ফাইনাল টাচ পাবলিকেশন্স

ফাইনাল টাচ পাবলিকেশন্স প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বল্প সময়ে প্রস্তুতির জন্য

ফাইনাল টাচ পাবলিকেশন্স - কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে পূর্ণাঙ্গ এবং কার্যকর গাইড!

আমাদের "ফাইনাল টাচ" বি ইউনিটের বইটি বিশেষভাবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। এই বইটি শুধুমাত্র একটি প্রস্তুতিমূলক বই নয়, বরং এটি আপনার পরীক্ষার সঠিক দিকনির্দেশনা

এবং সফলতার গ্যারান্টি!

বইটির বৈশিষ্ট্যসমূহ: ১. ভর্তি নির্দেশিকা: পরীক্ষার সমস্ত প্রয়োজনীয় তথ্য, নিয়মাবলী এবং নির্দেশিকা। ২. বিগত বছরের প্রশ্নসহ সমাধান: অতীতের প্রশ্নের বিশ্লেষণসহ সমাধান যা আপনাকে পরীক্ষার প্রকৃতি বুঝতে সাহায্য করবে। ৩. বাংলা, ইংরেজি, জিকে ও মৌলিক জিকে: গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ আকারে সাজেশন, যা পড়লেই পরীক্ষায় সফল হওয়া সম্ভব! ৪. মডেল টেস্ট: বি ইউনিট ও সি ইউনিটের মানবন্টন অনুযায়ী মডেল টেস্ট, যা পরীক্ষার জন্য আপনাকে পুরোপুরি প্রস্তুত করবে।

বইটির দাম ২০০৳ এবং এটি দেশের প্রধান লাইব্রেরি এবং বইয়ের দোকানে পাওয়া যাবে, যেমন:

ঢাকা ফার্মগেট ইউসিসি লাইব্রেরি
ঢাকা নীলক্ষেত
সাভার, নবীনগর, পল্লিবিদ্যুৎ এর বন্ধন লাইব্রেরী
কুমিল্লা জিলা স্কুল রোডস্থ রফিক গ্রন্থাগার ও আবাবিল লাইব্রেরি

ফাইনাল টাচ আপনার পরীক্ষার প্রস্তুতিকে সহজ, কার্যকর এবং সফল করে তুলবে! এখনই আমাদের বইটি সংগ্রহ করুন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্যের পথ চলুন।

28/07/2025

৯০ টি বাংলা শব্দার্থ 🛟 এগুলো অবশ্যই পড়ে রাখা উচিত | ©️

০১ ) ‘ অভিরাম ’ শব্দের অর্থ কি ? ➫ সুন্দর ।
০২ ) ‘ নীপ ’ শব্দের অর্থ কি ? ➫ কদম ।
০৩ ) ‘ অর্বাচীন ’ শব্দের অর্থ কি ? ➫ নির্বোধ ।
০৪ ) ‘ সারমেয় ’ শব্দের অর্থ কি ? ➫ কুকুর ।
০৫ ) ‘ হর্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ আনন্দ ।
০৬ ) ‘ কাদম্বিনী ’ শব্দের অর্থ কি ? ➫ মেঘমালা ।
০৭ ) ‘ অপলাপ ’ শব্দের অর্থ কি ? ➫ অস্বীকার ।
০৮ ) ‘ বীজন ’ শব্দের অর্থ কি ? ➫ পাখা ।
০৯ ) ‘ সনাতন ’ শব্দের অর্থ কি ? ➫ চিরন্তন ।
১০ ) ‘ কুটুম্ব ’ শব্দের অর্থ কি ? ➫ আত্মীয় ।
১১ ) ‘ সুধাকর ’ শব্দের অর্থ কি ? ➫ চন্দ্র ।
১২ ) ‘ যুগপৎ ’ শব্দের অর্থ কি ? ➫ একই সময়ে ।
১৩ ) ‘ বিহঙ্গ ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ।
১৪ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
১৫ ) ‘ সদন ’ শব্দের অর্থ কি ? ➫ নিবাস ।
১৬ ) ‘ অলীক ’ শব্দের অর্থ কি ? ➫ মিথ্যা।
১৭ ) ‘ অবলা ’ শব্দের অর্থ কি ? ➫ নারী ।
১৮ ) ‘ শোণিত ’ শব্দের অর্থ কি ? ➫ রক্ত ।
১৯ ) ‘ নিনাদ ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দ ।
২০ ) ‘ অন্তরায় ’ শব্দের অর্থ কি ? ➫ বাধা ।
২১ ) ‘ আধার ’ শব্দের অর্থ কি ? ➫ আশ্রয় ।
২২ ) ‘ রসাল ’ শব্দের অর্থ কি ? ➫ আম ।
২৩ ) ‘ নীপবৃক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ কদমগাছ ।
২৪ ) ‘ বারিধি ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
২৫ ) ‘ প্রসবণ ’ শব্দের অর্থ কি ? ➫ ধরনা ।
২৬ ) ‘ আততায়ী ’ শব্দের অর্থ কি ? ➫ গুপ্তঘাতক
২৭ ) ‘ চরিতার্থ ’ শব্দের অর্থ কি ? ➫ সফল ।
২৮ ) ‘ জণয়িতা ’ শব্দের অর্থ কি ? ➫ জন্মদাতা ।
২৯ ) ‘ জিগর ’ শব্দের অর্থ কি ? ➫ হৃদয় , মণ , প্রাণ ।
৩০ ) ‘ আঁটশে ’ শব্দের অর্থ কি ? ➫ মাছের আশের গন্ধযুক্ত ।
৩১ ) ‘ মীন সন্তান ’ শব্দের অর্থ কি ? ➫ মাছ ।
৩২ ) ‘ ধোঁয়াশা ’ শব্দের অর্থ কি ? ➫ ধোঁয়া ও কুয়াশার মিলিত ফল ।
৩৩ ) ‘ ওয়াগণ ’ শব্দের অর্থ কি ? ➫ মালগাড়ি ।
৩৪ ) ‘ কল্কি ’ শব্দের অর্থ কি ? ➫ তামাক ভরে তাতে আগুন দেওয়া হয় এমন পাত্র ।
৩৫ ) ‘ জনান্তিকে ’ শব্দের অর্থ কি ? ➫ সংগোপনে / জনগণের আড়ালে ।
৩৬ ) ‘ পাটাতন ’ শব্দের অর্থ কি ? ➫ নৌকা বা জাহাজের কাঠের মেঝে ।
৩৭ ) ‘ পতন্জলি ’ শব্দের অর্থ কি ? ➫ পাণিণি ব্যাকরণের ভাস্যকর ।
৩৮ ) ‘ আরক্ত ’ শব্দের অর্থ কি ? ➫ লালছে ।
৩৯ ) ‘ বর্ষীয়সী ’ শব্দের অর্থ কি ? ➫ অতিশয় বৃদ্ধা
৪০ ) ‘ রায়ট ’ শব্দের অর্থ কি ? ➫ দাঙ্গা ।
৪১ ) ‘ এল নিনি ও ’ শব্দের অর্থ কি ? ➫ ক্ষুদে শিশু ।
৪২ ) ‘ বামেতর ’ শব্দের অর্থ কি ? ➫ ডান ।
৪৩ ) ‘ কনক ’ শব্দের অর্থ কি ? ➫ স্বর্ণ ।
৪৪ ) ‘ দিনমনি ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য ।
৪৫ ) ‘ কিরীট ’ শব্দের অর্থ কি ? ➫ মুকুট ।
৪৬ ) ‘ হেমহর্ম ’ শব্দের অর্থ কি ? ➫ স্বনির্মিত অট্টালিকা ।
৪৭ ) ‘ আবিল ’ শব্দের অর্থ কি ? ➫ কলুষিত ।
৪৮ ) ‘ শৃঙ্গধর ’ শব্দের অর্থ কি ? ➫ পর্বত ।
৪৯ ) ‘ অবলেপে ’ শব্দের অর্থ কি ? ➫ সগর্বে / সদর্পে ।
৫০ ) ‘ কৌমুদি ’ শব্দের অর্থ কি ? ➫ জ্যোৎনা ।
৫১ ) ‘ কুমুদ ’ শব্দের অর্থ কি ? ➫ পদ্ম ।
৫২ ) ‘ কুন্জর ’ শব্দের অর্থ কি ? ➫ হাতি ।
৫৩ ) ‘ সাদী ’ শব্দের অর্থ কি ? ➫ অশ্বারোহী সেনা
৫৪ ) ‘ শূর ’ শব্দের অর্থ কি ? ➫ বীর ।
৫৫ ) ‘ মকর ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৫৬ ) ‘ প্রভন্জ ’ শব্দের অর্থ কি ? ➫ প্রবল বায়ু ।
৫৭ ) ‘ নিগর ’ শব্দের অর্থ কি ? ➫ শৃঙ্খল ।
৫৮ ) ‘ বীতংস ’ শব্দের অর্থ কি ? ➫ পাখি ধরার ফাঁদ ।
৫৯ ) ‘ ভাল ’ শব্দের অর্থ কি ? ➫ কপাল ।
৬০ ) ‘ বারীন্দ্র ’ শব্দের অর্থ কি ? ➫ সমুদ্র ।
৬১ ) ‘ নীবার ’ শব্দের অর্থ কি ? ➫ উড়িধান / তৃণধান্য ।
৬২ ) ‘ আতপ ’ শব্দের অর্থ কি ? ➫ সূর্য কিরণ ।
৬৩ ) ‘ বহুব্যীহি ’ শব্দের অর্থ কি ? ➫ বহুধান ।
৬৪ ) ‘ কেওয়াট ’ শব্দের অর্থ কি ? ➫ কপাট ।
৬৫ ) ‘ বিরাগী ’ শব্দের অর্থ কি ? ➫ উদাসীন ।
৬৬ ) ‘ প্রাকৃত ’ শব্দের অর্থ কি ? ➫ স্বাভাবিক ।
৬৭ ) ‘ জঙ্গম ’ শব্দের অর্থ কি ? ➫ গতিশীল ।
৬৮ ) ‘ প্রথিত ’ শব্দের অর্থ কি ? ➫ বিখ্যাত ।
৬৯ ) ‘ শ্মশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ গোঁফদাড়ি ।
৭০ ) ‘ শ্বশ্রু ’ শব্দের অর্থ কি ? ➫ শ্বাশুড়ি ।
৭১ ) ‘ গন্ডগ্রাম ’ শব্দের অর্থ কি ? ➫ বৃহৎ গ্রাম ।
৭২ ) ‘ নির্মোক ’ শব্দের অর্থ কি ? ➫ সাপের খোলস ।
৭৩ ) ‘ অভিনিবেশ ’ শব্দের অর্থ কি ? ➫ মনোযোগ
৭৪ ) ‘ কপোল ’ শব্দের অর্থ কি ? ➫ গন্ডোদেশ ।
৭৫ ) ‘ মার্জার ’ শব্দের অর্থ কি ? ➫ বিড়াল ।
৭৬ ) ‘ শম ’ শব্দের অর্থ কি ? ➫ শান্তি ।
৭৭ ) ‘ আহব ’ শব্দের অর্থ কি ? ➫ যুদ্ধ ।
৭৮ ) ‘ কুন্ডুয়ান ’ শব্দের অর্থ কি ? ➫ কুন্ডলী পাকান ।
৭৯ ) ‘ আকাল ’ শব্দের অর্থ কি ? ➫ দুভিক্ষ ।
৮০ ) ‘ ওদন ’ শব্দের অর্থ কি ? ➫ ভাত ।
৮১ ) ‘ উর্ণনাভ ’ শব্দের অর্থ কি ? ➫ মাকড়সা ।
৮২ ) ‘ গবাক্ষ ’ শব্দের অর্থ কি ? ➫ জানালা ।
৮৩ ) ‘ পল্লবগ্রহিতা ’ শব্দের অর্থ কি ? ➫ ভাসা ভাসা জ্ঞান ।
৮৪ ) ‘ কুম্ভিলক ’ শব্দের অর্থ কি ? ➫ অন্যের লেখা চুরি করে নজের নামে যে চালায় ।
৮৫ ) ‘ অভিধান ’ শব্দের অর্থ কি ? ➫ শব্দার্থ ।
৮৬ ) ‘ বিবর্ধন ’ শব্দের অর্থ কি ? ➫উত্তেজনা ।
৮৭ ) ‘ বীচী ’ শব্দের অর্থ কি ? ➫ তরঙ্গ ।
৮৮ ) ‘ শম্বর ’ শব্দের অর্থ কি ? ➫ হরিণ ।
৮৯ ) ‘ মকমক ’ শব্দের অর্থ কি ? ➫ ব্যাঙের ডাক
৯০ ) ‘ খপোত ’ শব্দের অর্থ কি ? ➫ উড়োজাহাজ







একটা ভয়ংকর সত্যি যে, আগুনে পো*"ড়া রোগীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে তার শরীরের কত শতাংশ পুড়েছে তার ওপর।শরীরে কতটুকু পুড়...
22/07/2025

একটা ভয়ংকর সত্যি যে, আগুনে পো*"ড়া রোগীর ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে তার শরীরের কত শতাংশ পুড়েছে তার ওপর।

শরীরে কতটুকু পুড়ল, তা মাপার জন্য ডাক্তাররা “রুল অফ নাইনস” (Rule of Nines) নামে একটি পদ্ধতি ব্যবহার করেন।

একটা পুরো হাত (সামনে-পেছনে) পুড়ে গেলে ধরা হয় ৯%। একটা পুরো পা (সামনে-পেছনে) পুড়ে গেলে ধরা হয় ১৮%। শরীরের সামনের পুরো অংশ (বুক-পেট) ১৮% এবং পেছনের পুরো পিঠ ১৮%।

কারো যদি শুধু দুই হাত আর সামনের পুরো শরীরটা পুড়ে যায়, তাহলেই তার প্রায় (৯+৯+১৮) = ৩৬% পোড়া হয়ে যায়।

কারো শরীর যদি ৪০% এর বেশি পুড়ে যায় তবে তার মৃ*"ত্যু"ঝুঁকি ৯০% বেড়ে যায়। কারণ, পোড়া শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও দরকারি তরল বেরিয়ে গিয়ে শরীর পানিশূন্য (dehydration) হয়ে পড়ে। এরপরই হয় ইনফেকশন। এরপর মারাত্মক জীবাণু রক্তে মিশে গিয়ে সেপসিস (sepsis) ঘটায়।

আগুনে পোড়ার রোগীরা প্রথম কয়েকদিন কথা বলে, হাঁটাচলাও করতে পারে, দেখে মনে হয় সুস্থ হয়ে উঠবে। কিন্তু কিছুদিন যেতেই পানিশূন্যতা আর ইনফেকশনের কাছে শরীর হার মানতে শুরু করে। চিকিৎসা দিয়ে হয়তো ৪-৫ দিন বা তার কিছু বেশি সময় লড়াইটা চালানো যায়, কিন্তু শেষ রক্ষা হয় না।

যারা হাসপাতালে ভর্তি হয়েছেন সামনের দিনগুলোতে প্রতিদিনের খবরে ২-৩ জন করে মৃ"ত্যু"র সংবাদ আসাটা এক অবধারিত ও হৃদয়বিদারক বাস্তবতায় পরিণত হতে পারে।

মহান আল্লাহ প্রতিটি পরিবারকে তাঁর কুদরতি রহমত দিয়ে এই ভয়াবহ শোক সামলানোর শক্তি দিন। তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমীন।

Written By: AH Abubakkar Siddique

মানবদেহ:  1: হাড়ের সংখ্যা: 206 2: পেশী সংখ্যা: 639 3: কিডনির সংখ্যা: 2 4: দুধের দাঁতের সংখ্যা: 20টি 5: পাঁজরের সংখ্যা: ...
21/07/2025

মানবদেহ:
1: হাড়ের সংখ্যা: 206
2: পেশী সংখ্যা: 639
3: কিডনির সংখ্যা: 2
4: দুধের দাঁতের সংখ্যা: 20টি
5: পাঁজরের সংখ্যা: 24 (12 জোড়া)
6: হার্ট চেম্বারের সংখ্যা: 4
7: বৃহত্তম ধমনী: মহাধমনী
8: স্বাভাবিক রক্তচাপ: 120/80 mmhg
9: রক্তের ph: 7.4
10: মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা: 33
11: ঘাড়ে কশেরুকার সংখ্যা: 7
12: মধ্যকর্ণে হাড়ের সংখ্যা: 6
13: মুখের হাড়ের সংখ্যা: 14
14: মাথার খুলিতে হাড়ের সংখ্যা: 22
15: বুকের হাড়ের সংখ্যা: 25টি
16: বাহুতে হাড়ের সংখ্যা: 6
17: মানুষের বাহুতে পেশী সংখ্যা: 72
19: প্রাচীনতম সদস্য: চামড়া
20: সবচেয়ে বড় খাদ্য: লিভার
21: বৃহত্তম কোষ: স্ত্রী ডিম্বাণু
22: ক্ষুদ্রতম কোষ: বীর্য কোষ
23: ক্ষুদ্রতম হাড়: মধ্যকর্ণের স্টিরাপস
24: প্রথম প্রতিস্থাপিত অঙ্গ: একটি কিডনি
25: পাতলা অন্ত্রের গড় দৈর্ঘ্য: 7 মি
26: বড় অন্ত্রের গড় দৈর্ঘ্য: 1.5 মি
27: একটি নবজাতক শিশুর গড় ওজন: 3 কেজি
28: এক মিনিটে হৃদস্পন্দন: 72 বার
29: শরীরের স্বাভাবিক তাপমাত্রা: 37 ডিগ্রি সেলসিয়াস
30: গড় রক্তের পরিমাণ: 4 থেকে 5 লিটার
31: লাল রক্ত ​​​​কোষের জীবনকাল: 120 দিন
32: শ্বেত রক্তকণিকার জীবনকাল: 10 থেকে 15 দিন
33: গর্ভকালীন সময়কাল: 280 দিন (40 সপ্তাহ)
34: মানুষের পায়ে হাড়ের সংখ্যা: 33
35: প্রতিটি কব্জিতে হাড়ের সংখ্যা: 8
36: হাতের হাড়ের সংখ্যা: 27
37: বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি: থাইরয়েড গ্রন্থি
38: বৃহত্তম লিম্ফ্যাটিক অঙ্গ: প্লীহা
40: বৃহত্তম এবং শক্তিশালী হাড়: ফিমার
41: ক্ষুদ্রতম পেশী: স্টেপেডিয়াস (মধ্য কান)
41: ক্রোমোজোম সংখ্যা: 46 (23 জোড়া)
42: নবজাতক শিশুর হাড়ের সংখ্যা: 306
43: রক্তের সান্দ্রতা: 4.5 থেকে 5.5 পর্যন্ত
44: সর্বজনীন দাতার রক্তের গ্রুপ: O
45: সার্বজনীন গ্রহণকারী রক্তের গ্রুপ: AB
46: বৃহত্তম লিউকোসাইট: মনোসাইট
47: ক্ষুদ্রতম লিউকোসাইট: লিম্ফোসাইট
48: লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধিকে বলা হয়: Polyglobulie
49: শরীরের ব্লাড ব্যাঙ্ক হল: প্লীহা
50: জীবনের নদী বলা হয়: রক্ত
51: স্বাভাবিক রক্তের কোলেস্টেরলের মাত্রা: 100 mg/dl
52: রক্তের তরল অংশ হল: প্লাজমা

🚨উত্তরায় বিমান দুর্ঘটনার আপডেট:১) বিমান বাহিনীর এফ ৭ প্রশিক্ষণ বিমান ক্র‍্যাশ করেছে স্কুলের ভবনের উপর।২) বিল্ডিং ক্ষতিগ্...
21/07/2025

🚨উত্তরায় বিমান দুর্ঘটনার আপডেট:

১) বিমান বাহিনীর এফ ৭ প্রশিক্ষণ বিমান ক্র‍্যাশ করেছে স্কুলের ভবনের উপর।
২) বিল্ডিং ক্ষতিগ্রস্থ হওয়ার থেকে বেশি হতাহত আগুনে।
৩) আগুনের ঝলসে গেছে বহু শিক্ষার্থী।
৪) একাধিক নিহত, তবে নিশ্চিত সংখ্যা বলা যাচ্ছে না।
৫) বিমানটি ১:০৬ এ উড্ডয়ন করে কিছুক্ষণ পরেই ক্র‍্যাশ করে।
৬) পাইলট নিহতের আশংকা, তবে নিশ্চিত নয়।
৭) সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ারব্রিগেড যৌথ ভাবে কাজ করছে।
৮) পোষ্ট ক্যাজুয়াল্টিতে নিহতের সংখ্যা বাড়ার আশংকা।
৯) অতিরিক্ত ভীড়ের কারনে ব্যাহত হচ্ছে কার্যক্রম।
১০) প্রচুর রক্ত লাগবে, সেজন্য হাসপাতালের আশেপাশে রক্তদাতাদের প্রস্তুত থাকার আহবান।

বিকাল হলেই মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস...🚩 মুক্তমঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 📸 প্রভালোচন
19/07/2025

বিকাল হলেই মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস...

🚩 মুক্তমঞ্চ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

📸 প্রভালোচন

বাক্সের ভিতর একজন জাদুকর ছিলেন!!আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯শে জুলাই মারা যান বাংলাদেশের জনপ্রিয় লেখক হু...
19/07/2025

বাক্সের ভিতর একজন জাদুকর ছিলেন!!

আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯শে জুলাই মারা যান বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ । কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ছবি: সংগৃহীত

🚩 কৃষ্ণচূড়া রোড, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 📸 প্রভালোচন
15/07/2025

🚩 কৃষ্ণচূড়া রোড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

📸 প্রভালোচন

09/07/2025

যদি Calendar অর্থ পঞ্জিকা হয়
তাহলে Calender এর অর্থ কি?

09/07/2025

ব্রেকিং নিউজ

কুমিল্লা শিক্ষাবোর্ডের কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিস্তারিত কমেন্টে👇

29/06/2025

সাইন্সের সবথেকে সহজ সাবজেক্ট:
পলিটিক্যাল সাইন্স
😜

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন:— "কে শিস দিল...
26/06/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছ আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাট থেকে কিনেছি?"

19/06/2025

স্কুলের প্রিয় শিক্ষকের কোন উক্তি বা সংলাপ আজও মনে পড়ে? জানিয়ে দাও কমেন্টে।

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when ফাইনাল টাচ পাবলিকেশন্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফাইনাল টাচ পাবলিকেশন্স:

Share

Category