Crush & Confessions Of C.P.I

Crush & Confessions Of  C.P.I শুধুমাত্র কু.প.ই কেম্পাস অন্তর্ভুক্ত কনফেশন পেইজ শেয়ার করে থাকে!

Following the RULES:-

Crush & Confession of C.P.I পেইজে আপনাদের স্বাগতম।
পেইজের কিছু রুলস রয়েছে,সেগুলো তুলে ধরা হলঃ-

১.কনফেশন পাঠানোর সময় ক্রাসের নাম,,কলেজ (শুধুমাত্র কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিতর সীমাবদ্ধ) ইত্যাদির সম্পূর্ণ তথ্য দিবেন।তথ্য না জানলে ভুল তথ্য দিবেন না,এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।আর কনফেশন অবশ্যই পেইজের ইনবক্সে পাঠাবেন।টাইমলাইনে নয়।

২.কনফেশন অবশ্যই রিয়েল আইডি থেকে দ

িতে হবে।ফেইক আইডির কোনো পোস্ট গ্রহনযোগ্য না।।নতুন আইডি,এটা অন্য আইডি,সিকিউরিটি প্রবলেম তাই রিয়েল আইডি থেকে দিতে পারছি না এগুলা বলে লাভ নেই,পোস্ট করা হবে না।

৩.কনফেশন কারীর নাম সম্পূর্ণ গোপন থাকবে।তাই কেউ জিজ্ঞাস করবেন না কে অমুক পোস্ট করছে।নাম প্রকাশ কখনো হবে না।সেই ভরসা রাখতে পারলেই মেসেজ দিবেন।

৪.এডমিন দের নাম জানতে চাইবেন না অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে চাইবেন না।সময় হলে আমরাই জানাবো।

৫.কনফেশনে পরিচিত কারো নাম আসলে তাকে মেনশন করতে পারেন,শেয়ার করতে পারেন।তাহলেই পেইজ এর সার্থকতা রক্ষা হবে।

৬.কমেন্ট করুন,মজা করুন কিন্তু কোনো পারসোনাল হ্যারাসমেন্ট করবেন না।বাজে কমেন্টের কারণে ব্যান করা হতে পারে।

৭.কনফেশন নিয়ে সমস্যা থাকলে এডমিন কে জানাবেন,এর জন্য এডমিন সর্বদা সাহায্যে প্রস্তুত।

৮.ছবি দিয়ে কনফেশন দেওয়া যাবে,এতে অন্যের প্রাইভেসি নষ্ট যেন না হয়।

৯. প্রতিদিন সর্বোচ্চ একটি কনফেশন পোষ্ট করা হবে, সুতরাং অযথা কেও কনফেশন পাঠিয়ে আপনাদের সময় অনুযায়ী পোষ্ট করার জন্য বার বার মেসেস করবেন না।

কনফেশন দিলে সেটা সময়মত পোস্ট করা হবে,এর জন্য বারেবারে মেসেজ দিয়ে বলতে হবে না।আমরাই সময়মত পোস্ট করে দিব।কিন্তু যদি দেখেন পোস্ট করা হয় নি তাহলে আমাদের জানাবেন।

১০.ফেইক আইডি থেকে পোস্ট,ছেলে হয়ে ছেলের নামে অথবা মেয়ে হয়ে মেয়ের নামে পোস্ট করলে বা পোস্ট করার জন্য অনুরোধ করলে তা গ্রহন যোগ্য হবে না।আর বেশি জোরাজুরি করলে আমরা সেই মেসেজের স্ক্রিনসট নিয়ে পেইজে আপ্লোড দিয়ে দিব,তখন নিজেই বুঝবেন ঠেলা।

অবশেষে একটা কথা,পেইজটি সম্পূর্ণ মজার জন্য,এটাকে মজা হিসেবেই নিন।বিনোদনকে কলুষিত করবেন না।
ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য!

23/02/2025

ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে ও যেতে হয় ! হ্যাঁ , এটা স্বার্থপরতা নয় ! যদি আপনার পরিবার নিজের সন্তানের সুখের থেকে নিজেদের মান - সম্মান'কে বেশি মূল্যবান ভাবে , তাহলে দুঃখিত আপনার পরিবারই উল্টো স্বার্থপর ! নিজের জন্য বাঁচতে শিখুন , অন্যকে খুশি করার জন্য নয় ! নাহলে আজ থেকে ৬০ বছর পর একা একটি রুমে বসে ভাববেন ' নিজের জন্য বাঁচলাম কই ' আপনার ভালোবাসা আপনার ভুল নয় ! আপনার ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার অধিকার আপনার আছে ! যদি আপনার এই সঠিক সিদ্ধান্তের জন্য যদি আপনার পরিবারও কষ্ট পায় , তাহলে পেতে দিন ! ভালোবাসলে লড়াই করতে হয় । যদি এই লড়াই করার সাহস আপনার না থাকে তাহলে দয়া করে কোনোদিনও কাউকে ভালোবাসবেন না ! দয়া করে পরিবারের অজুহাত দিয়ে নিজের ভালোবাসার মানুষকে কাঁদাবেন না!🖤
সাফায়েত সাইমন

From: চেনা কিন্তু তবু অচেনা  To: Mr.Talukderআপনি করে বলি,কেমন🤭 আপনাকে প্রথম দেখেছিলাম কামরুল স্যার এর গ্রুপ এ। তখন তেমন ...
21/02/2025

From: চেনা কিন্তু তবু অচেনা
To: Mr.Talukder
আপনি করে বলি,কেমন🤭 আপনাকে প্রথম দেখেছিলাম কামরুল স্যার এর গ্রুপ এ। তখন তেমন একটা খেয়াল করিনি প্রথমে ভেবেছিলাম আপনি হয়তো সিনিয়র হবেন কিন্তু পরে দেখি আমি ভুল ছিলাম তারপর আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আপনি ২ দিন পর এক্সেপ্ট করলেন। তারপর থেকে নিয়মিত আপনার আইডি চেক দেই । আপনার ছবি গুলো কেন জানি খুব ভালোই লাগে তারপর প্রথম আপনাকে দেখি পলিটেকনিক এর মসজিদ থেকে বের হচ্ছেন আমি তখন হোষ্টেল এ যাচ্ছিলাম আপনাকে হঠাৎ দেখে আমি একদম স্তব্ধ হয়ে পরে পাস কাটিয়ে চলে যাই । তারপর থেকেই আরো বেশি ভালো লাগা কাজ করা শুরু হয় আপনার ব্যাপারে একটু খোঁজ খবর নেই অনেক পজিটিভ কথা জানতে পারি যেগুলো কিনা আপনার প্রতি আমার অনেক বেশি ইন্টারেস্ট বাড়িয়ে দেয় 🤭 তারপর ঐদিন পিঠা উৎসবে আপনাকে দেখি কম্পিউটার ডিপার্টমেন্টের স্টল এর সামনে দাঁড়িয়ে আছেন একটা পাঞ্জাবি পড়ে এসেছিলেন মাশাল্লাহ পাঞ্জাবিতে আপনাকে অনেক মানিয়েছে। সত্যি বলতে গেলে কখনো কোন ছেলেকে এতো টা ভালো লাগেনি যতটা আপনাকে লেগেছে।
জানিনা কখনো সামনাসামনি আপনাকে মনের কথাগুলো বলতে পারব কিনা তাই আজ কনফেশনের মাধ্যমে জানিয়ে দিলাম। যদি মনে করেন আমার সাথে কথা বলবেন তাহলে এডমিনকে অবশ্যই বলবেন সে আমার আইডি দিয়ে দিবে ভালো থাকবেন দোয়া করি আল্লাহ যেন আপনার সব মনের আশা পূরণ করে।

মধ্যরাতে ভাঙ্গা মনে,

বেজে উঠে স্মৃতি।

বৃষ্টি এসে দুঃখ কমায়,

ভেজা চোখগুলোকে দিয়ে বিরতি
একটা ছোট্ট কবিতা বললাম এখানে আমরা ভিতরে অবস্থা

  :155 আসসালামুয়ালাইকুম আশা করি ভালো আছেন। আমি আপনাকে পছন্দ করি । আপনি আমাকে দেখেন‌ আপনি জানেন আমি আপনাকে পছন্দ করি তাও...
15/02/2025

:155

আসসালামুয়ালাইকুম আশা করি ভালো আছেন। আমি আপনাকে পছন্দ করি । আপনি আমাকে দেখেন‌ আপনি জানেন আমি আপনাকে পছন্দ করি তাও আপনি অন্য একটা মেয়ের মায়ায় জড়িয়ে আছেন । আপনার কখনো যদি মনে করেন আমি আপনার জন্য বেটার তাহলে আমার কাছে ফিরে আসবেন।😅

From : Tumar na china akjon To : Al Hasan🎀  কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আসলে সত্য কথা বলতে আমি ঘুরে বেচে কথ...
14/02/2025

From : Tumar na china akjon

To : Al Hasan🎀

কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আসলে সত্য কথা বলতে আমি ঘুরে বেচে কথা বলতে পারিনা এন্ড তোমাকে যখন কুমিল্লা পলিটেকনিকে দেখেছিলাম তখন দেখি তোমাকে ভালোলাগা শুরু এন্ড এখনো তোমাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখি আমি অবশ্য মর্নিং শিপ্র হলেও তিনটা পর্যন্ত ক্যাম্পাসে থাকি শুধু তোমাকে একটা বার দেখার জন্য 🥺বাট তুমি অনেক মিস করো ক্লাস ফাঁকি দাও এই জিনিসটা আমার ভালো লাগেনা আশা করি আর ক্লাস মেজ দিবানা এবং প্রতিদিন ক্লাসে আসবা ভালো থেকো এন্ড তোমার প্রোফাইল পিকটা আমার কাছে অনেক সুন্দর লাগছে কিন্তু সেভ করতে পারিনা 😔 এন্ড তোমার সাথে ফেসবুকে এড থাকলেও কখনো কথা হয়না আমি পারলে তোমাকে এই কথাগুলো সরাসরি বলতে পারতাম বাট বলি না কারণ যদি কিছু মনে করো এন্ড পারলে আমাকে খুঁজে নিও

ইতি তোমার ফেসবুক ফ্রেন্ড

From:- tumar campus ar kw akjon 👀To: Junior Nafsun 🤭আসলে কিভাবে বলবো বুঝতেছিনা তোমাকে আমি প্রথম দেখেছিলাম যখন প্রথম সেমি...
13/02/2025

From:- tumar campus ar kw akjon 👀
To: Junior Nafsun 🤭

আসলে কিভাবে বলবো বুঝতেছিনা তোমাকে আমি প্রথম দেখেছিলাম যখন প্রথম সেমিস্টারের সবাই ভর্তি হবার সময় অডিটরিয়াম রোমে আমি তখন ওই রুমে ছিলাম আমার একটা কাজে ক্যাম্পাসে এসেছিলাম 🫠তখন পরিবেশটা ছিল বর্ষার মৌসুম বৃষ্টি ঝুম বৃষ্টি তখন দেখলাম তুমি আমার সামনে দিয়ে তোমার কিছু ফ্রেন্ডরা মিলে অডিটোরিয়াম রুমের দিকে যাচ্ছিলে তখনই আমি তোমাকে দেখেছিলাম এন্ড তখন থেকেই ভালোলাগা শুরু কখনো আমি কাউকে এতটা ভালো লাগেনি,🙂🙂তুমি যখন আমার সামনে দিয়ে গিয়েছিলে তখন আমি তোমার পিছন পিছন অডিটোরিয়াম রুমে গিয়েছিলাম এবং তোমার একটা ছবি তুললাম এরপর তুমি তোমার কাজ শেষ করে বাসায় চলে গেলে তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল কবে ক্যাম্পাস খুলবে এবং তোমাকে সরাসরি দেখতে পাব 🙃 এইতো গত ৯ তারিখে তোমাকে দেখলাম মাঠ এর ওইদিকে বসে ছিলা তোমার সামনে দিয়ে চার পাঁচ বার হেঁটে চলে গেলাম একটিবারও দেখেলে না 😑এন্ড তোমাকে ফেসবুকে অ্যাড পাঠিয়েছিলাম অনেক আগে এখনো একসেপ্ট করো নাই 🫠আমি কথাগুলো সরাসরি বলতে চাইছিলাম বাট বলবো না খুঁজে নিও তুমি এন্ড সময় পাইলে ফেসবুকে এড একসেপ্ট কইরো 🥹 এড না থাকার কারণে তোমার ছবি পাই নাই তাই প্রোফাইল ছবি তাই দিয়ে দিলাম অবশ্যই তোমার সব ছবি এমনিতেই আমার অনেক ভালো লাগে 😌ভালো থেকো জুনিয়র যত্ন নিও নিজের 🤍

ইতি তোমার ক্যাম্পাসের একজন আপু 🤭

From: সিনিয়র আপু🫴💖To:Md Toha আমি কখনো এসব কনফেশন দেই নি তাই জানিনা কিভাবে লিখতে হয়।আজই প্রথম। একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে...
13/02/2025

From: সিনিয়র আপু🫴💖
To:Md Toha
আমি কখনো এসব কনফেশন দেই নি তাই জানিনা কিভাবে লিখতে হয়।আজই প্রথম।
একটা মেয়ে একটা ছেলেকে নিয়ে কনফেশন দেয় ব্যাপারটা অদ্ভুদ না?..আমার তোমাকে প্রথম থেকেই ভালো লাগে।এইটা তোমার জিবনের নতুন একটা অধ্যায়. কারন তুমি এখন প্রথম সেমিস্টার এ। কিন্তু এখন মনে হচ্ছে ভালো লাগা টা আস্তে আস্তে তার থেকেও বেশি কিছু হয়ে গেছে।অন্যরকম কিছু অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে। লাস্ট বেশ কিছুদিন ধরে তোমাকে বেশি বেশিই মনে পড়ছে,একটু বেশিই ভাবছি তোমার কথা। সামনে গিয়ে মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু ভয়ে কথা বলতে পারি না। আমি তোমার সাথে কোন রিলেশন বা প্রপোজ করার জন্য এসব জানায় নি। আমার মনে হওয়া গুলো শুধু জানালাম তোমাকে। আমি জানি যে কথাগুলো তোমাকে কখনো সামনাসামনি বলতে পারবো না। দূর থেকে আমি তোমাকে সবসময় দেখি।সবার সাথে হাসি মুখে কথা বলো এই জিনিস টা অনেক ভালো লাগে আমার কাছে।আর তোমার হাসিটা অনেক সুন্দর।

From: তোমার সিনিয়র আপু💗🤧

প্রিয় [জিহাদুল],আমি জানি না তোমাকে এটা কিভাবে বলবো, কিন্তু আমি তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার ভেতরে অন্যরকম একটা অনুভূ...
12/02/2025

প্রিয় [জিহাদুল],
আমি জানি না তোমাকে এটা কিভাবে বলবো, কিন্তু আমি তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার ভেতরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আমি তোমাকে যখন প্রথম দেখি, তখন মনে হয়েছিল যেন সময় থমকে গেছে। তোমার হাসি, তোমার কথা বলার ধরন, সবকিছুই আমাকে মুগ্ধ করেছে।
আমি হয়তো তোমাকে বেশি দিন ধরে চিনি না, কিন্তু আমার মনে হয় আমি তোমার মধ্যে বিশেষ কিছু দেখেছি। আমি তোমার সাথে কথা বলতে, তোমার সম্পর্কে জানতে চাই। আমি জানতে চাই তোমার স্বপ্নগুলো কি, তোমার পছন্দ-অপছন্দগুলো কি।
আমি জানি এটা বলাটা হয়তো খুব সহজ নয়, কিন্তু আমি তোমাকে সত্যি কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না তুমি আমার সম্পর্কে কি ভাবো, কিন্তু আমি আশা করি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করবে।
ইতি,
[তোমারই প্রেমে মুগ্ধ একজন]

আসসালামুয়ালিকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি যেদিন প্রথম কলেজে যাই তখন আপনাকে আমার ক্লাসের সামনে দেখি, আপনাক...
12/02/2025

আসসালামুয়ালিকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি যেদিন প্রথম কলেজে যাই তখন আপনাকে আমার ক্লাসের সামনে দেখি, আপনাকে তখন আমার এতো ভালো লাগে নি কিন্তু দুই-তিন দিন পর আবার আপনাকে দেখি কলেজে আপনারে। আপনি সিনিয়র মনে হয়েছিল পরে বুঝতে পারলাম আপনি আমার মতো 1st semester আস্তে আস্তে আপনার প্রতি আমার ভালো লাগা কাজ করতে লাগলো। আমি আপনাকে মাঝে মাঝে দেখি আপনি কোনো মেয়েদের দিকে তাকাতে চান না কিন্তু ওইদিন আমার চোখে আপনার চোখ পরতে আপনি চোখ ফিরিয়ে নেন তখন আমার কিছুটা কষ্ট হয় । আমি যখনই আপনাকে দেখি তখন নি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন আপনার সম্পর্কে আমি তেমন কিছু জানি না । অনেক বার ভেবেছিলাম আপনার সামনে যাবো কিন্তু ওই সাহস আমার হয়নি তাই এখানে বল্লাম
ইতি আপনার অজানা ভালোবাসা

To: salman farshihi... আমার বুটকু ক্রাশ তুমি যেদিন তোমার এ হাতির মতো দেহ নিয়ে বাইক চালাছিলে তখন দেখসিলাম 🤫 তোমার গরুর গল...
11/02/2025

To: salman farshi

hi... আমার বুটকু ক্রাশ
তুমি যেদিন তোমার এ হাতির মতো দেহ নিয়ে বাইক চালাছিলে তখন দেখসিলাম 🤫 তোমার গরুর গলায় ভাসন শুনে তোমার উপর প্রথম ক্রাশ খাওয়া🤭🤭
সবাই বলে আমার চয়েজে নাকি দুর্ভিক্ষ পরসে কিন্তু ভালোবাসা ত আর সৌন্দর্য বুজে না 😳 হোক না তোমার হাতির মতো শরীর,, টাক মাথায় অল্প কিছু চুল তারপর ও এ,মন তোমাকেই শুধু দেখতে চায় তোমাকে একটা কথা বলতে চাই তুমি না আর বাইক চালাইও না কারণ তুমি যখন বাইকে উঠো আমার সেই বাইকটার জন্য মায়া হয় কারণ কখন জানি বাস্ট হয়ে যায় বা টায়ার নষ্ট হয়ে যায় তুমি দেখতে যদিও জলহস্তির মতো তারপর ও দিন শেষে তুমি আমার বোটকা ক্রাস

confessionFrom: আপনার অপরিচিত একজন To:Sharear Alam Miraj আপনি যখন প্রথমবার আমাদের ক্লাসে কথা বলতে আসেন তখন আপনাকে দেখেই ...
04/02/2025

confession
From: আপনার অপরিচিত একজন
To:Sharear Alam Miraj

আপনি যখন প্রথমবার আমাদের ক্লাসে কথা বলতে আসেন তখন আপনাকে দেখেই আমার ভালো লেগেছিল। ইচ্ছে করছিলো সরাসরি কিছু বলার কিন্তু আপনাকে দেখে খুব গম্ভীর মনে হয়েছে কিন্তু চত্ত্বরে আপনার হাসি দেখে আমি বুঝতে পারেছি যে আপনি কেমন ।আমি আপনাকে পছন্দ করি এটা আপনাকে জানো প্রয়োজন।

আপনাকে আমি এই কথা গুলো কাছ থেকে বলতে পারতাম কিন্তু আমি বলবো না কারণ আর কিছুদিন দূর থেকেই দেখতে চাই আপনাকে।
সম্ভব হলে আমাকে খুঁজে নিয়েন
ইতি,
আপনাকে নিজের করে নেওয়া অপেক্ষায় একজন।

দুঃখিত আপনার অনুমতি ছাড়া আপনাকে নিয়ে পোস্ট করেছি

To: Adnan Hossain Abir  from: dekhle chinbi hoytoh.Tore tui korei boli nahole tripti mite na...tui onek mishuk,always ha...
02/02/2025

To: Adnan Hossain Abir
from: dekhle chinbi hoytoh.

Tore tui korei boli nahole tripti mite na...tui onek mishuk,always hasi tamasha koroc.then sobar sathei valo bebohar koroc...tore ei jonnoi valo lage mainly but tui meyeder pattai des na mone hoy.nijer clss er meyeder satheo ki kotha kos na naki... ami koyekbar tre ishara deyar try korechi but I failed each time... takas oh nah...eto saw*ya vora vab keno reh... chek khaicoc naki konodin...
kih bolmu ar... amaro sahosh hoy nah tor sathe giye kotha bolteh...
btw tor pic tor FB id theke niyechi... Rqst o diyechilam koykdin age but nec nai...

ar hea tui jevabe vab nes meyeder d**e takasw na. eivabe cholle ajibon single morbi...bujjosh... meyera tore aisha boila jaibo na jeh they like uh... bujjchos...

ইতি:👍🏿

From: yur well-wisherTo : Fahatin Ishraq LabibHey boi I first saw you in that exam hall, I still can't forget you, how b...
01/02/2025

From: yur well-wisher
To : Fahatin Ishraq Labib

Hey boi I first saw you in that exam hall, I still can't forget you, how beautifully you wrote with such attention, I used to stand at the college gate for you, how beautifully you smoked, I also used to dream about you! But I was afraid that you were a senior, I haven't seen you since 22, but on your last day I saw you entering college with a girlfriend, I thought it was my mistake, because I can't tell you about my love, maybe I still scroll through your profile, one day I will suddenly send you a message and say I love you dear

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confessions Of C.P.I posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share