
04/09/2023
ডাক্তারের অবহেলার বলি হইলেন শিশু নূর!
প্রসাবের রাস্তায় যন্ত্রণা বোধ করলে!
শনিবার সকাল ১০ টায় কুমিল্লা আল-নূর হাসপাতালে ছোট্ট শিশু নুরকে দ্রুত নিয়ে আসে তার পরিবার!
ইমারজেন্সি শিশু নূর মোহাম্মদ কে ভর্তি করানো হলে ডাক্তার দেবাশীষ চক্রবর্তী রাতের অপারেশন এই মর্মে পরিবারকে ২৫ হাজার দিতে বলে! অপারেশন থিয়েটারে নেওয়ার পর শিশু নূর মোহাম্মদ কে ডাক্তার দেবাশীষ চক্রবর্তী ইনজেকশন পুশ করলে নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু মোহাম্মদ নুর!
পরিবারের দাবি কি এমন ছিল ইনজেকশনে যে কারণে
দুনিয়া ছেড়ে চলে যেতে হল!
একমাত্র সন্তানকে হারিয়ে আজ হাজারী আরতনাতে ভারি হয়ে গেছে হাসপাতাল চত্বর!