
24/11/2023
এই কালো লোকটির ২৯ বছরের দাওয়াতী মেহনতের বদৌলতে হতদরিদ্র ও অন্ধকারচ্ছন্ন আফ্রিকা মহাদেশের প্রায় সোয়া কোটি মানুষ ইসলামের সুশীতল ছায়ায় প্রবেশ করেছে।
তার পরিশ্রমে ও দাওয়াতি মেহনতে আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গায় ৫৭০০ মসজিদ প্রতিষ্ঠা লাভ করেছে।
তিনি প্রায় পনের হাজার এতিমের দায়িত্ব নিয়ে তাদের কে প্রতিপালন করেছেন।
উষ্ণ ও মরুপ্রধাণ আফ্রিকায় প্রায় ৯৫০০ সুমিষ্ট পানির কূপ খনন করে ফ্রি পানি বিতরণের ব্যাবস্থা করেন।
কুসংস্কারচ্ছন্ন আফ্রিকা মহাদেশের মানুষগুলোকে জ্ঞানের আলোয় আলোকিত করতে ৮৬০ টি স্কুল, ৪টি বিশ্ববিদ্যালয় এবং ২০৪ টি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেছেন।
তিনি হলেন সুদানের প্রিন্স ইউনূস ওয়াদ আল-হাক্বীম। ১৯৩৫ সালে মৃত্যু বরণ করেন।
আল্লাহ উত্তম প্রতিদান দিক, জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
সুত্র: ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস
কপি শেয়ার না করে পারলাম না।