ফাইনাল টাচ পাবলিকেশন্স

ফাইনাল টাচ পাবলিকেশন্স প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বল্প সময়ে প্রস্তুতির জন্য

ফাইনাল টাচ পাবলিকেশন্স - কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে পূর্ণাঙ্গ এবং কার্যকর গাইড!

আমাদের "ফাইনাল টাচ" বি ইউনিটের বইটি বিশেষভাবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই বইটি শুধুমাত্র একটি প্রস্তুতিমূলক বই নয়, বরং এটি আপনার পরীক্ষার সঠিক দিকনির্দেশনা

এবং সফলতার গ্যারান্টি!

বইটির বৈশিষ্ট্যসমূহ: ১. ভর্তি নির্দেশিকা: পরীক্ষার সমস্ত প্রয়োজনীয় তথ্য, নিয়মাবলী এবং নির্দেশিকা। ২. বিগত বছরের প্রশ্নসহ সমাধান: অতীতের প্রশ্নের বিশ্লেষণসহ সমাধান যা আপনাকে পরীক্ষার প্রকৃতি বুঝতে সাহায্য করবে। ৩. বাংলা, ইংরেজি, জিকে ও মৌলিক জিকে: গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ আকারে সাজেশন, যা পড়লেই পরীক্ষায় সফল হওয়া সম্ভব! ৪. মডেল টেস্ট: বি ইউনিট ও সি ইউনিটের মানবন্টন অনুযায়ী মডেল টেস্ট, যা পরীক্ষার জন্য আপনাকে পুরোপুরি প্রস্তুত করবে।

বইটির দাম ২০০৳ এবং এটি দেশের প্রধান লাইব্রেরি এবং বইয়ের দোকানে পাওয়া যাবে, যেমন:

ঢাকা ফার্মগেট ইউসিসি লাইব্রেরি
ঢাকা নীলক্ষেত
সাভার, নবীনগর, পল্লিবিদ্যুৎ এর বন্ধন লাইব্রেরী
কুমিল্লা জিলা স্কুল রোডস্থ রফিক গ্রন্থাগার ও আবাবিল লাইব্রেরি

ফাইনাল টাচ আপনার পরীক্ষার প্রস্তুতিকে সহজ, কার্যকর এবং সফল করে তুলবে! এখনই আমাদের বইটি সংগ্রহ করুন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্যের পথ চলুন।

20/10/2025

কাউকে উড়তে দেখে, তার ডানা কাটার ধান্ধা বাদ দিয়ে, নিজেও উড়তে শিখুন, দেখবেন পৃথিবীটা অনেক বেশি সুন্দর!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ক্লাসরুম!
20/10/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ক্লাসরুম!

20/10/2025

# এইচএসসির ফলে বিপর্যয়: স্নাতক পর্যায়ে ফাঁকা থাকবে পৌনে ১১ লাখ আসন
* দেশে স্নাতক ও সমমান পর্যায়ে আসন রয়েছে ১৮ লাখ ৭ হাজারের বেশি
* এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ৭ লাখ ২৭ হাজার
* পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তিতে প্রতিদ্বন্দ্বিতা থাকছে
# # **বাংলাদেশে উচ্চশিক্ষার আসনের বিস্তারিত তথ্য (UGC তথ্য অনুসারে)**
1. **পাবলিক বিশ্ববিদ্যালয় (৫০টি)**
* স্নাতক পর্যায়ে আসনসংখ্যা: **৫০,৪৪৫**
2. **সরকারি মেডিকেল কলেজ**
* আসনসংখ্যা: **৪,৩৫০**
3. **বেসরকারি মেডিকেল কলেজ**
* আসনসংখ্যা: **৬,৩৪০**
4. **সরকারি ডেন্টাল কলেজ**
* আসনসংখ্যা: **৫৪৫**
5. **বেসরকারি ডেন্টাল কলেজ**
* আসনসংখ্যা: **১,৩৫০**
6. **আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ**
* আসনসংখ্যা: **৩৫০**
7. **বেসরকারি বিশ্ববিদ্যালয় (১০৭টি)**
* অনার্স কোর্স: **১,৮৬,৮৯৯**
* পাস কোর্স: **১,১৬০**
8. **ঢাকার সরকারি ৭ কলেজ**
* আসনসংখ্যা: **২৩,৬৩০**
9. **জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ (সরকারি-বেসরকারি)**
* স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতক কারিগরি/সমমান: **৯,৪৬,০৯৫**
10. **ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসা**
* আসনসংখ্যা: **৬৪,৫২৯**
11. **উন্মুক্ত বিশ্ববিদ্যালয়**
* আসনসংখ্যা: **৮৭,৫৯৩**
12. **ইঞ্জিনিয়ারিং কলেজ**
* আসনসংখ্যা: **৭২০**
13. **টেক্সটাইল কলেজ**
* আসনসংখ্যা: **৭২০**
14. **মেরিন কলেজ**
* আসনসংখ্যা: **৬৬০**
15. **ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ**
* আসনসংখ্যা: **৩,৭৯০**
16. **আন্তর্জাতিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়**
* আসনসংখ্যা: **৮০০**
17. **নার্সিং ও মিডওয়াইফারি**
* আসনসংখ্যা: **৫,৬০০**

19/10/2025

সুখবর

BUP ভর্তি পরীক্ষায় এবার যুক্ত হলো মেডিকেল অনুষদ, যার অধীনে থাকবে ফার্মেসী বিভাগ

19/10/2025

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি।

৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিতে মূল বেতনের সর্বনিম্ন ২০০০ টাকা বাড়বে যা আগামী ০১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। কিন্তু ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি প্রত্যাখ্যান করে আ'ন্দো'লন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের!

শেখ মোস্তাক রাব্বানী ও তাঁর স্ত্রী নয়ন তারা তৃপ্তি—দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্...
19/10/2025

শেখ মোস্তাক রাব্বানী ও তাঁর স্ত্রী নয়ন তারা তৃপ্তি—দু’জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী। দীর্ঘ প্রস্তুতির পর মঙ্গলবার (৩০ জুন)(২০২০) প্রকাশিত ৩৮তম বিসিএস পরীক্ষায় দু’জনই শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ফলাফলে দেখা যায়, স্বামী শেখ মোস্তাক রাব্বানী শিক্ষা ক্যাডারে ইতিহাস বিষয়ে প্রথম হয়েছেন। আর স্ত্রী নয়ন তারা তৃপ্তি হয়েছেন অষ্টম।
মোস্তাকের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়, আর নয়ন তারার বাড়ি পাবনার ভাঙুড়া উপজেলায়। বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি পথচলার পর এবার কর্মক্ষেত্রেও তাঁদের যাত্রা শুরু হতে যাচ্ছে একসঙ্গে।
নিজেদের অনুভূতি জানাতে গিয়ে শেখ মোস্তাক রাব্বানী বলেন—
"দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। তবে আমার স্ত্রীরও একই ক্যাডারে টিকে যাওয়া আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তিন-চার বছরের টানা পরিশ্রমের পর এ অর্জন সত্যিই সম্মানের।"
স্বামী-স্ত্রীর এ সাফল্যের নেপথ্যে মূল কারণ ছিল পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা। তাঁরা জানালেন, পড়াশোনার পাশাপাশি সংসারেও সবসময় একে অপরকে সহায়তা করেছেন। একে অপরকে পড়া দিতেন, ভুল ধরিয়ে দিতেন এবং নতুন নতুন বই কিনে শেয়ার করতেন।
শেখ মোস্তাক বলেন—
"আমরা যে বিষয়ই পড়তাম, আগে নিজেদের মধ্যে আলোচনা করতাম। আমি না বুঝলে স্ত্রী বুঝিয়ে দিতেন, আর স্ত্রী না বুঝলে আমি বুঝিয়ে দিতাম। এভাবেই আমরা এগিয়েছি।"
দেশের শিক্ষায় অবদান রাখতে চান বলেও জানিয়েছেন এই নবদম্পতি।
উল্লেখ্য, সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে মোট ২ হাজার ২০৪ জনকে ক্যাডার পদের জন্য এবং ৬ হাজার ১৭৩ জনকে নন-ক্যাডার পদের জন্য সুপারিশ করা হয়েছে।

★ নিউজটি ২০২০ সালের, আমরা অনুপ্রাণিত করার লক্ষ্য আপনাদের সাথে শেয়ার করলাম।

19/10/2025

ভার্সিটি লাইফে সবথেকে ডিপ্রেসিং বোধহয় পার্টিকুলার কোন ট্যালেন্ট না থাকা। আশপাশের বন্ধুবান্ধব দেখবেন কেউ ভাল গান গায়, কেউ ভাল কোডিং পারে, কেউ ভাল গিটার বাজায়, কেউ ভাল ছবি তোলে আবার কেউ ভাল লেখালেখি করে। কোন না কোন স্পেশাল ট্যালেন্ট তাদের আছে। কিন্তু আপনার ওরকম কোন ট্যালেন্ট নাই।

একইভাবে শখ না থাকাটাও ডিপ্রেসিং। সিনেমা দেখেন কিন্তু আপনি সিনেমাখোর না, এনিমে দেখেন না, ভিডিও গেম খেলেন না, ফুটবল মাঝে মাঝে দেখলেও রাত জেগে দেখার অভ্যাস আপনার নাই, ছবি তুলেন টুকটাক কিন্তু আপনার ক্যামেরা নাই। তার মানে হল আপনার একান্ত কোন শখ ও নেই যেটা করতে আপনার খুব বেশি ভাল লাগে।

এই যে, অন্যদের সাথে কম্প্যারিজনে ট্যালেন্ট/ শখ না থাকার ব্যাপারটা, এটা লং টার্মে মানসিকভাবে বিষাদগ্রস্ত হওয়ার একটা বড় কারণ।

— আবির
সিএসই, ঢাকা বিশ্ববিদ্যালয়।

18/10/2025

বুয়েটের ভর্তি পরীক্ষা জানুয়ারির শুরুতে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যেখানে বাংলাদেশের অধিকাংশ 'শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক' সম্বন্ধে তেমন ভালো কোন মতামত পাওয়া যায় না, সেখানেই ব্যাতিক্রম অধ্য...
18/10/2025

যেখানে বাংলাদেশের অধিকাংশ 'শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক' সম্বন্ধে তেমন ভালো কোন মতামত পাওয়া যায় না, সেখানেই ব্যাতিক্রম অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। শিক্ষক-শিক্ষার্থী কেমন হওয়া উচিত তার তার অন্যতম উদাহরণ চুয়েটের মেকানিকাল ডিপার্টমেন্টের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম।

চুয়েট থেকে গ্র্যাজুয়েশন, জাপানের হোক্কাইডু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সিকিউ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষে, অস্ট্রেলিয়ার খ্যাতনামা মাইনিং কোম্পানি এমিরান্ডে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগও পেয়েছিলেন।

কিন্তু সবসময় চেয়েছেন যে চুয়েট তাকে ইঞ্জিনিয়ার হিসেবে তৈরী করেছেন, সেই চুয়েটের শিক্ষার্থীদের মাঝে নিজের অর্জিত জ্ঞান ছড়িয়ে দিতে। সেই লক্ষ্যেই দেশে আসা, চুয়েটে শিক্ষক হিসেবে যোগদান করা এবং প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছেন শিক্ষার্থীদের তাদের স্বপ্নের কাছাকাছি পৌছে দিতে।

অধ্যাপক আবু সাদাত মুহাম্মাদ সায়েমের একান্ত সহযোগিতা আর প্রচেষ্টার ফলেই চুয়েট থেকে প্রায় ৩২ জন শিক্ষার্থী নরওয়ে, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ায় পূর্ণ বৃত্তিসহ স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন। শুধু মেধাবী শিক্ষার্থী নয়, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্যও তিনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলমান একটি প্রকল্পের আওতায় ভিন্ন দুই মেয়াদে চুয়েট থেকে ২৫ জন শিক্ষার্থী মাস্টার্স করছেন। পাশাপাশি, চুয়েটের ১০ জন শিক্ষকও নরওয়ের এগদার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিবেন এই প্রকল্পের আওতায়।

উচ্চশিক্ষায় পথ দেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছেন অধ্যাপক সায়েম। তাঁর আন্তরিক উদ্যোগেই চুয়েটের পাঁচজন প্রাক্তন শিক্ষার্থী ইতালির বিশ্বখ্যাত শিল্প প্রতিষ্টান ড্যানিয়েলিতে প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন।

18/10/2025

ঢাবি ৮ বিভাগীয় শহরে এবং চবি ৩ বিভাগীয় শহরে, রাবি ৬ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নিবে

স্নিগ্ধ সকাল...🚩 কুমিল্লা বিশ্ববিদ্যালয়
18/10/2025

স্নিগ্ধ সকাল...

🚩 কুমিল্লা বিশ্ববিদ্যালয়

18/10/2025

ফেসবুকে রিলস আর ভিডিও দেখার এডিকশন বন্ধ করতে চান?

StayFree এপটা নামান। সেটার In-App Blocking ফিচারটা ব্যবহার করুন। ইনশাআল্লাহ ম্যাসিভ চেইঞ্জ দেখবেন লাইফে।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when ফাইনাল টাচ পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফাইনাল টাচ পাবলিকেশন্স:

Share

Category