
23/08/2025
মালয়েশিয়া থেকে রোমানিয়ার🇹🇩 জন্য একখান এম্বাসি appointmen পেয়েছি আরো বেশ কিছু এম্বাসি অ্যাপোয়েন্টমেন্ট নিতে চেয়েছিলাম নিচ্ছি না--কিছুদিন আগে বেলারুশ কিছু ডকুমেন্ট আসছিল পোস্ট দিয়েছিলাম সেগুলো আজ এপ্রুভাল পেয়েছি এখন শুধু পালা ভিসা স্ট্যাম্পিং এগুলো হয়তো ১০ থেকে ১৫ দিনে সম্পূর্ণ করা যাবে পরবর্তীতে আপডেট জানাবো!
বর্তমানে সার্বিয়া ভালো কাজ হচ্ছে এপ্রুভাল ও খুব দ্রুত আসতেছে আপনারা চাইলে বাংলাদেশে যারা আছেন এই সুবর্ণ সুযোগ বাংলাদেশ থেকে সার্বিয়া কাজে লাগাতে পারেন তাহলে হয়তো ভাগ্য পরিবর্তন হবে আশা করা যায়"আমরা সার্বিয়া কিছু এপ্রুভাল পাইছি এখনো কোম্পানিকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করিনি সেজন্য এই এপ্রুভাল ডকুমেন্টগুলো হাতে পায়নি হয়তো কিছুদিনের মধ্যে আমরা পাবো বলে আশা করছি!