Rabeya Akter

Rabeya Akter Assalamu alikum!This is Rabeya Akter. Welcome to my page.I am sarted anew,i hope you will support me.
(4)

আজ  আমার রুমে কে যেন দরজা ভেঙ্গে ঢুকে আমার Mobile phone,Taka নিয়ে গেছে 😭😭কিন্তু দুর্ভাগ্যবশত!!!!! বেচারা তার মোবাইল টি ট...
07/05/2025

আজ আমার রুমে কে যেন দরজা ভেঙ্গে ঢুকে আমার Mobile phone,Taka নিয়ে গেছে 😭😭
কিন্তু দুর্ভাগ্যবশত!!!!! বেচারা তার মোবাইল টি টেবিলের উপরে রেখে গেছে 🤣এতো কষ্টের মধ্যেও হাসছি। কারণ, আমি জানি সে কে! 🙄🙄
কিন্তু লজ্জায় কিছু বলতেও পারছি না! 😪
আমি তার ফেসবুক আইডির লিঙ্ক সহ দিলাম।
সবাই লিংকে ক্লিক করবেন!
মাথায় আকাশ ভেঙে পড়তে পারে😫
https://www.facebook.com/profile.php

নরম পেলে কিছু মানুষ যেভাবে ঘাড়ের উপর চেপে বসে 💔💯
16/04/2025

নরম পেলে কিছু মানুষ যেভাবে ঘাড়ের উপর চেপে বসে 💔💯

নিজেকে যখন অনেক বড় মনে করবেন '' তখন বুঝে নিবেন, সূর্য ডুবে যাচ্ছে।
29/03/2025

নিজেকে যখন অনেক বড় মনে করবেন '' তখন বুঝে নিবেন, সূর্য ডুবে যাচ্ছে।

বয়স রাখলাম সিন্দুকেযে যাই বলুক নিন্দুকে!মন আমাদের ঊনিশ কুড়ি মাটিতে পা আকাশে উড়ি…!😁😁
23/03/2025

বয়স রাখলাম সিন্দুকে
যে যাই বলুক নিন্দুকে!

মন আমাদের ঊনিশ কুড়ি
মাটিতে পা আকাশে উড়ি…!
😁😁

19/03/2025

আসসালামু আলাইকুম

আমি অবহেলা সইতে পারি নাহ্, অবহেলার ছোয়া গায়ে লাগলেই আমার অসুখ আসে,শ্বাসকষ্ট হয়!!"💔😅
31/01/2025

আমি অবহেলা সইতে পারি নাহ্, অবহেলার ছোয়া গায়ে লাগলেই আমার অসুখ আসে,শ্বাসকষ্ট হয়!!"💔😅

—'আয়না দেখার বাহানা'য় !প্রতি নিয়ত দেখে আসি নিজে'র হতভাগা মুখ;)💔🙏🏻😅
10/11/2024

—'আয়না দেখার বাহানা'য় !প্রতি নিয়ত
দেখে আসি নিজে'র হতভাগা মুখ;)💔🙏🏻😅

07/11/2024

🌸 মৃত্যুর পরও সাওয়াব পাওয়ার কিছু উপায়!

১। কাউকে কুরআন হাদিয়া দিন সে যতবার পাঠ করবে সেখান থেকে আপনি সাওয়াব পেতে থাকবেন।

২। একটি হুইল চেয়ার হাসপাতালে দিন, প্রতিবার ব্যবহারের জন্য সাওয়াব পেতে থাকবেন।

৩। মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন। মুসল্লীরা যতদিন নামাজ পড়বে ততদিন সেখান থেকে আপনি নেকি পেতে থাকবেন।

৪। গাছ লাগান, যখনই কেউ গাছটি থেকে উপকার পাবে তখনই আপনিও সেখান থেকে সাওয়াব পাবেন।

৫। কাউকে জায়নামাজ হাদিয়া দিন, যতদিন এই জায়নামাজে সালাত পড়বে আপনিও সাওয়াব পেতে থাকবেন।

৬। কল স্থাপন করে দিন, যতদিন পানি পান করবে আপনিও সাওয়াব পেতে থাকবেন।

৭। মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া।

৮। কাউকে ইসলামিক বই হাদিয়া দেওয়া।

৯। কাউকে কোনো সহিহ আমল শেখানো। যতদিন সে তা আমল করবে ততদিন আপনিও সাওয়াব পেতে থাকবেন।আবার তার মাধ্যমে অন্য কেউ ওই আমল শিখলে তার নেকিও আপনি পেতে থাকবেন। এভাবে আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আপনার নেকি প্রসারিত হতে পারে।

৭। সব থেকে বড় উপায় হলো তথ্যটি শেয়ার করুন, কেউ এটি দেখে যদি উপরের যে কোনো একটি করে তবে আপনিও নেকি পাবেন ইন শা আল্লাহ্

ছোট ছোট সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন, যা আপনার মৃত্যুর পরও নেকি পৌঁছাতে থাকবে আপনার আমল নামায়। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তবে চালু থাকবে আপনার সাদকায়ে জারিয়ার নেকি। সুবহান‌আল্লাহ।

🌸"যে ব্যাক্তি মানুষকে নেক কাজে দাওয়াত দিবে, সেও আমলকারীর সমান নেকী পাবে"।

--(সহীহ মুসলিম - ৬৯৮০) 🌿

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমীন ইয়া রাব্বুল আ'লামিন 🖤🌸

যে অবস্থায় আছি,“বেচেঁ” থাকার ‘ইচ্ছে'টাও নেই  এখন “আমার”..!😅💔
04/11/2024

যে অবস্থায় আছি,“বেচেঁ” থাকার ‘ইচ্ছে'টাও নেই এখন “আমার”..!

😅💔

বাবার বাড়ি গায়ে....                     শশুর বাড়ি ঐ-তোমার বাড়ি কই গো নারী-                       -তোমার বাড়ি কই-?সা...
04/11/2024

বাবার বাড়ি গায়ে....
শশুর বাড়ি ঐ
-তোমার বাড়ি কই গো নারী-
-তোমার বাড়ি কই-?

সারা জীবন ভাত রাদিলি
পরের হাড়িতে,
আপন ভেবে বাস করিলি
পরের বাড়িতে....!

যেমন পরের ঘরে বেঁধে বাসা
বাস করে চড়ুই
তোমার বাড়ি কই গো নারী""
তোমার বাড়ি কই?

শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে
-যৌবন কাটে স্বামীর সাথে শশুরালয়ে-

বৃদ্ধকালে আশ্রয় নেই আর
- বৃদ্ধাশ্রমে রই-
তোমার বাড়ি কই গো নারী
""তোমার বাড়ি কই""?

তোমাকে যতটা গুরত্ব দিয়েছি, তার এক অংশ গুরত্ব যদি নিজেকে দিতাম তবে আজ তোমার কাছে নষ্ট ঘড়ি বা পুরাতন ক্যালেন্ডারের মতো পড়ে...
03/11/2024

তোমাকে যতটা গুরত্ব দিয়েছি,
তার এক অংশ গুরত্ব যদি নিজেকে দিতাম তবে আজ তোমার কাছে নষ্ট ঘড়ি বা পুরাতন ক্যালেন্ডারের মতো পড়ে থাকতে হতো না।
তোমাকে যতটা বিশ্বাস করেছি
তার এক বিন্দু পরিমান বিশ্বাস যদি নিজের প্রতি থাকতো - তুমি বিশ্বাস ভাঙতেই পারো, তবে আজ আমাকে বিশ্বাস শব্দটাই ভয় পেতে হতো না।

তোমাকে যতটা চেয়েছি,
তার এক ভাগ যদি নিজের জন্য নিজেকে চাইতাম তবে আজ তোমার কাছে আমাকে হারাতে হতো না।
তোমাকে যতটা অধিকার দিয়েছি,
তার কিছুটা অধিকার যদি নিজের জন্য জমায়ে রাখতাম, তবে আজ তোমার অবহেলা আমাকে ছুঁইতে পারতো না।

অবহেলা করে গেলে তো যাও
তুমিও কারো না কারো এক বুক অবহেলা নিয়ে ঠিক ফিরবে।
Cp

Address

Cumilla

Telephone

+19397364680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabeya Akter:

Share