25/05/2021
💚 ❤️ কুমিল্লায় কবি তীর্থ নজরুল নিদর্শন 💚 ❤️
কবি কাজী নজরুল ইসলামের দীপ্ত পদচারণা কুমিল্লাকে করেছে মহিমান্বিত। কুমিল্লার আনাচে-কানাচে রয়েছে অসংখ্য নজরুল নিদর্শন। যা কুমিল্লাকে সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ করেছে বাংলার সাহিত্য-সংস্কৃতি-ইতিহাসকে। উনিশ’শ চব্বিশ সাল পর্যন্ত কবি পাঁচ বার কুমিল্লায় আসেন। এ পাঁচ বারে তিনি এগারো মাসের বেশি সময় কাটান কুমিল্লা শহর ও জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে।
কবি তীর্থ দৌলতপুর জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতি বিজড়িত স্থান। জাতীয় কবি কাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী নার্গিস এর স্মৃতি বিজড়িত স্থান কবি তীর্থ দৌলতপুর। উনিশ’শ একুশ সালে নজরুল ইসলাম কুমিল্লা হয়ে মুরাদনগরের দৌলতপুরে আসেন এবং একাত্তর দিন অবস্থান করেন। নজরুল দৌলতপুরে বসেই একশত ষাটটি গান এবং একশত বিশটি কবিতা রচনা করেন। উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে, বেদনা-অভিমান, অবেলা, অনাদৃতা, পথিক প্রিয়া, বিদায় বেলা প্রভৃতি। যার কারণে এ দৌলতপুরটি নজরুল সান্নিধ্যে এসে বিখ্যাত হয়ে রয়েছে কুমিল্লার ইতিহাসে। আর সেই কারণে পর্যটকদেরও কুমিল্লার নজরুল স্মৃতি বিজড়িত স্থানগুলোসহ মুরাদনগরের দৌলতপুরে আনাগোনা থাকে সারা বছর জুড়েই, যা চোখে পড়ার মতো।
কুমিল্লায় কবির প্রথম আগমন ঘটে মুরাদনগর উপজেলার এই দৌলতপুর গ্রামে। দৌলতপুরে যেখানে নজরুল প্রথম আগমণ করেন বাড়িটি ছিল তাঁর ভক্ত আলী আকবর খানের। কবি আলী আকবর খানের বোনের মেয়ে সৈয়দা নার্গিস আরা খানমকে একই বছরের সতেরো জুন তাঁর প্রথম বিয়ে বন্ধনে আবদ্ধ হন। কিন্তু অজ্ঞাত কারণে কবি বাসর রাতেই দৌলতপুর ছেড়ে কুমিল্লা শহরে চলে আসেন। শহরে তিনি ইন্দুকুমার সেনের বাসায় অবস্থানকালে তার ভ্রাতৃজয়া গিরিলা দেবীর একমাত্র কন্যা আশালতা সেন গুপ্তা ওরফে প্রমীলার সঙ্গে পরিচয় হয় এবং উনিশ’শ চব্বিশ সালের পঁচিশ এপ্রিল কলকাতায় তাদের বিয়ে হয়।
প্রমীলা দেবীর বাড়ি ধর্মসাগরের পশ্চিম পাড়ে। কবিতা ও গানের আসর, ঝাউতলায় গ্রেফতার হওয়া, বসন্ত স্মৃতি পাঠাগার, নানুয়া দীঘির পাড়, দারোগা বাড়ি, ইউছুফ স্কুল রোড, মহেশাঙ্গন, কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন ও মাঠ, দক্ষিণ চর্থায় শচীন দেব বর্মনের বাড়ি, নবাব বাড়ি, ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি, নজরুল এ্যাভিনিউ, ঝাউতলা, রানীর দীঘির পাড়, ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক ক্যাম্পাস, রেলস্টেশন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং মুরাদনগরের দৌলতপুরসহ অসংখ্য স্থানে কবির স্মৃতিচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
উনিশ’শ বাষট্টি সালে কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক কান্দিরপাড়-ধর্মপুর রেলস্টেশন সড়কের নামকরণ করেন নজরুল এ্যাভিনিউ। কুমিল্লায় নজরুল স্মৃতি রক্ষায় অতি সম্প্রতি বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে ধর্মসাগরের উত্তর পাড়ে রাণির কুটি সংলগ্ন নজরুল ইন্সটিটিউট কেন্দ্র নামে একটি আধুনিক মিলনায়তন ও নজরুল গবেষণা কেন্দ্র।