71times.com

71times.com Manusher Kotha Manusher Jonno :মানুষর কথা মানুষর জন্য

দৈনিক অনলাইন নিউজ পোর্টাল
সম্পাদক মন্ডলির সভাপতিঃ সম্পাদক ও প্রকাশকঃ মোঃ হুমায়ুন চৌধুরী,01825577789. 01904099933
ঢাকা-১২৩০.
মোবাঃ ০১৮২৫৫৭৭৭৮৯

ডাক্তার মো: সজিব খান বলেন (("ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল।"))এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তরুণ প্রজন্মকে সঙ্...
31/07/2025

ডাক্তার মো: সজিব খান বলেন

(("ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল।"))

এই প্রতিপাদ্যকে সামনে রেখে, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি সুস্থ সমাজ বিনির্মাণে কাজ করাই আমার অঙ্গীকার।

গ্রীন লাইফ স্কুলের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন, তার জন্য আমি গ্রীন লাইফ স্কুল কর্তৃপক্ষ ও সকল শিক্ষার্থী-অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমি বিশ্বাস করি—এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা কেবল শরীরচর্চা নয়, বরং নেতৃত্ব, সহনশীলতা এবং একে অপরকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতে আমি আপনাদের সবার সহযোগিতায় এ রকম আরও ক্রীড়া আয়োজনের পাশে থাকতে চাই।

আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমার আগামীর পথচলাকে আরও দৃঢ় করবে, ইনশাআল্লাহ।

আমি ৫১ নম্বর ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশনের একজন প্রার্থী হিসেবে আপনাদের সন্তান, আপনাদের ভাই হয়ে পাশে থাকতে চাই। আসুন—আমরা একসাথে একটি মাদকমুক্ত, সুস্থ, সচেতন ও প্রগতিশীল সমাজ গড়ে তুলি।

জাতীয় প্রেস ক্লাবে শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের মানববন্ধন ও সমাবেশতারিখ: ০৬ জুলাই ২০২৫বিস্...
06/07/2025

জাতীয় প্রেস ক্লাবে শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্টের মানববন্ধন ও সমাবেশ
তারিখ: ০৬ জুলাই ২০২৫
বিস্তারিত প্রতিবেদন:

মুসলিম মিল্লাতের মহান ঈমানী জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন, দশই মহররমের শাহাদাতে কারবালা মুসলিম মিল্লাতের ঈমানী অস্তিত্বের মহান স্মারক এবং মানবতার মুক্তির চূড়ান্ত শাহাদাত। ইমাম হুসাইন (রা.)-এর অতুলনীয় ত্যাগের মধ্যেই নিহিত আছে সত্য ও জীবনের মৌলিক মর্ম এবং দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের পূর্ণতা।

তিনি বলেন, আহলে রাসুলই ঈমান ও দ্বীনের প্রাণ ও হকের মানদণ্ড। তাঁদের ভালোবাসা ও সম্পর্কই আল্লাহ ও রাসুলের সঙ্গে সম্পর্ক; তাঁদের শত্রুতা ও বিচ্ছিন্নতাই আল্লাহ ও রাসুলের শত্রুতা ও বিচ্ছিন্নতা।

আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, কাফের এজিদ কর্তৃক কারবালার শাহাদাত মুসলিম সমাজকে বস্তুবাদী ও গোত্রবাদী কুফরি চেতনার কবল থেকে মুক্ত রাখার সর্বোচ্চ উদাহরণ। এ শাহাদাত ইসলামের মৌলিক নীতি ও মানবতার নিরাপত্তা রক্ষার মহান শিক্ষা বহন করে।

তিনি বলেন, মোয়াবিয়া-এজিদ চক্রের স্বৈরদস্যু উমাইয়া শাসনব্যবস্থা থেকে মানবিক সাম্য, অধিকার ও স্বাধীনতা ভিত্তিক খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠাই কারবালার শাহাদাতের মূল শিক্ষা।

সমাবেশে তিনি সবাইকে সতর্ক করে বলেন, এ শাহাদাতের লক্ষ্য থেকে বিচ্যুতি ঈমান, দ্বীন ও স্বাধীনতা হারিয়ে ফেলার শামিল। তাই শাহাদাতে কারবালার প্রকৃত শিক্ষা ও দিশা লালন করা প্রতিটি মুসলিমের ঈমানী দায়িত্ব।

তিনি বাতিল শিয়াবাদ ও মোয়াবিয়া-এজিদপন্থী খারেজিদের বিকৃতি ও বিভ্রান্তি থেকে দূরে থাকতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, নিছক আনুষ্ঠানিকতা নয়, শাহাদাতের প্রকৃত দিশা বাস্তবায়নই মুসলিম মিল্লাতের মুক্তি ও বিজয়ের পথ।

26/06/2025

📢 বরুড়ায় এইচ.এস.সি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদলের মানবিক উদ্যোগ
📅 তারিখ: ২৬ জুন ২০২৫ | 📍 স্থান: বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্র

🎓 এইচ.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করলো বরুড়া পৌরসভা ছাত্রদল ও কলেজ ছাত্রদল।

✅ পরীক্ষার দিনগুলোতে শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে চাপের মধ্যে থাকে। তাই পরীক্ষার কেন্দ্রে এসে ঠান্ডা পানি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বরুড়া ছাত্রদল।

🎙️ নেতৃবৃন্দ বলেন:
"আমরা চাই শিক্ষার্থীরা নির্বিঘ্নে, স্বাস্থ্যবান ও মনোযোগ সহকারে পরীক্ষা দিতে পারে। এই সহায়তা আমাদের তরুণ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের প্রকাশ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"

🙋‍♂️ পরীক্ষার্থীরা বলেন:
“এই সময় পাশে কেউ এসে দাঁড়ালে সাহস বাড়ে। আমরা কৃতজ্ঞ বরুড়া ছাত্রদলের এই মানবিক উদ্যোগের জন্য।”

📌 উপস্থিত নেতৃবৃন্দ:
🔹 পাবেল তৌকির – সভাপতি, বরুড়া পৌরসভা ছাত্রদল
🔹 নজরুল ইসলাম – সাধারণ সম্পাদক
🔹 আবুল কালাম – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
🔹 আল আমিন হায়দার – সাংগঠনিক সম্পাদক
🔹 মোঃ রায়হান গাজী – প্রচার সম্পাদক
🔹 রায়হান – সভাপতি, ৩নং ওয়ার্ড ছাত্রদল
🔹 মোঃ সোহেল হোসেন – সদস্য
🔹 শাফিন – সভাপতি, সরকারি কলেজ ছাত্রদল
🔹 বাবলু জিয়া মৃধা – সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কলেজ ছাত্রদল

🎬 ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:
[🔗

---

💬 আপনিও চাইলে এমন মানবিক কাজে যুক্ত হতে পারেন। মতামত দিন, ভিডিওটি শেয়ার করুন।

🔖 #ছাত্রদল #বরুড়া #এইচএসসি২০২৫ #মানবিক_উদ্যোগ #শিক্ষার্থীর_পাশে #ছাত্রসমাজ

26/06/2025

বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে এইচ.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ

বরুড়া, কুমিল্লা – বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে চলমান এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে বরুড়া পৌরসভা ছাত্রদল এবং বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ (তারিখ) সকালে আয়োজিত এই কর্মসূচিতে বরুড়া পৌরসভা ছাত্রদলের সংগ্রামী সভাপতি পাবেল তৌকির, সংগ্রামী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হায়দার, প্রচার সম্পাদক মোঃ রায়হান গাজী, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের প্রেসিডেন্ট রায়হান, পৌরসভা ছাত্রদলের সদস্য মোঃ সোহেল হোসেন এবং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাফিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবলু জিয়া মৃধা।

কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তাদের পড়াশোনায় সহায়তা করা হয়। নেতৃবৃন্দরা বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা সুষ্ঠু ও সফলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তাদের জন্য এই সামান্য সাহায্য। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও নানা ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

পরীক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান।

উত্তরার আব্দুল্লাহপুরে আ.লীগ দোসর বেপরোয়া !নিজস্ব প্রতিনিধিঃ উত্তরার আ.লীগের মাফিয়া গডফাদারের ঘনিষ্ঠ সহচর এখন নব্য বিএনপ...
24/06/2025

উত্তরার আব্দুল্লাহপুরে আ.লীগ দোসর বেপরোয়া !

নিজস্ব প্রতিনিধিঃ

উত্তরার আ.লীগের মাফিয়া গডফাদারের ঘনিষ্ঠ সহচর এখন নব্য বিএনপি হয়ে বেপরোয়া আব্দুল্লাহপুরে হয়ে উঠেছে। আ.লীগের দুর্ধর্ষ আলোচিত সমালোচিত দখল চাঁদাবাজ, সন্ত্রাসীদের গডফাদার মোঃ আফছার উদ্দিন খানের ঘনিষ্ঠ সহচর,আব্দুল্লাহপুরের পরিবহন চাঁদাবাজ চক্রের অনুসারী নুরুল ইসলাম ও রুবেল এখন বিএনপি হয়ে গেছে!!, বিএনপির আব্দুল্লাহপুরের শীর্ষ নেতার নেতৃত্বে বেপরোয়া হয়ে দখল চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলতে কথিত বাহিনী বানিয়েছে জানান আব্দুল্লাহপুর পশ্চিম পাশের বেড়ীবাঁধের আশপাশের লোকজন। মাছ বাজার, পরিবহন, রাস্তার দোকান, বাড়ী দখল জমি দখল সহ অগণিত অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ৫ আগষ্টের আগে বিএনপি- জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সক্রিয় আন্দোলন করেছে, ঢাকা-১৮ আসন আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসান তাঁর ভাই আলাউদ্দিন আল সোহেল ও সালমান খান প্রান্ত এবং মোঃ আফছার উদ্দিন খান-১ নং ওয়ার্ড কাউন্সিলর এর নেতৃত্বে। ৫ আগষ্টের পরে কিছুদিন পালিয়ে ছিলো।আব্দুল্লাহপুরের বিএনপির(....)নেতার গ্রুপে যুক্ত হয়ে বাড়ী দখল, জমি দখল সহ বিভিন্ন অপরাধ অপকর্মে জড়িয়ে বেপরোয়া হয়ে উঠেছে। আ.লীগ থেকে বিএনপি হয়ে যাওয়া নুরুল ইসলাম মিয়া ও রুবেল এর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তোলপাড়। জুলাই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার, সুইজ গেইট, বাংলাদেশ মেডিকেল হাসপাতাল এলাকার মহাসড়কে আ.লীগের আফছার উদ্দিন খান- কাউন্সিলর ও ছাত্রলীগের সালাম খান প্রান্ত এর অনুসারীদের সাথে ছাত্র-জনতার সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া মহড়া, গুলি, সন্ত্রাসী বাহিনী সশস্ত্র ভিডিও আলোচিত!
আব্দুল্লাহপুরের বাস পরিবহন, মাছ বাজার, বেড়িবাঁধ, ফুটপাত, কিশোর গ্যাং, জমি দখল সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের গডফাদার হিসেবে আফছার উদ্দিন খানের নেতৃত্বে হয়েছে। খান বাহিনীর পরিচিত ছিলো তাঁরা ছবিগুলো!?!। নুরুল ইসলাম ও রুবেলের মন্তব্য জানে চেষ্টা করা হয়, ফোনে ও অফিসে পাওয়া যায়নি। আব্দুল্লাহপুর পশ্চিম পাশে বিএনপির সাবেক প্রবীণ এক নেতা জানান বিএনপির নব্য হাইব্রিড অনুপ্রবেশ কারী নুরুল ইসলাম ও রুবেল এখন বিএনপির বদনাম কলঙ্কিত করে জাচ্ছে। আ.লীগ থেকে হটাৎ বিএনপি হয়ে গেয়ে বিএনপির নেতাকর্মীদের লাঞ্ছিত, হুমকি ধামকি দিচ্ছে
নেতৃত্বে একটি কথিত বাহিনী প্রকাশে দাপিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বিএনপির নেতার সাথে দেখা যায় সেই তথ্য
বিস্তারিত পরবর্তী অনুসন্ধানে থাকবে....

23/06/2025

জমি ও পাওনা টাকা নিয়ে বরুড়ায় নারীর ওপর হামলা, ছড়িয়ে পড়ল মৃত্যু হুমকি!
📍 দক্ষিন শিলমুড়ি, বরুড়া, কুমিল্লা

জমি ও অর্থবিরোধের কারণে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর চালানো হয়েছিল নির্মম হামলা। কাউকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার পাশাপাশি ঈর্ষণায় বলা হয়েছিল,

> “তোর পরিবারের জন্য কাফনের কাপড় রেডি করে রাখ, আমি কবরের সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত পূরণ করব।”

ভুক্তভোগী খাদিজা নূরসহ তাদের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তের প্রতিশ্রুতি পাওয়া গেলেও পরিস্থিতির ভয়ালতা বাড়ছে।

🔍 পূর্ণ ভিডিও রিপোর্টটি দেখে জানুন ঘটনার বিস্তারিত।

📹 ভিডিও দেখুন এখানে ⬇️

#জমি_বিরোধ #বরুড়া #কুমিল্লা #নির্যাতন #ভয়াবহ_হামলা #খাদিজা_নূর

Address

Cumilla
3560

Alerts

Be the first to know and let us send you an email when 71times.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 71times.com:

Share

Category