Go Buzz Int.

Go Buzz Int. Go Buzz Int
Means Go Buzz International Company. It's a corner company of MS group. We sell compute

কেমন হয় যদি আনঅফিশিয়াল দামে অফিশিয়াল পান????রেডমি নোট ৯৪+১২৮জিবিঅফিশিয়াল রেগুলার দামঃ ১৯৯৯০টাকাঅফার দামঃ ১৭০০০ টাকাকুমল্...
20/05/2021

কেমন হয় যদি আনঅফিশিয়াল দামে অফিশিয়াল পান????

রেডমি নোট ৯
৪+১২৮জিবি
অফিশিয়াল

রেগুলার দামঃ ১৯৯৯০টাকা
অফার দামঃ ১৭০০০ টাকা
কুমল্লা সিটিতে হোম ডেলিভারি ফ্রী
স্টক সীমিত .......

01848366996 (call)

05/07/2019

Back

আপনার হাতের নাগালেই আইফোন ৭আইফোন একটা আলাদা নেশার মতো। যা আমাদের অনেকেরই রয়েছে।কিন্তু সাধ্যের বাইরে দাম হওয়ার জন্য সবাই ...
23/10/2017

আপনার হাতের নাগালেই আইফোন ৭

আইফোন একটা আলাদা নেশার মতো। যা আমাদের অনেকেরই রয়েছে।

কিন্তু সাধ্যের বাইরে দাম হওয়ার জন্য সবাই আর আইফোন মুখো হন না, বা হতে পারেন না। বিশেষ করে তাঁদের জন্য সুখবর। এবার সাধ্যের মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে কিনে ফেলতে পারবেন আপনার সাধের আইফোন ৭।
গত সোমবার অনলাইন স্টোর চালু করেছে ভারতী এয়ারটেল। এয়ারটেলের এই অনলাইন স্টোরেই আপনি দারুণ অফারে পেয়ে যাবেন আইফোন ৭। ৩২ জিবির এই ফোনটি পেতে গেলে আপনাকে ৭,৭৭৭ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। তার সঙ্গে প্রতি মাসে ২,৪৯৯ টাকা করে ২৪ মাস ইনস্টলমেন্ট দিতে হবে।

এরই সঙ্গে আপনি পেয়ে যাবেন এয়ারটেলের পোস্টপেড প্ল্যান। এই প্ল্যানে থাকছে ৩০ জিবি ডেটা এবং আনলিমিটেড লোকাল, এসটিডি এবং ন্যাশনাল রোমিংয়ের সুবিধা।

সারা দেশে ২১টি শহরে এই অনলাইন স্টোর চালু করেছে এয়ারটেল। সূত্র: ইন্টারনেট থেকে

মধ্যরাতের অনিদ্রা দূর করার ১০ উপায়আপনি যদি প্রায়ই মধ্যরাতে জেগে ওঠেন তার মানে আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে (৭-৯ ঘণ্টা)...
23/10/2017

মধ্যরাতের অনিদ্রা দূর করার ১০ উপায়

আপনি যদি প্রায়ই মধ্যরাতে জেগে ওঠেন তার মানে আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে (৭-৯ ঘণ্টা) ঘুমাতে পারছেন না। একে বলা হয় মধ্য রাতের অনিদ্রা।

যদি একনাগাড়ে তিন দিন মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যায় এবং আপনি ৩০ মিনিট করে জেগে থাকেন তাহলে বুঝতে হবে মারাত্মক কোনো সমস্যা হয়েছে।
অনিদ্রায় আক্রান্ত লোকদের শুধু ঘুমাতেই সমস্যা হয় এমন নয়। বরং ঘুমানোর পর বার বার ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়।

আসুন জেনে নেওয়া যাক মধ্যরাতের অনিদ্রার কারণ এবং প্রতিকারগুলো।

১. ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া
রাতে ঘুমের মধ্যে হঠাৎ করেই শ্বাস বন্ধ হয়ে গিয়ে পুনরায় শুরু হওয়ার মতো ঘটনা ঘটলে ঘুম ভেঙে যায়। গলার টনসিলগুলো বড় হয়ে গেলে বা দেহের ওজন বেড়ে গেলে এমনটা হয়। কিন্তু আপনি হয়তো বিষয়টি বুঝতে পারছেন না।

২. বদহজম
পেটে খাবার বদহজম হলে মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যেতে পারে। বিশেষত আপনি যদি ঘুমানোর আগে বেশি খাবার খেয়ে ফেলেন অথবা মদপান করেন তাহলে এমনটা হতে পারে।

সুতরাং রাতে ঘুমানোর আগে খাবার খাওয়ার বদঅভ্যাস ত্যাগ করতে হবে এবং রাতে হালকা খাবার খেতে হবে।
৩. মানসিক চাপ
মানসিক চাপের কারণেও আপনার ঘুম নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি দিনের শেষভাগে এসে মানসিক অবসাদে আক্রান্ত হন তাহলে সন্ধ্যার দিকে ব্যায়াম করুন।

৪. আলো
অনেকেই আলোর কারণে ঠিকমতো ঘুমাতে পারেন না। সুতরাং রাতে যদি লাইট জ্বালিয়ে রেখেই ঘুমানোর অভ্যাস থাকে আপনার তাহলে যতটুকু আলো থাকলে আপনি ঘুমাতে পারবেন সেভাবে লাইটটি অ্যাডজাস্ট করে নিন।

৫. আওয়াজ
ঘরের ভেতর বা বাইরের কোনো আওয়াজ আপনার ঘুম নষ্ট করতে পারে। আপনি যদি শহরে বসবাস করেন তাহলে আওয়াজের মধ্যেই ঘুমানোর অভ্যাস রপ্ত করে নিতে হবে।

৬. তাপমাত্রা
আপনি যখন ঘুমান তখন আপনার দেহের তাপমাত্রা কমে আসে। কেননা আপনার দেহ শান্ত হয়ে শক্তি পুনরুদ্ধারের কাজ করে ঘুমের মধ্যে। যে ঘরের তাপমাত্রা খুব কম বা খুব বেশি এমন ঘরে ঘুমালে আপনার ঘুমের মান নষ্ট হবে।

৭. আপনার পাশের ব্যক্তিটি
আপনার সঙ্গী বা সঙ্গিনী যদি নাক ডাকে, বা রাতে বারবার ঘুম থেকে জেগে উঠে লাইট অন করে ওয়াশরুমে যায়, আপনি যখন গভীর ঘুমে চলে গেছেন তখন আপনার দেহে হাত রাখে তাতেও আপনি মধ্যরাতের অনিদ্রায় আক্রান্ত হতে পারেন। সুতরাং আপনার যদি বিরক্তিকর জীবন সঙ্গী বা সঙ্গীনি থাকে তাহলে এখনই সময় একা একা ঘুমানোর। আর যাই হোক, ঘুমই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই না?

৮. ঘুমানোর আগে বেশি পানি পান
মধ্যরাতে পেশাবের বেগ সৃষ্টি হওয়াটা ঘুম ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ। সুতরাং রাতে ঘুমানোর অন্তত আধা ঘণ্টা আগে পানি পান করুন।

৯. ঘুমানোর আগে ফোন ব্যবহার
মোবাইলের আলো চোখের মাধ্যমে দেহে প্রবেশ করলে দেহে ঘুমের জন্য সহায়ক মেলাটোনিন হরমোন পর্যাপ্ত পরিমাণে নিঃসরণ বাধাগ্রস্ত হয়। স্মার্টফোন, ইলেকট্রনিক ডিভাইস মুখের খুব কাছে নিয়ে ধরে থাকলে ঘুমে বিশৃঙ্খলা দেখা দেয়। আর মধ্যরাতে ঘুম ভেঙে যায় এ কারণে।

১০. ঘুমানোর আগে মদপান
মদপান করলে প্রাথমিকভাবে আপনার ঘুম আসতে পারে। কিন্তু মদের প্রভাব কেটে গেলে মধ্যরাতে আপনার ঘুম ভেঙে যেতে পারে। সুতরাং মদপানের অভ্যাস ছাড়ুন।

সূত্র: বোল্ডস্কাই
it just a refreshment for our page....😁😁😁😁😁😁

এখনো জানেন না কেমন হতে পারে সেই ব্যক্তি? শুধু তাঁকে দেখেছেন মাত্র! আর প্রেমে পড়েছেন! কিন্তু জীবনসঙ্গী সম্পর্কে মনে প্রশ...
23/10/2017

এখনো জানেন না কেমন হতে পারে সেই ব্যক্তি? শুধু তাঁকে দেখেছেন মাত্র! আর প্রেমে পড়েছেন! কিন্তু জীবনসঙ্গী সম্পর্কে মনে প্রশ্ন অনেক, সঙ্গে নানা কৌতূহল! এ রকম অবস্থায়, হবু জীবনসঙ্গী সম্পর্কে জানতে হলে কার্যকর করে দেখুন এই পন্থা।

মোটা ঠোঁট
আপনার পছন্দের মানুষটির ঠোঁট যদি মোটা হয়, জানবেন তিনি চট করে রেগে যেতে পারেন।

তবে কিছুক্ষণের মধ্যেই সেই রাগ আবার ঠাণ্ডা হয়ে যায়। যাঁদের এঁরা ভালোবাসেন তাঁদের জন্য অনেক কিছু করতে পারেন এই ধরনের ব্যক্তিরা।
পাতলা ঠোঁট
যাঁদের ঠোঁট পাতলা গোছের, তাঁরা একটু চুপচাপ, শান্ত স্বভাবের। নিজের মনের কথা এঁরা বেশি কারোর সঙ্গে ভাগ করে নেন না। শো অফ এঁদের একদম পছন্দ নয়।

গোলাপী ঠোঁট
বেশ কিছু মানুষের ঠোঁটের রঙ আগাগোড়াই গোলাপী ধরনের হয়। এই ধরনের মানুষরা খুবই মিশুক স্বভাবের হন। খুব সহজেই সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারেন এঁরা।

লাল ঠোঁট
জন্ম থেকেই অনেকেরই ঠোঁটের রঙ গাঢ় প্রকৃতির হয়।

এঁরা একটু রাগী প্রকৃতির মানুষ হন। কাজের জায়গায় এঁরা কর্মযোগী হিসাবে প্রসিদ্ধ হন।

সূত্র: বোল্ডস্কাই

it just refreshment for our page......😁😁😁😁😁

ডেস্কটপের জন্য ইনটেলের নতুন সিপিইউডেস্কটপের জন্য অষ্টম প্রজন্মের প্রসেসরের ঘোষণা দিয়েছে ইনটেল।ডেস্কটপ পিসির জন্য অষ্টম প...
26/09/2017

ডেস্কটপের জন্য ইনটেলের নতুন সিপিইউ

ডেস্কটপের জন্য অষ্টম প্রজন্মের প্রসেসরের ঘোষণা দিয়েছে ইনটেল।ডেস্কটপ পিসির জন্য অষ্টম প্রজন্মের কোর আই ৭, কোর আই ৫, কোর আই ৩ কফিলেক সিপিইউ আনার ঘোষণা দিয়েছ চিপনির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। অষ্টম প্রজন্মের এই সিপিইউতে আগের সব সংস্করণের চেয়ে বেশি কোর (প্রসেসিং ইউনিট যা নির্দিষ্ট কাজের নির্দেশনা পড়তে পারে) আছে।

এর মধ্যে কোর আই ৭-৮৭০০ কে, কোর আই ৭ ৮৭০০ তে ছয় কোর ১২ থ্রেড, কোর আই ৫-৮৬০০ কে, কোর আই৫-৮৪০০ এ হাইপার থ্রেডিং ছাড়া ছয় কোর, কোর আই ত-৮৩৫০কে ও কোর আই ৩-৮১০০ তে হাইপার থ্রেডিং ছাড়া চার কোর ব্যবহৃত হয়েছে। নতুন ঘোষণা দেওয়া ছয়টি প্রসেসর ইনটেলের (১৪ ন্যানোমিটার‍+‍+) কফি লেক কাঠামোর ওপর তৈরি।

অক্টোবর মাস থেকে ইনটেলের এই প্রসেসর বিক্রি শুরু হবে। এর দাম হবে ১১৭ মার্কিন ডলার থেকে ৩৫৯ মার্কিন ডলার পর্যন্ত। এর মধ্যে কোর আই ৭-৮৭০০কে এর গতি তিন দশমিক ৭ গিগাহার্টজ যা চার দশমিক ৭ গিগাহার্টজ পর্যন্ত বৃদ্ধি পায়। এই প্রসেসরটিকে এখন পর্যন্ত সেরা গেমিং সিপিইউ বলছে ইনটেল। বর্তমানে বাজারে থাকা কোর আই ৭৭০০ প্রসেসরের তুলনায় প্রতি সেকেন্ডে ২৫ শতাংশ বেশি ফ্রেম দেখাতে পারে।

সব সিপিইউগুলোতে ইনটেল গ্রাফিকস সক্ষমতা যুক্ত হয়েছে। কোর আই ৭ মডেলে ১২ এমবি ক্যাশ, কোর আই ৫ মডেলে ৯ এমবি, কোর আই ৩ এ ৬ এমবি ক্যাশ রয়েছে। কোর আই ৭ ও কোর আই ৫ এ ডুয়াল চ্যানেল ডিডিআর ৪-২৬৬৬ র‍্যাম ও কোর আই৩-এ ডুয়াল চ্যানেল ডিডিআর ৪-২৪০০ সমর্থন করে।

ইনটেলের প্রতিদ্বন্দ্বী এএমডির রেজেন ৭,৫ ও ৩ লাইনের সঙ্গে প্রতিযোগিতা করতে কোর সংখ্যা বাড়িয়েছে ইনটেল।

ল্যাপটপের জন্য অষ্টম প্রজন্মের সিপিইউয়ের ক্ষেত্রে ভিন্ন কাঠামো ব্যবহার করবে ইনটেল। আলট্রাপোর্টেবল যন্ত্রগুলোর জন্য ১০ ন্যানোমিটার প্রসেসর প্রযুক্তির কোডনাম হবে ক্যাননলেক। এটি হবে ক্যাবিলেকের পরবর্তী সংস্করণ।

ইনটেলের ডেস্কটপের জন্য অষ্টম প্রজন্মের কোর সিপিইউতে ষষ্ঠ ও সপ্তম প্রজন্মের সমান সংখ্যক পিন থাকলেও নতুন মাদারবোর্ড প্রয়োজন হবে। আসুস, গিগাবাইট, এমএসআই ও অ্যাসরকের মতো মাদারবোর্ড নির্মাতারা নতুন প্রসেসর সমর্থন করে এমন মাদারবোর্ডের ঘোষণা দিতে পারে।
তথ্যসূত্র: এনডিটিভি।

গেম খেলার জন্য আসছে বিশেষ স্মার্টফোনগেমিং যন্ত্রাংশ ও ল্যাপটপ নির্মাতা হিসেবে পরিচিত মার্কিন প্রতিষ্ঠান রেজার ইনকরপোরেশন...
26/09/2017

গেম খেলার জন্য আসছে বিশেষ স্মার্টফোন

গেমিং যন্ত্রাংশ ও ল্যাপটপ নির্মাতা হিসেবে পরিচিত মার্কিন প্রতিষ্ঠান রেজার ইনকরপোরেশন। এবারে
গেমিং স্মার্টফোন
তৈরির পথে হাঁটছে রেজার। সম্প্রতি প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিন-লিয়াং টান বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরেই রেজারের গেমিং স্মার্টফোন ঘিরে গুঞ্জন ছিল। রেজারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গেমভক্তদের কথা মাথায় রেখে বিশেষ স্মার্টফোন তৈরির কাজ চালাচ্ছে রেজার। এবারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টান ওই গুঞ্জন সত্যি বলে স্বীকার করেছেন। টান বলেছেন, রেজারের প্রথম স্মার্টফোন এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে।

সংবাদমাধ্যম সিএনবিসিকে টান বলেছেন, দীর্ঘদিন ধরেই মোবাইল বাজার পর্যবেক্ষণ করেছে রেজার। মোবাইল গেমের বাজারে স্মার্টফোনের চাহিদার কথা বুঝতে পেরেই কয়েকটি পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

গেমারদের কথা মাথায় রেখে এর আগেও কয়েকটি প্রতিষ্ঠান স্মার্টফোন তৈরি করেছিল। এন-গেজ নামের স্মার্টফোন বাজারে এনে গেমারদের ধরার চেষ্টা করেছিল নকিয়া। আর একই উদ্দেশে এক্সপেরিয়া প্লে নামের স্মার্টফোন বাজারে এনেছিল সনি।

তবে নতুন ফোনের যন্ত্রাংশ, ফিচার ও দাম সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, গেমারদের জন্য ল্যাপটপ তৈরি করে ইতিমধ্যে বাজারে সুনাম অর্জন করেছে রেজার। মাঝারি দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে গেম খেলে অনেকেই যেখানে সন্তুষ্ট সেখানে রেজার ফোনের বিশেষত্ব বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে।

এ বছরের শুরুতে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নেক্সটবিটের সব শেয়ার কিনে নেয় রেজার। প্রতিষ্ঠানটি এর আগে নেক্সটবিট রবিন স্মার্টফোন তৈরি করত। এর বিশেষত্ব ছিল ক্লাউড স্টোরেজ। নেক্সটবিটকে কেনার পর ওই ফোনের উৎপাদন বন্ধ হয়ে যায়। নেক্সটবিটের মাধ্যমে রেজার নতুন স্মার্টফোন ছাড়তে পারে এ গুঞ্জন রয়েছে।

26/09/2017

আমরা আজ থেকে প্রতিদিন টেক world 🌏 সব নতুন নতুন নিউজ জানাবো, আপনাদের.
পাশে আছেন. পাশে থাকবেন. 😊

Canon EOS 1300DCanon EOS 1300D with 18 55mm lensফটোগ্রাফি শিখতে চাইলে, স্বল্প বাজেটের মধ্যে এই ক্যামেরাটি অতুলনীয়।খুব সহ...
23/09/2017

Canon EOS 1300D

Canon EOS 1300D with 18 55mm lens
ফটোগ্রাফি শিখতে চাইলে, স্বল্প বাজেটের মধ্যে এই ক্যামেরাটি অতুলনীয়।খুব সহজ কন্ট্রোলের কারণে নতুনরা খুব কম সময়ে ক্যামেরার ফাংশনগুলো আয়ত্ত করতে পারে।

Price::29000 taka only
Go Buzz International.
call us::: 01758288239

Canon EOS 1300D with 18 55mm lens Specifications
Resolution 18.0 MP
Lens EF S 18-55mm IS III
Weight 485g
Sensor-Type TTL-CT-SIR with a CMOS sensor
Display 3.0 Inch
Video 1920 x 1080
Memory-Type SD, SDHC, SDXC
Battery Rechargeable Li-ion Battery LP-E10
Approx. 500 shots

২ দিনের মধ্যে বাংলাদেশের যে কোন প্রান্তে ডেলিভারি।
**কিনুন ,যাচাই করুন, আমাদের ডেলিভারি পাওয়ার পরে পছন্দ না হলে,সাথে সাথেই আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ পাবেন।
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নং লিখে Message করুন,অথবা
আমাদের মোবাইল নাম্বারে কল করুন।

Price::29000 taka only
Go Buzz International.
call us::: 01758288239

Tab 69Price::4500 taka onlyGo Buzz International.call us::: 01758288239..Specification:A Products Of Korean Hi-Quality1....
23/09/2017

Tab 69

Price::4500 taka only
Go Buzz International.
call us::: 01758288239..

Specification:
A Products Of Korean Hi-Quality
1. Display : 7.1"

2. Camera Primary : 5 Mp

3. Camera Secondary : 5 Mp

4. RAM: DDR3: 2GB

5. Processor : Quad Core 1.5 Ghz

6. Operating System : Android 4.4.2 Kit Kat.

7. SIM Standby : 2 SIM with video Call.

8. Battery : 5000 mAh

9. Memory Internal : 16GB

10. Memory Card Slot : 64GB

11. FM Radio : YES..

12. Internet : 3G, EDGE, WiFi

13. Accessories : 1.Data Cable 2.Charger 3.User Manual
4.Headphone

Price::4500 taka only
Go Buzz International.
call us::: 01758288239..

Cloud 71Price::14500taka onlyGo Buzz International.call us::: 01758288239All Product New With 1Years Replace & 3Years Se...
23/09/2017

Cloud 71

Price::14500taka only
Go Buzz International.
call us::: 01758288239

All Product New With 1Years Replace & 3Years Service
# Processor Intel Core i3 Processor
# Processor Speed
# 3.06GHz
# Main Board
# Intel Chipset H55 Gaming Motherboard
# RAM
# 4GB DDR-3 Gaming RAM
# Monitor
# SKY VIEW /super viw 17" LED Monitor
# Hard Disk
# 500GB HDD
# Graphics Card
# 1GB Intel HD Gaming Graphics
# Built-In Audio/Speaker
# Networking
# 10/100/1000
# Casing
# ATX Thermal Casing
===========আমাদের ঠিকানাই যোগাযোগ করুন

Price::1444 taka only
Go Buzz International.
call us::: 01758288239

TL-WR720N Router150Mbps TL-WR720N With AntennaDescriptionInterface : 2 10/100Mbps LAN Ports 1 10/100Mbps WAN Port Button...
22/09/2017

TL-WR720N

Router150Mbps TL-WR720N With Antenna

Description

Interface : 2 10/100Mbps LAN Ports 1 10/100Mbps WAN Port Button : WPS/Reset External Power Supply : 9VDC / 0.6A Dimensions (W X D X H) : 6.2 x 4.8 x 1.3 in.(158 x 122 x 32 mm) Antenna : Internal

Price::1444 taka only

Go Buzz International.
call us::: 01758288239

X-TREME Wireless Keyboard & Mouse ComboModel: KM6X-013Whether you're looking for performance or comfort, this wireless k...
22/09/2017

X-TREME Wireless Keyboard & Mouse Combo

Model: KM6X-013

Whether you're looking for performance or comfort, this wireless keyboard and mouse is ideal for use all day long.

Type 2.4G Wireless.

Interface: USB.

Connectivity: Wireless.

Warranty: 6 months limited

Price::1001 taka only

Go Buzz International.
call us::: 01758288239

ফ্লেক্সিবল কি-বোর্ডওয়াটার-প্রুফফোল্ডেবল; আপনি রোল করে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেনইউএসবি কানেক্টরটেকসই আর মজবুত প্রোডাক...
22/09/2017

ফ্লেক্সিবল কি-বোর্ড

ওয়াটার-প্রুফ

ফোল্ডেবল; আপনি রোল করে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন

ইউএসবি কানেক্টর

টেকসই আর মজবুত প্রোডাক্ট

Price::699

Go Buzz International.
call us::: 01758288239

ADDRESS-- 15 Sukrabad,,Dhaka-1209.
Home Delevery daua hoyh.
Delevery charge 100 taka

Go Buzz International.
call us::: 01758288239

Havit MS746 Gaming MousePrice::999Go Buzz International.call us::: 01758288239 Havit MS746Gaming Mouse ErgonomicNumber o...
22/09/2017

Havit MS746 Gaming Mouse

Price::999

Go Buzz International.
call us::: 01758288239

Havit MS746
Gaming Mouse Ergonomic
Number of keys: 7.
Resolution: 800-1200-1600 DPI .
USB port,Cable: 1.8 m
Application: Desktop, Laptop
Hand Orientation: Right
Size: 128.5*86.6*40.4mm
Report rate: 250HZ
Voltage: 5.0V

Go Buzz International.
call us::: 01758288239

GAMING Desktop Core i3 4GB RAM 1000GB HDD 17”LEDPrice::15499Go Buzz International.call us::: 01758288239Processor Type I...
21/09/2017

GAMING Desktop Core i3 4GB RAM 1000GB HDD 17”LED

Price::15499

Go Buzz International.
call us::: 01758288239

Processor Type Intel Core i3
Processor Speed 2.93/3.06 GHz 4MB Cash(1 Year Replacement Warranty).
Main Board INTEL CHIPS Set H55 (1 Year Replacement Warranty).
RAM 4GB DDR3 GAMING (1 Year Replacement Warranty).
Hard Disk 1000 GB SATA HDD (1 Year Replacement Warranty).
Monitor Skyview/HI Speed 17" LED Monitor( 1 Year Replacement Warranty).
1GB Intel HD Gaming Graphics on Bood
Audio/Speaker Built-In
Networking
Gigabit LAN Realtek RTL8111H
Keyboard USB Standard
Mouse USB Optical
Casing ATX Thermal
Product Warranty This product desktop pc comes with 3 year Sarvice warranty.
===================================================
আমাদের ঠিকানাই যোগাযোগ করুন
আমাদের ঠিকানা

Go Buzz International.
15,Sukrabad,Dhaka 1216
call us::: 01758288239

21/09/2017

This video shows the top 5 future technology inventions and creations which are expected to be available in between 2019 to 2050.
These are the next generation inventions.The future gadgets are of new era.They are amazing than ever.Have a look at these awesome future technologies.The top five upcoming future inventions are:
5.Cicret Bracelet
4.I Watch
3.Wall-Format Display Glass
2.Smart CARD
1.Smart Newspaper

3RD GENকোর i3 4GB 1000GB 17”ইঞ্চিLEDWARRANTY:- 1years replacement &3 years service WarrantyPrice::18499Call us :: 017582...
21/09/2017

3RD GENকোর i3 4GB 1000GB 17”ইঞ্চিLED
WARRANTY:- 1years replacement &3 years service Warranty

Price::18499
Call us :: 01758288239

Processor Type Intel Core i3 3RD GEN
Processor Speed 3.30GHz 3MB Cash
Main Board INTEL CHIPS Set H61
RAM 4GB DDR3 GAMING
Hard Disk 1000 GB SATA HDD
Monitor HI SPEED/SUPAR VIW 17" LED Monitor
1GB Intel HD Gaming Graphics on Bood
Audio/Speaker Built-In
Networking
Gigabit LAN Realtek RTL8111H
Keyboard USB Standard
Mouse USB Optical
Casing ATX Thermal 450watt
=======================================
Warranty তে পন্য কিনুন । নিরাপদে ব্যবহার করুন
সরাসরি আমাদের দোকানে আসুন
আমাদের ঠিকানাই যোগাযোগ করুন
আমাদের ঠিকানা

Go Buzz International.
15,Sukrabad,Dhaka 1216
call us::: 01758288239

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801848366996

Alerts

Be the first to know and let us send you an email when Go Buzz Int. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share