দক্ষিণ কুমিল্লার সংবাদ

দক্ষিণ কুমিল্লার সংবাদ Chouddogram, Nangalkot, Laksam, Monohorgong, Borura & Sodor Dokkhin তথা দক্ষিণ কুমিল্লার সংবাদ

10/05/2025
ফ্যামিলি ডে' ২০২৫  #বাস্তবায়ন_কমিটি।আহবায়ক- ড.মু. দেলোয়ার হোসাইন সদস্য-১. মুহাম্মদ ইয়াছিন আরাফাত ২. এডভোকেট শরিফ উদ্দিন ...
15/12/2024

ফ্যামিলি ডে' ২০২৫
#বাস্তবায়ন_কমিটি।

আহবায়ক- ড.মু. দেলোয়ার হোসাইন
সদস্য-
১. মুহাম্মদ ইয়াছিন আরাফাত
২. এডভোকেট শরিফ উদ্দিন খন্দকার
৩. কাজী জগলুল আকবর শিপন
৪. হামদুল্লাহ আল মেহেদী
৫. এড. জাকির হোসেন ভুইয়া
৬. মু. দেলোয়ার হোসেন (প্রমিজ)
৭. মো: মোবারক হোসেন
৮. মো: নুরুল আলম নুরু
৯. খন্দকার আলমগীর হোসেন
১০. হাকিম আ:মান্নান (মীরপুর)
১১. আবূ বকর সিদ্দিক (তুরাগ)
১২. কাজী নুরে আলম সিদ্দিক
১৩. মনির হোসেন জারিফ
১৪. গোলাম সরোয়ার ফারুকী
১৫. মঞ্জুর মোরশেদ খান
১৬. ইঞ্জিনিয়ার ফারুক
১৭. মো: আবদুল কাদের
১৮. রফিকুল ইসলাম
১৯. মাও: জাফর (তামীরে মিল্লাত)
২০. কামরুজ্জমান বাবলু
২১. মহিবুল্লাহ আল হোসাইনী

স্পট মেনেজমেন্ট ও অর্থ কালেকশন কমিটি-
আহবায়ক -কাজী জগলুল আকবর শিপন
সদস্য-
১.হামদুল্লাহ আল মেহেদী
২.এড.জাকির হোসেন ভুইয়া
৩.আবদুল কাদের
৪.ইঞ্জিনিয়ার ফারুক
৫.নুরুল আলম
৬.শামসুল আরেফিন সুমন

প্রচার ও ডেলিগেট কালেকশন কমিটি-
আহবায়ক -মো: মঞ্জুর মোরশেদ খান
সদস্য-
১.আল ফারুক
২.শামসুল আরেফিন সুমন
৩.নুরুল কবির সুফল
৪.মহিবুল্লাহ আল হোসাইনী
৫.মোজাম্মেল হোসেন

খাদ্য বিভাগ-
আহবায়ক -গোলাম সরোয়ার ফারুকী
সদস্য-
১.নুরুল কবির সুফল
২.শামসুল আরেফিন সুমন
৩. ইসমাইল (মন্তলী)
৪. আল মামুন

ট্রান্সপোর্ট কমিটি-
আহবায়ক -খন্দকার আলমগীর হোসেন
সদস্য-
১.নুরুল আলম নুরু
২.মহিবুল্লাহ আল হোসাইনী

শৃঙ্খলা কমিটি-
আহবায়ক -কাজী নুরে আলম সিদ্দিক
সদস্য-
১. আমজাদ হোসেন উজ্জল
২. সাইফুল ইসলাম মামুন
৩. নেয়ামত উল্লাহ
৪. .ইলিয়াস তালুকদার
৫. ফয়সাল

ইভেন্ট মেনেজমেন্ট কমিটি-
আহবায়ক -মুনির হোসেন জারিফ
সদস্য-
১.মাহমুদুল হাসান
২.আবু বকর সিদ্দিক সজিব
৩. সুলতান মাহমুদ
৪. জিয়াদ

বি.দ্র: প্রতিটি কমিটিতে প্রয়োজন মতো আরও সদস্য নেয়া যাবে।

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন, মহিলা ভাইস...
05/06/2024

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহরিনা আক্তার তারিন....

ঢাকায় নাঙ্গলকোটবাসীর পারিবারিক মিলনমেলানাঙ্গলকোট ফোরাম ঢাকার উদ্যোগে ফ্যামেলী ডে প্রোগ্রাম অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের রুপগঞ্...
16/02/2024

ঢাকায় নাঙ্গলকোটবাসীর পারিবারিক মিলনমেলা

নাঙ্গলকোট ফোরাম ঢাকার উদ্যোগে ফ্যামেলী ডে প্রোগ্রাম অনুষ্ঠিত। নারায়ণগঞ্জের রুপগঞ্জ পনড্ গার্ডেনে ঢাকাস্থ নাঙ্গলকোট বাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী মনোজ্ঞ আয়োজনে এ ফ্যামেলী ডে অনুষ্ঠিত।
ফোরামের সভাপতি ড.দেলোয়ার হোসেন এর পরিচালনায়, ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন খন্দকার এর ব্যবস্খাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক, নাঙ্গলকোট-সদরদক্ষিণ-লালমাই উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত, ফোরামের সাবেক সভাপতি দলিলুর রহমান মজুমদার, সাবেক সহসভাপতি কবি শরীফ আবদুল গোফরান, লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ঢাকাস্থ নাঙ্গলকোট পৌর ফোরামের সভাপতি বশিরুজ্জামান খান, ঢাকাস্থ নাঙ্গলকোট উন্নয়ন পরিষদের সভাপতি মোবারক হোসেন, নাঙ্গলকোটের রাজনৈতিক ব্যক্তিত্ব মাও জামাল উদ্দিন, মাও এস এম মহিউদ্দিন, হাকিম আবদুল মান্নান, ব্যবসায়ী আবদুল কাদের, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, সাংবাদিক মনির আহমেদ, কবি খন্দকার শহিদুল হক, কাজী জগলুল আকবর শিপন, এডভোকেট জাকির হোসেন, সাংবাদিক খন্দকার আলমগির হোসেন, কাজী এডভোকেট নুরে আলম সিদ্দিকী, মঞ্জুর মোরশেদ, সাবেক ছাত্রনেতা আবু হানিফা নোমান, ছাত্র ফোরামের সাবেক সভাপতি যথাক্রমে জিয়াউর রহমান লিংকন, আশ্রাফুল আলম সুজন, আবু বকর সিদ্দিক, উন্নয়ন পরিষদের সোলায়মান সবুজ, ঢাকাস্থ নাঙ্গলকোট ছাত্র ফোরামের সভাপতি মুহিব্বুল্লাহ আল হোসাইনী প্রমুখ।

রেফেল ড্র, খেলাধুলাসহ বিভিন্ন ইভেন্টে ১০টি প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী নারী পুরুষ ও শিশুদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ঐতিহাসিক বরুড়া গালিমপুর তাফসিরুল কোরআন মাহফিলে বাদ মাগরিব আলোচনা করছেন মাওঃ আবু নছর আশরাফী সাহেব।
24/01/2024

ঐতিহাসিক বরুড়া গালিমপুর তাফসিরুল কোরআন মাহফিলে বাদ মাগরিব আলোচনা করছেন মাওঃ আবু নছর আশরাফী সাহেব।

কুমিল্লায় দারুল ইসলাম মডেল মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০জানুয়ারি) নগরীর ইপিজেড রোড ক্যাম্পাসে ...
20/01/2024

কুমিল্লায় দারুল ইসলাম মডেল মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০জানুয়ারি) নগরীর ইপিজেড রোড ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক বক্তা শায়েখ মোল্লা নাজিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ফখরুদ্দীন, দারুল ইসলাম মডেল মাদ্রাসার সাধারণ সম্পাদক মু. কামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মাও. আব্দুল জলিল মাদানী, মাওলানা হাফেজ আবু তৈয়ব, মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউর রহমান, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন সবুজ, জাহাঙ্গীর আলম। ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মু. শাহজাহান ও হাফেজ আহমদ শফি। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শিল্পী মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন কবীর।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখ মোল্লা নাজিম উদ্দীন বলেন, দ্বীনের খাদেম তৈরিতে কাজ করছে দারুল ইসলাম মডেল মাদ্রাসা। ইসলামের এ শিক্ষা সদকা। অভিভাবকের পরকালে মুক্তির পথ। এ শিশুরা ইসলামের প্রচারে কাজ করবে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে, আগামী দিনে কোরআন-সুন্নাহের আলোকে রাষ্ট্রকে পরিচালিত করবে। এ জন্য প্রথমে চাই ভাষাগত দক্ষতা। বাংলা, ইংরেজি ও আরবি এ তিন ভাষায় শিক্ষার্থীদের সমানভাবে দক্ষ করে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী তালিকা থেকে লোটাস কামাল বাদ! কুমিল্লা-১০ সদর দক্ষিণ লালমাই নাঙ্গলকোট আসনের এমপি, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালকে...
10/01/2024

মন্ত্রী তালিকা থেকে লোটাস কামাল বাদ!

কুমিল্লা-১০ সদর দক্ষিণ লালমাই নাঙ্গলকোট আসনের এমপি, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালকে মন্ত্রী তালিকা থেকে বাদ দিয়েছেন সংসদ নেতা শেখ হাসিনা!
সূত্রে জানা যায় বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি লোটাস কামাল। যদিও এলাকার ঘনিষ্ঠজনেরা ভেবেছিলেন বিশ্বসেরা অর্থমন্ত্রী হওয়ায় আবারও তিনি মন্ত্রী হবেন।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা কমিটির এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিশ্বসেরা অর্থ মন্ত্রী হওয়ার খবরই ভুয়া, তাছাড়া তিনি ক্যান্সারে আক্রান্ত। আমরা আগে থেকেই জানতাম তিনি এবার এমপি নমিনেশনও পেতেন না, নাঙ্গলকোটের কিছু উচ্ছিষ্টভোগি অসুস্থ হওয়ার পরও লবিং করে উনাকে মাঠে নামিয়েছে।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিণ কুমিল্লার সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দক্ষিণ কুমিল্লার সংবাদ:

Share