ফাইনাল টাচ পাবলিকেশন্স

ফাইনাল টাচ পাবলিকেশন্স প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বল্প সময়ে প্রস্তুতির জন্য

ফাইনাল টাচ পাবলিকেশন্স - কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে পূর্ণাঙ্গ এবং কার্যকর গাইড!

আমাদের "ফাইনাল টাচ" বি ইউনিটের বইটি বিশেষভাবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই বইটি শুধুমাত্র একটি প্রস্তুতিমূলক বই নয়, বরং এটি আপনার পরীক্ষার সঠিক দিকনির্দেশনা

এবং সফলতার গ্যারান্টি!

বইটির বৈশিষ্ট্যসমূহ: ১. ভর্তি নির্দেশিকা: পরীক্ষার সমস্ত প্রয়োজনীয় তথ্য, নিয়মাবলী এবং নির্দেশিকা। ২. বিগত বছরের প্রশ্নসহ সমাধান: অতীতের প্রশ্নের বিশ্লেষণসহ সমাধান যা আপনাকে পরীক্ষার প্রকৃতি বুঝতে সাহায্য করবে। ৩. বাংলা, ইংরেজি, জিকে ও মৌলিক জিকে: গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ আকারে সাজেশন, যা পড়লেই পরীক্ষায় সফল হওয়া সম্ভব! ৪. মডেল টেস্ট: বি ইউনিট ও সি ইউনিটের মানবন্টন অনুযায়ী মডেল টেস্ট, যা পরীক্ষার জন্য আপনাকে পুরোপুরি প্রস্তুত করবে।

বইটির দাম ২০০৳ এবং এটি দেশের প্রধান লাইব্রেরি এবং বইয়ের দোকানে পাওয়া যাবে, যেমন:

ঢাকা ফার্মগেট ইউসিসি লাইব্রেরি
ঢাকা নীলক্ষেত
সাভার, নবীনগর, পল্লিবিদ্যুৎ এর বন্ধন লাইব্রেরী
কুমিল্লা জিলা স্কুল রোডস্থ রফিক গ্রন্থাগার ও আবাবিল লাইব্রেরি

ফাইনাল টাচ আপনার পরীক্ষার প্রস্তুতিকে সহজ, কার্যকর এবং সফল করে তুলবে! এখনই আমাদের বইটি সংগ্রহ করুন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্যের পথ চলুন।

পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে,  সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আরআই এসব রেডিওল...
25/08/2025

পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট সেবা বেশ আগেই চালু হয়েছে, সম্প্রতি আলট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান, এম আরআই এসব রেডিওলোজী সার্ভিসের সিরয়াল অনলাইনে শুরু হয়েছে, ঝামেলা এড়াতে অনলাইনে এসব পরীক্ষার সিরিয়াল নিতে পারেন, নীচে দুটি লিংক দিয়ে রাখলাম।

বিএমইউ হাসপাতালে সকালের আউটডোর টিকেট Online বুকিং লিংক-
appointment.bmu.ac.bd/ticketing

রেডিওলজি সেবা ( X-Ray, MRI, CT Scan, Ultrasound (USG), Contrast X-Ray) এর Online সিরিয়াল লিংকঃ
appointment.bmu.ac.bd/radiology_ticketing



#হাসপাতাল #আউটডোর #অনলাইনঅ্যাপয়েন্টমেন্ট #সিটিস্ক্যান #আল্ট্রাসনোগ্রাম #এক্সরে #রোগীবান্ধবসেবা #স্বাস্থ্যসেবা

25/08/2025

মাঝেমধ্যে এমন ভাবনা আসে না?

আমি তো এত চেষ্টা করেছি, এত দোয়া করেছি, তবুও কেনো এটা পেলাম না? ফ্যাক্ট হলো, আমাদের যা চাই আর আমাদের যা দরকার—তার মধ্যে বিস্তর পার্থক্য আছে। আমি এটা খুব স্ট্রং ভাবে বিশ্বাস করি, তাতে করে কখনো হতাশ হতে হয় না।

আমরা যা চাই, সেটা আমাদের দৃষ্টিতে ভালো মনে হয়। কিন্তু আল্লাহ আমাদের জন্য যা ঠিক করেন, সেটাই আসল কল্যাণকর। অনেক সময় সেটা আমাদের ইচ্ছার সাথে না মিললেও, পরে বুঝি—আল্লাহর সিদ্ধান্তই ছিল সবচেয়ে ভালো।

আমাদের চোখ সীমিত, জ্ঞান সীমিত।
কিন্তু আল্লাহর দৃষ্টি অসীম, পরিকল্পনা নিখুঁত।

25/08/2025

রূপে নয়, গুণে নয়, বয়সেও নয়, প্রকৃত মানুষ তো হয় মনুষ্যত্বে!

রংপুর কারমাইকেল কলেজের প্রধান গেট নতুনভাবে নির্মাণের জন্য এই দৃষ্টিনন্দন নকশাটি চূড়ান্ত হয়েছে?ফেসবুক জুড়ে এমনটা দেখছি!
25/08/2025

রংপুর কারমাইকেল কলেজের প্রধান গেট নতুনভাবে নির্মাণের জন্য এই দৃষ্টিনন্দন নকশাটি চূড়ান্ত হয়েছে?

ফেসবুক জুড়ে এমনটা দেখছি!

সাপের এন্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই। তাই সাপ চেনা জরুরী না৷ ওঝার কাছে না ...
24/08/2025

সাপের এন্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই।
তাই সাপ চেনা জরুরী না৷ ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরী।

( বাংলাদেশে মোট ৪ প্রকার বিষধর সাপের কামড় লক্ষ্য করা যায়।
১.পদ্ম গোখরা ( নিউরোটক্সিন)
২.খয়া গোখরা ( নিউরোটক্সিন)
৩. কালাচ ( নিউরোটক্সিন)
৪. রাসেলস ভাইপার ( হেমোটক্সিন)

এই চার প্রকার সাপের ভেনম সংগ্রহ করে একসাথে এন্টিভেনম তৈরি করা হয়৷ সুতরাং, আপনাকে যে সাপেই কামড় দিক,ওষুধ একই।

উপরের চারটি সাপ বাদেও আমাদের দেশে শঙ্খচূর নামে ( ব্রান্ডেড ক্রেইট) কালো হলুদ ব্রান্ড করা একটা সাপ পাওয়া যায় যেটা মারাত্মক বিষধর। কিন্তু এযাবৎকালে এই সাপের কামড়ের কোন নজির নেই৷ এটা কাউকে কামড় দেয় না।

* সাপে কামড় দিলে হাত পায়ে বা শরীরের যেকোন স্থানে বাধন দেওয়ার কোন প্রয়োজন নেই৷ এতে উপকার হয় ই না,বরং আপনার বাধন দেওয়া অঙ্গে রক্ত চলাচলে অসুবিধার কারনে অঙ্গটি নষ্ট হতে পারে৷ ( রাসেলস ভাইপার এর কামড়ে হেমোটক্সিন বিষের প্রভাবে অঙ্গহানী হওয়ার সম্ভাবনা বেশি থাকে)

* আক্রান্ত স্থান ব্লেড দিয়ে চিড়ে দেওয়ার কোন দরকার নেই। এতে রোগী অতিরিক্ত রক্তক্ষরণে মারা যেতে পারে।

* সাপ কামড় দিলে আতঙ্কগ্রস্থ হওয়ার কিছু নেই। সঠিক সময়ে এন্টিভেনম নিলে বাঁচার সম্ভাবনা প্রায় ১০০%।
আতঙ্কগ্রস্থ হলে হার্ট ফেইলার হয়ে আপনি মারা যেতে পারেন।

* কালাচ সাপের কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায়৷ এরা রাতে মানুষের বিছানার পাশে চলে আসে। এদের বিষে জ্বালা যন্ত্রণা করে না এবং কামড় দিলে চিহ্ন ঠিকভাবে বোঝা যায় না ( বিষদাঁত খুব ছোট) বলে মানুষ বুঝতে পারে না তার সাপে কামড় দিয়েছে। তাই মেঝেতে ঘুমাবেন না,মশারী লাগিয়ে ঘুমাবেন।

*** সর্বোপরি যে সাপেই কামড় দিক,ওঝার কাছে কখনই যাবেন না।
মনে রাখবেন, একমাত্র এন্টিভেনমই আপনাকে বাঁচাতে পারে৷ তাছাড়া দুনিয়ার আর কিছুই আপনাকে সাপের কামড় থেকে বাঁচাতে পারবে না৷

24/08/2025
24/08/2025

"এই সুযোগ (পোষ্য কোটা) পেলে হয়তো ৬২ শিক্ষার্থীর (কোটাধারীর) মুখে হাসি ফুটবে। রাবি পরিবার (শিক্ষক-কর্মকর্তাদের) ৬২টি ঘরে খুশির আনন্দ বয়ে যাবে।"

নগ্ন পদযাত্রাকারী শিক্ষকের মনে রাখা উচিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থীই নিম্নবিত্ত, শ্রমজীবী, রিকশাচালক দিনমজুরের সন্তানরাই পড়ে। এদের ট্যাক্সের টাকায় কি বিশ্ববিদ্যালয় চলে না? তাহলে কোটাধারীরা ৬২ কিংবা ১ জন শিক্ষার্থীও হোক, কম নাম্বার পেয়েও তাদের চেয়ে বেশি/এক্সট্রা সুবিধা কেন বেশি পাবে? তাদের মা-বাবা-ভাই কেউ বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন না তাই? এই শিক্ষক-কর্মকর্তারা কি কোনো দিনমজুর-রিকশাচালক থেকে বেশি টাকা ট্যাক্স দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তুকি দিচ্ছেন? তাহলে কেন এই অন্যায্য বিষয়টাকে ফিরিয়ে আনার আবেগ দেখাচ্ছেন? আপনার লজ্জা হওয়া উচিত — ছিঃ।

(বি.দ্র.) আমার ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হয়েছে নিউজ পার্পাসে। অধিকাংশ শিক্ষকই এই পোষ্য কোটা চান না। শুধুমাত্র কমিউনিটির ভেতরে একসঙ্গে থাকেন বলে কিছু বলতে পারছেন না তারা। তবে আমার পোষ্য কোটার বিপক্ষে থাকা ওইসব শিক্ষকের প্রতি আহ্বান — আপনারা একসঙ্গে স্ট্যান্ড নিয়ে মেরুদণ্ড প্রমাণ করুন। আপনারা শিক্ষকরাই তো জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের আপনারা পথ দেখাবেন। না হয় শিক্ষার্থীরাই আবার রাস্তায় নেমে পথ দেখাবে।

– ইরফান তামিম (সভাপতি, রাবিসাস)

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ (৭ম ব্যাচ) 🩷জাবিপ্রবি'র ম্যানেজমেন্ট বিভাগটির শিক্ষার মা...
24/08/2025

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ (৭ম ব্যাচ) 🩷

জাবিপ্রবি'র ম্যানেজমেন্ট বিভাগটির শিক্ষার মান বেশ ভালো। এই বিভাগে একটি শক্তিশালী একাডেমিক ভিত্তি রয়েছে এবং শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে মনোযোগ দেওয়া হয়। এছাড়াও, এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন এবং অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মজীবনে সফল হয়েছেন।

বিভাগটিতে রয়েছে আধুনিক শ্রেণিকক্ষ, সেমিনার লাইব্রেরি, এবং ডিজিটাল লার্নিং রিসোর্স ব্যবহারের সুযোগ। এছাড়াও, নিয়মিতভাবে কর্মশালা, ক্যারিয়ার টক, কেস স্টাডি সেশন ও বিজনেস প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষা অর্জনে সহায়তা করে।

নবাগত শিক্ষার্থীদের প্রতি জয়কলি পাবলিকেশন্স- এর পক্ষ থেকে শুভকামনা রইলো। তোমাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক- এটাই প্রত্যাশা। ভালোবাসা নিও... ❤

23/08/2025

৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহত আরও এক শিক্ষার্থীর প্রাণ নিভলো 😭

23/08/2025

নিবন্ধনে বেতন কত?
কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কে কত টাকা বেতন উত্তোলন করতে পারবেন জানুন-
এমপিওভুক্ত নতুন শিক্ষকগণ যত টাকা বেতন পাবেন

এগারো গ্রেড (বিএড বিহীন)-১২৫০০+১৮৭৫+১৫০০-১২৫০=১৪৬২৫ টাকা
দশম গ্রেড (বিএড সহ)-১৬০০০+২৪০০+১৫০০-১৬০০=১৮৩০০ টাকা

নবম গ্রেড প্রভাষক/ইনস্ট্রাক্টর/ ননটেক ২২০০০+২২০০+১৫০০-২২০০=২৩৫০০ টাকা

তবে ১/২ মাসের মধ্যে বাসা ভাড়া ২০%,
চিকিৎসা ভাতা ১০০০ টাকা আরো যোগ হলে বাড়বে।

স্ত্রীর অনুপ্রেরণায় ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ হোসেন।এমন স্ত্রী থাকা ভাগ্যের ব্যাপার ❤️
23/08/2025

স্ত্রীর অনুপ্রেরণায় ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ হোসেন।

এমন স্ত্রী থাকা ভাগ্যের ব্যাপার ❤️

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when ফাইনাল টাচ পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফাইনাল টাচ পাবলিকেশন্স:

Share

Category