16/12/2024
কাউকে অনেক ভে'ঙ্গে চূ'ড়ে কষ্ট দেওয়ার পর, একটা ব্যাপার খেয়াল করছেন ?
যে মানুষ আপনাকে রেসপেক্ট করতো আজ আপনি তার কাছে একটা মি'থ্যার ছায়া । যে মানুষটা আপনার জন্য দিনরাত দোয়া করতো সে মানুষটা খেতে বসলেও আপনার কথা ভাবলে , কষ্টের কারনে চোখের পানিতে তার খাবার ভেসে যায় । সে নামায পড়তে বসলে ও কান্নায় ভে'ঙ্গে পড়ে । কেবল তার রূ'হ থেকে আপনার জন্য বদদোয়া চলে আসে, সে না চাইতেও।
একটা সময় সে মানুষটা আপনাকে দেখার জন্য কেবল কোন না কোন বাহনা করতো, আজ সে কেবল আপনার চেহারাটা ভুলতে বিভিন্ন কিছুর সাহায্য নেয় ।
আসলে আপনি তাকে শুধু কষ্টই দেন নি বরং আপনি তাকে এতটাই মিসট্রিট করেছেন আপনার সমস্ত কার্যকলাপ তাকে বাধ্য করিয়েছে।
আসলে সে এমন কাউকে হা'রায় নি যার ভালোবাসা নিঁখাদ ও লয়্যাল ছিল, বরং আপনি এমন কাউকে হা'রিয়ে ফেলেছেন যার ভালোবাসা ও মমতা আপনার জন্য শর্তহীন ছিলো।তাই আয়নায় যখন আপনার প্রতিবিম্ব দেখবেন, দেখতে পাবেন আপনার মাঝে একজন ভয়ংকর পশু বাস করে, কারন আপনার বাস্তবতা ও জৈবিক ক্ষুধা আপনাকে ভালোবাসতো এমন কাউকেও আপনি ছাড় দেয়নি। কারন আপনি মমতা ও ভালোবাসা বুঝতে পারেন নি ।