Comillian Bro

Comillian Bro “হয়তো কেউ জানে না আমার ভিতরের কথা,
তবু আমি চুপচাপ এই যাত্রা চালিয়ে যাচ্ছি।
অশ্রু হয়তো লুকিয়ে রাখি,
কিন্তু আশা কখনো হারাই না।”

জেল থেকে বের হয়ে সোহাগ বাড়ি ফিরলো৷ তাকে কাছে পেয়ে তার বাবা মা দুজনে কাঁদছে৷ সোহাগের অপরাধ সে বড়লোক বাবার মেয়েকে ভালোবে...
26/11/2025

জেল থেকে বের হয়ে সোহাগ বাড়ি ফিরলো৷ তাকে কাছে পেয়ে তার বাবা মা দুজনে কাঁদছে৷ সোহাগের অপরাধ সে বড়লোক বাবার মেয়েকে ভালোবেসেছে৷ কিন্তু সোহাগের প্রিয়তমা ও কম না! ভালোবাসার জন্যে পরিবারের বিরুদ্ধে গিয়ে সোহাগের জন্যে করেছে প্রতিবাদ৷ রাস্তায় দাঁড়িয়ে ভালোবাসা ফিরে পেতে করেছে আর্জি৷

অবশেষে সব কিছু শেষে সোহাগ ফিরে এলো তার বাবা মায়ের কাছে৷ বর সেজে ফিরলো লামিসার কাছে৷ একে অপরকে মিষ্টি মুখ করালো৷ দেশ বাসি এমন ঘটনা সারাজীবন সিনেমায় দেখলো আজ সেটা নিজ চোখে দেখলো৷

সোহাগ আর লামিসার জন্যে দোয়া রইলো৷ তাদের ভালোবাসা গুলো বেঁচে থাকুক৷ লামিসার পরিবার যেন সোহাগকে মেনে নেয় সেটাই আশা ❤

- Rahat Ahmed Tulon

যখন তুমি টিকটকার বিয়া করবা তখন তোমারে এসব সার্কাসই সহ্য করতে হবে৷ না মানে এ কাপলের দুটো ভিডিও দেখলাম৷ একটা হলুদের আরেকটা...
09/11/2025

যখন তুমি টিকটকার বিয়া করবা তখন তোমারে এসব সার্কাসই সহ্য করতে হবে৷ না মানে এ কাপলের দুটো ভিডিও দেখলাম৷ একটা হলুদের আরেকটা বিয়ের দিন৷ হলুদ আর বিয়ে দুইটাতেই দেখতেছি জামাই আনইজি ফিল করে মুখ গোমরাহ করে দাঁড়াই আছে৷

মানে ভাই আমি বুঝি না! বিয়ের দিন কত মানুষ আসে৷ এরমধ্যে মেয়ে টিকটকারদের মতন নাচতেই আছে৷ জামাই কোনো রিয়্যাকশন দিচ্ছে না৷ তাও মেয়েটা নেচেই যাচ্ছে৷ আর বিয়ে একটা রহমতের জিনিস৷ সেখানে সবার সামনে এমন কাউয়া ক্যাচালের মতন নাইচা কি প্রমান করতে চায়৷

যাই হোক যেহেতু তারা নতুন বিয়ে করছে তাদের জন্যে দোয়া করি কিন্তু লোকটার মুখ দেখে মনেই হচ্ছিল তিনি খুবই বিরক্ত :)

- Rahat Ahmed Tulon

যে ভালোবাসা শেষমেশ জীবনটাই কেঁড়ে নেয়, সেই ভালোবাসার গল্প বলবো আজ৷কুমিল্লার ছেলে মনিল ফয়সাল সায়মন আর তার প্রেমিকা তানহা ব...
05/11/2025

যে ভালোবাসা শেষমেশ জীবনটাই কেঁড়ে নেয়, সেই ভালোবাসার গল্প বলবো আজ৷

কুমিল্লার ছেলে মনিল ফয়সাল সায়মন আর তার প্রেমিকা তানহা বিনতে বাশার — দু’জনের গল্প এটা। শুরু কলেজ জীবনে, সরল একটা প্রেম। তারপর সময় বদলালো, ওরা উঠলো ভার্সিটিতে। সায়মন ভর্তি হলো ইউল্যাব-এ, আর তানহা গেলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে।

প্রেমিকাকে ছাড়া সায়মনের দিন কেমন যেনো ফাঁকা লাগতে লাগলো। তাই একদিন সে তানহাকে বললো — “তুই ইউল্যাবে ভর্তি হ।” প্রেমিকের জন্য ভালোবাসা যতটা গভীর হলে কেউ এমন সিদ্ধান্ত নেয়, তানহা ততটাই ভালোবাসতো। সে সত্যি সত্যিই ইউল্যাবে ভর্তি হয়ে গেলো!

শুরুর দিনগুলো ছিলো সুন্দর, কিন্তু বেশিদিন টেকেনি। ধীরে ধীরে সম্পর্কের ভেতর ঢুকে পড়লো দূরত্ব। সায়মন একসাথে দু’জনের সঙ্গে প্রেম করতে শুরু করলো — তানহা আর নতুন এক মেয়ের সঙ্গে। তানহার প্রতি মনোযোগ কমে গেলো, মেসেজ রিপ্লাই কমে গেলো, মানসিক নির্যাতন বাড়তে লাগলো।

তানহা তখনও কিছু জানতো না। সে কেবল ভাবতো, হয়তো সায়মন ব্যস্ত। একসময় সে সায়মনকে বিয়ের প্রস্তাব দেয়, চায় সম্পর্কটাকে একটা পরিণতি দিতে। কিন্তু সায়মন তখন নতুন প্রেমে ডুবে, পুরনো প্রেমিকার অস্তিত্বই যেন ভুলে গেছে। তানহা বারবার কেঁদেছে, অনুরোধ করেছে— এমনকি একসময় বলেছে, “আমি কিন্তু আর থাকবো না!”

কিন্তু কোনো কথা সায়মনের মনে পৌঁছায়নি।
শেষদিকে তানহার বাবা ফোন দিয়ে বলেছিলেন, “বাবা, আমি তোমাকে নিতে আসবো।” তানহা প্রথমে রাজি হয়েছিলো, কিন্তু কিছুক্ষণ পর আবার ফোন দিয়ে বলেছিলো — “বাবা, আমাকে মাফ কইরো, তোমার সাথে আর দেখা হবে না…”

তারপর?
সব শেষ।

ভালোবাসা যার জন্য বাঁচার কথা, সেই ভালোবাসাই তানহার জীবন কেড়ে নিলো। প্রেমিক পেলো না, জীবন হারালো। পেছনে রয়ে গেলো শূন্য বাবা-মা, বন্ধুর কান্না, আর একটা প্রশ্ন — যে ভালোবাসা মৃ%ত্যু%র দিকে ঠেলে দেয়, সেটা কি সত্যি ভালোবাসা?

তানহা শেষ পর্যন্ত শুধু তাকিয়েই গেলো তার প্রিয় মানুষটার দিকে…
নীরব, অনন্ত ভালোবাসায়।

ভালবাসার জন্য মানুষ কিনা করে,তার জ/ল/জ্যা/ন্ত প্রমাণ এই আপুটা! বড়লোকের মেয়ে লামিছা।সোহাগ একজন দিনমজুর। ওরা একজন অন্যজনকে...
05/11/2025

ভালবাসার জন্য মানুষ কিনা করে,তার জ/ল/জ্যা/ন্ত প্রমাণ এই আপুটা! বড়লোকের মেয়ে লামিছা।সোহাগ একজন দিনমজুর। ওরা একজন অন্যজনকে ভালবেসে পা/লি/য়ে বিয়ে করেছে।এখন লামিছার বাবা গরীব ছেলে সোহাগের নামে মি/থ্যা......

মা/ম/লা দিয়ে জে-ল-খা-না-য় ভ/রে দিছে।কিন্তু লামিছাও থামার মেয়ে নয়,বাবাকে চ্যা/লে/ঞ্জ ছুড়ে দিয়ে ভালবাসার মানুষের জন্য যু/দ্ধে নেমে গেছে। এখন পুরো এলাকার মানুষ লামিছার হয়ে
যু/দ্ধ করতেছে।ভালবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়।🙂💔

ভালবাসার জন্য মানুষ কিনা করে, তার জ*ল*জ্যা*ন্ত প্রমাণ এই আপুটা! ❤️বড়লোকের মেয়ে লামিছা বাড়ি টাংগাইল। সোহাগ একজন দিনমজুর। ...
05/11/2025

ভালবাসার জন্য মানুষ কিনা করে, তার জ*ল*জ্যা*ন্ত প্রমাণ এই আপুটা! ❤️

বড়লোকের মেয়ে লামিছা বাড়ি টাংগাইল। সোহাগ একজন দিনমজুর। ওরা দুজন দুজনকে ভালবেসে বিয়ে করেছে। লামিছার বাবা মেয়েকে জোর করে সোহাগের কাছ থেকে নিয়ে বাসায় আটকে রাখে। কারণ সোহাগের পরিবার খুব গরীব। কিন্তু লামিছা চার চারবার বাড়ি থেকে পালিয়ে সোহাগের কাছে চলে আসছে। এখন লামিছার বাবা গরীব ছেলে সোহাগের নামে মি*থ্যা মা*ম*লা দিয়ে জে*ল*খা*না*য় ভ*রে দিছে। কিন্তু লামিছাও থামার মেয়ে নয়, বাবাকে চ্যা*লে*ঞ্জ ছুড়ে দিয়ে ভালবাসার মানুষের জন্য যু*দ্ধে নেমে গেছে। এখন পুরো এলাকার মানুষ লামিছার হয়ে যু*দ্ধ করতেছে❤️। এলাকায় তারা সোহাগের মুক্তির জন্য মানববন্ধন করতেছেন। ভালবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়! 😍❤

এ এক ভাগ্যবতীর ক'ব'র ❤️আমার দাদিজান নিজেই বলতেন যে জান্নাতুল বাকীর মাটি কয়জনে পায় অথচ উনি জানতেন না যে উনার নসীবে আল্লাহ...
01/11/2025

এ এক ভাগ্যবতীর ক'ব'র ❤️

আমার দাদিজান নিজেই বলতেন যে জান্নাতুল বাকীর মাটি কয়জনে পায় অথচ উনি জানতেন না যে উনার নসীবে আল্লাহ তায়ালা জান্নাতুল বাকীর মাটি লিখে রেখে ছিলেন
আমার মরহুমা দাদিজানের কী অসাধারণ নসীব
হাজার হাজার মুসল্লিদের উপস্থিতে মসজিদে নববীতে জানাযা, জান্নাতুল বাকীতে মা ফাতেমা (রাঃ) এর কবরের একেবারেই কাছাকাছি কবর পেয়েছেন
আমার দাদিজানের নামও ফাতেমা,আল্লাহ তায়ালার কিরকম রহমত, দয়া থাকলে এইরকম ভাগ্যবান হতে পারে!'কী সুন্দর পরিকল্পনা মহান রবের🤲
জীবনের শেষ সময়ে ওমরাহ পালন করে আজীবনের জন্য নবীর দেশে থেকে গেলেন
এমন সুন্দর আখেরি বিদায় ক'জনার হয়?' আল্লাহ তায়ালা যেনো আমাদেরও এমন সৌভাগ্যের মৃত্যু নসীব করুন,আমিন ইয়া রব 🤲❤️
©️

ভা-রত বলেছে "জাকির নায়ককে এরে-স্ট করে তাঁদের দেশে পাঠানোর জন্য বাংলাদেশকে"তবে বাংলাদেশের মানুষ বলেছে "জাকির নায়েককে বাংল...
01/11/2025

ভা-রত বলেছে "জাকির নায়ককে এরে-স্ট করে তাঁদের দেশে পাঠানোর জন্য বাংলাদেশকে"

তবে বাংলাদেশের মানুষ বলেছে "জাকির নায়েককে বাংলাদেশের সান্মানিক নাগরিগকত্ব দেয়া হোক,এটাই হবে ইন্ডি-য়াকে দেয়া সঠিক জবাব" 🫡❤️

বারো ব্যাটারি ঐশীর বিয়ে হওয়াতে সবচেয়ে বেশি কষ্টে আছে ঐশীর এক্স হাজবেন্ড আলভী ব্রো৷ ঐশী যখন রাসেলের সাথে রিলেশনে গেছে তখন...
29/10/2025

বারো ব্যাটারি ঐশীর বিয়ে হওয়াতে সবচেয়ে বেশি কষ্টে আছে ঐশীর এক্স হাজবেন্ড আলভী ব্রো৷ ঐশী যখন রাসেলের সাথে রিলেশনে গেছে তখন আলভী সারাদিন পোস্ট দিতো "পুরান গাড়ি অন্য কেউ চালালেও তার কোনো কষ্ট নাই" এখন ঐশীর যখন বিয়ে হয়ে গেলো হেতে

অনলাইনে নতুন এক মাঙের নাতির আগমন৷ কথায় আছে না, ভাত পায় না খাইতে! হুন্ডা দিয়া যায় আগতে৷ how are পোলাপানের পড়ালেখার খবর ন...
29/10/2025

অনলাইনে নতুন এক মাঙের নাতির আগমন৷ কথায় আছে না, ভাত পায় না খাইতে! হুন্ডা দিয়া যায় আগতে৷ how are পোলাপানের পড়ালেখার খবর নাই এদিকে মুখে আটা ময়দা মাইখা গাড়ি লইয়া পরীক্ষা দিতে যায়৷

সোডে না চান্দে চিপায় বইসা কান্দে৷ নিজেরে জমিদারের নাতী মনে কইরা ভাব লইয়া গেলো কলেজে৷ অথচ পোলাপান ওরে দেইখা কইতেছে, টিকটকার কইত্তে আইলো৷

এদিকে একজন কইতেছে, হালায় এমন এক কলেজে পড়ে যেখান এইবার এইচএসসিতে মাত্র ৩১% পোলাপান পাস করছে :)

এই আপা একসাথে দুই ব্যাডার লগে প্রেম করছে।এখন এক ব্যাডায়ও আপারে বিয়ে করতে চাই না।তাই আপা অনশনে আসছে🙄বা র ভা*তা*রি 😡
28/10/2025

এই আপা একসাথে দুই ব্যাডার লগে প্রেম করছে।এখন এক ব্যাডায়ও আপারে বিয়ে করতে চাই না।তাই আপা অনশনে আসছে🙄বা র ভা*তা*রি 😡

হুম..😴
27/10/2025

হুম..😴

চার ভাই ও ছয় বোনের মধ্যে আবুল কালাম সবার ছোট। ২০ বছর আগে তাঁর বাবা-মা মা*রা যান। এরপর তিনি বড় হন বড় ভাই ও বোনদের কাছে।স...
27/10/2025

চার ভাই ও ছয় বোনের মধ্যে আবুল কালাম সবার ছোট। ২০ বছর আগে তাঁর বাবা-মা মা*রা যান। এরপর তিনি বড় হন বড় ভাই ও বোনদের কাছে।

সংসারের স্বাচ্ছন্দ্য ফেরাতে ২০১২ সালে মালয়েশিয়ায় যান আবুল কালাম। সেখান থেকে ফিরে ২০১৮ সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন।

ঘরে বসে আবুল কালামের ছবি হাতে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বড় বোন সেলিনা বেগম বলছিলেন, ‘আমার ভাইটি সারা জীবন কষ্ট করেছে। কিশোর বয়সে বাবা–মাকে হারিয়েছে।

আজ দুই শিশুসন্তান রেখে সে নিজেও না ফেরার দেশে চলে গেছে। এখন এই শিশু দুটির কী অবস্থা হবে? কে তাদের পিতৃস্নেহ দেবে। তার বিধবা স্ত্রী কার কাছে গিয়ে দাঁড়াবে?

আল্লাহ, তুমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে এমন কেন করলা।’

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comillian Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category