Following the RULES:-
Crush & Confession of C.P.I পেইজে আপনাদের স্বাগতম।
পেইজের কিছু রুলস রয়েছে,সেগুলো তুলে ধরা হলঃ-
১.কনফেশন পাঠানোর সময় ক্রাসের নাম,,কলেজ (শুধুমাত্র কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিতর সীমাবদ্ধ) ইত্যাদির সম্পূর্ণ তথ্য দিবেন।তথ্য না জানলে ভুল তথ্য দিবেন না,এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।আর কনফেশন অবশ্যই পেইজের ইনবক্সে পাঠাবেন।টাইমলাইনে নয়।
২.কনফেশন অবশ্যই রিয়েল আইডি থেকে দ
িতে হবে।ফেইক আইডির কোনো পোস্ট গ্রহনযোগ্য না।।নতুন আইডি,এটা অন্য আইডি,সিকিউরিটি প্রবলেম তাই রিয়েল আইডি থেকে দিতে পারছি না এগুলা বলে লাভ নেই,পোস্ট করা হবে না।
৩.কনফেশন কারীর নাম সম্পূর্ণ গোপন থাকবে।তাই কেউ জিজ্ঞাস করবেন না কে অমুক পোস্ট করছে।নাম প্রকাশ কখনো হবে না।সেই ভরসা রাখতে পারলেই মেসেজ দিবেন।
৪.এডমিন দের নাম জানতে চাইবেন না অথবা তাদের সম্পর্কে কোনো তথ্য জানতে চাইবেন না।সময় হলে আমরাই জানাবো।
৫.কনফেশনে পরিচিত কারো নাম আসলে তাকে মেনশন করতে পারেন,শেয়ার করতে পারেন।তাহলেই পেইজ এর সার্থকতা রক্ষা হবে।
৬.কমেন্ট করুন,মজা করুন কিন্তু কোনো পারসোনাল হ্যারাসমেন্ট করবেন না।বাজে কমেন্টের কারণে ব্যান করা হতে পারে।
৭.কনফেশন নিয়ে সমস্যা থাকলে এডমিন কে জানাবেন,এর জন্য এডমিন সর্বদা সাহায্যে প্রস্তুত।
৮.ছবি দিয়ে কনফেশন দেওয়া যাবে,এতে অন্যের প্রাইভেসি নষ্ট যেন না হয়।
৯. প্রতিদিন সর্বোচ্চ একটি কনফেশন পোষ্ট করা হবে, সুতরাং অযথা কেও কনফেশন পাঠিয়ে আপনাদের সময় অনুযায়ী পোষ্ট করার জন্য বার বার মেসেস করবেন না।
কনফেশন দিলে সেটা সময়মত পোস্ট করা হবে,এর জন্য বারেবারে মেসেজ দিয়ে বলতে হবে না।আমরাই সময়মত পোস্ট করে দিব।কিন্তু যদি দেখেন পোস্ট করা হয় নি তাহলে আমাদের জানাবেন।
১০.ফেইক আইডি থেকে পোস্ট,ছেলে হয়ে ছেলের নামে অথবা মেয়ে হয়ে মেয়ের নামে পোস্ট করলে বা পোস্ট করার জন্য অনুরোধ করলে তা গ্রহন যোগ্য হবে না।আর বেশি জোরাজুরি করলে আমরা সেই মেসেজের স্ক্রিনসট নিয়ে পেইজে আপ্লোড দিয়ে দিব,তখন নিজেই বুঝবেন ঠেলা।
অবশেষে একটা কথা,পেইজটি সম্পূর্ণ মজার জন্য,এটাকে মজা হিসেবেই নিন।বিনোদনকে কলুষিত করবেন না।
ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য!