে দেখবেন আপনাকে সবাই একসাথে ছেড়ে চলে যাইতেসে! আপনাকে ভুল বুঝতেসে! আপনার সব ব্যাপারে, সব কথায় ভুল ধরতেসে,তারা আপনার কথা শুনতে চাইবে না তখন! আপনি কিছু বলার আগেই দেখবেন তারা আর আপনার জীবনে নাই! চলে গেছে!
এটাই লাইফ ব্রো! খারাপ সময়ে সময় আরো খারাপ হয়ে যায়! কেউ থাকেনা! থাকতে চায় না!

26/06/2024

আমাকে কি আরেকটা সুন্দর জীবন দান করা যায়না বিধাতা? 😅

26/06/2024

জানিনা কে এতো দোআ করতেচে, কারো হতেও দিচ্চেনা আবার নিজেও আসতেচেনা।উফ অসজ্য

26/06/2024

সব ভুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো–
আলহামদুলিল্লাহ ভালো আছি!❤️

25/06/2024

সফলতার হাসিটা নাহয় একটু দেরিতেই হাসলাম,
তবে একদিন সফল হবো নিজের যোগ্যতায়!🌸

ইনশাআল্লাহ!❤️

24/06/2024

সব শেষে একজন আসুক– যে অল্প দিনের পরিচয়ে দীর্ঘমেয়াদি দলিলে সাইন করে বাকি জীবন আমার সাথে নিঃসন্দেহে কাটিয়ে দিবে!❤️

24/06/2024

কোর'আনের একটা আয়াত আমি পড়েছি এবং সেটার অর্থ হচ্ছে এইরকম :

আল্লাহ বলেছেন,"তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও,তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রেগে আছি তোমার উপর??? না।আমি আল্লাহ। আমি কথায় কথায় রাগ করি না।আমি তোমার সাথেই থাকি সবসময় কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে।তুমি বার বার, বার বার,হাজার বার,লক্ষ বার পথভ্রষ্ট হবে কিন্তু আমি তোমাকে লক্ষ বার সুযোগ দিবো আমার কাছে ফিরে আসার।তোমার সমস্ত জীবনটাই সুযোগ।আমি অপেক্ষা করে আছি তোমার জন্য, আমার কাছে ফিরার।তুমি লক্ষ বার ভুল করে মাফ চাইবা,আমি লক্ষ বার তোমাকে মাফ করবো সুযোগ দিবো।আমি আল্লাহ। তোমার সৃষ্টিকর্তা"❤️‍🩹

24/06/2024

প্রতিদিন আপনার সাথে মানুষের করে আসা আচরণ গুলো কেবল একটা দিন আপনি তাদের সাথে করুন, দেখবেন মুহূর্তেই আপনি তাদের অপছন্দের ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন। মানুষ অনেককিছুই অন্যের উপর চাপিয়ে দিতে পছন্দ করে বটে কিন্তু একই জিনিস নিজের দিকে এলে তার ভার নিতে পছন্দ করে না।

#শাহানা_বিনতে_রফিক

24/06/2024

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে, দীর্ঘশ্বাস ফেলে আল্লাহকে মনের সব কথাগুলো বলতে অনেক ভালো লাগে। আলাদা একটা শান্তি!❤️‍🩹

24/06/2024

প্রতিটা অসময়, দ্বিগুণ প্রতিদান নিয়ে ফিরবে..!♠️

24/06/2024

“They plan, and Allah plans. Surely, Allah is the best of planners.”— Qur’an [8:30]

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Memes Can Remove Your Sadness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share