Our Kotbari আমাদের কোটবাড়ি

Our Kotbari আমাদের কোটবাড়ি Kotbari.Comilla. Bangladesh

কুমিল্লার শফিউল যাচ্ছেন জাপানে,প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে।গুগলের আয়োজনে জাপানের টোকিওতে আগামী ২৪-২৫ জুলাই অনুষ্ঠিত হত...
16/07/2025

কুমিল্লার শফিউল যাচ্ছেন জাপানে,
প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে।

গুগলের আয়োজনে জাপানের টোকিওতে আগামী ২৪-২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’। এতে বিশ্বের বিভিন্ন দেশের লোকাল গাইডদের মধ্যে থেকে বাছাই করা অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের পাঁচ তরুণ গুগল লোকাল গাইড। তাদের একজন কুমিল্লার সন্তান মোঃ শফিউল বাশার। তিনি একজন গুগল লোকাল গাইড এবং গুগলের অফিসিয়াল ফোরাম লোকাল গাইডস কানেক্ট-এর মডারেটর (Connect Moderator)। এ ইভেন্টে অংশগ্রহণের সকল খরচ বহন করবে গুগল।

শফিউল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শুশুন্ডা গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে তিনি গুগল ম্যাপে লোকাল গাইড হিসেবে যাত্রা শুরু করেন। শুরু থেকেই তার বিশ্বাস ছিল, গুগল ম্যাপে সঠিক ও হালনাগাদ তথ্য যোগ করা দেশি-বিদেশি পর্যটকদের জন্য উপকারী এবং প্রয়োজনীয় একটি কাজ। সে লক্ষ্য নিয়েই তিনি ও তার দল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গুগল লোকাল গাইডস প্রোগ্রামে সক্রিয় হন।

স্থানীয় পর্যায়ে গুগল ম্যাপ সংক্রান্ত বিভিন্ন তথ্য হালনাগাদ, রিভিউ এবং ছবি সংযোজনের পাশাপাশি কুমিল্লার বিভিন্ন স্থানে মিটআপসহ নানা কার্যক্রম আয়োজনের মাধ্যমে, একই বছর তারা "কুমিল্লা লোকাল গাইডস" নামে একটি সাপোর্টেড কমিউনিটি গঠনের অনুমোদন লাভ করে। এর মাধ্যমে বিশ্বের অন্যান্য লোকাল গাইডদের কাছে কুমিল্লার নাম পরিচিতি লাভ করে।

পরবর্তীতে ২০১৭ সালে তিনি দেশের অন্যান্য সাপোর্টেড কমিউনিটিকে একত্রিত করে "লোকাল গাইডস বাংলা" নামে একটি বৃহত্তর কমিউনিটি গঠন করেন, যার মাধ্যমে ঢাকাসহ সারা দেশে লোকাল গাইডদের সংগঠিত করা হয়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা মানসম্পন্ন ম্যাপিং, প্র্যাকটিকাল গাইডিং এবং মিটআপ আয়োজন করে হাজারো নতুন লোকাল গাইড তৈরিতে অবদান রেখেছেন।

২০২০ সালে লোকাল গাইডস কানেক্ট ফোরামে বিশেষ অবদানের জন্য বাংলাদেশে অবস্থিত হাজারো গাইডদের মধ্য থেকে তিনি একমাত্র কানেক্ট মডারেটর হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য, কানেক্ট ফোরাম হলো গুগল লোকাল গাইডস প্রোগ্রামের একমাত্র অফিসিয়াল প্ল্যাটফর্ম।

কানেক্ট লাইভ টোকিও ২০২৫ ইভেন্টটি একটি বৃহৎ আঞ্চলিক অনুষ্ঠান, যেখানে ১৯টি দেশ থেকে ৫০ জনের বেশি গুগল লোকাল গাইড অংশগ্রহণ করবেন। ইভেন্টটি অনুষ্ঠিত হবে টোকিওর গুগল অফিসে, যেখানে অংশগ্রহণকারীরা নিজ নিজ দেশের সংস্কৃতি, অভিজ্ঞতা এবং মতামত শেয়ার করার সুযোগ পাবেন।

বাংলাদেশি প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করছেন- মো. শফিউল বাশার (Connect Moderator), শাহ মো. সুলতান, শাকিল আখতার খান, মাহাবুব হাসান, বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী মালয়েশিয়া থেকে এবং তৃষা ত্রিসু জাপান থেকে এই ইভেন্টে অংশগ্রহণ করবেন।
পেশাগত জীবনে শফিউল ঢাকায় একজন ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ করেন। অবসর সময়কে অর্থবহ করে তোলার লক্ষ্যে তিনি গুগল ম্যাপে স্বেচ্ছায় কাজ করাকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন এবং সম্মানের চোখে দেখেন। তিনি লোকাল গাইডস কমিউনিটিতে নিজ নামে এবং কুমিল্লার প্রতিনিধিত্বকারী হিসেবে পরিচিত।

তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি Guiding Star 2022 এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ও অন্যান্য এক্সেসিবিলিটি সুবিধার ম্যাপিংয়ে বিশেষ অবদানের জন্য Accessibility Champion উপাধিতে ভূষিত হয়েছেন।

২০২৩ সালে তাকে "Connect Moderator Conversation Tokyo" ইভেন্টে আমন্ত্রণ জানানো হলেও ভিসা জটিলতার কারণে তিনি অংশ নিতে পারেননি। এর আগেও ২০১৯ সালে Connect Live San Francisco-তে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু একই কারণে অংশগ্রহণ সম্ভব হয়নি।

09/07/2025

বৃষ্টি টা কেমন উপভোগ করছেন কমেন্ট জানান 😊

02/07/2025

গরিব না হলে মোবাইল টা আচার মেরে ভাইঙ্গা ফেলতাম🫤

প্রশ্ন কমন পরছে,,তাই সবাই এক হয়ে পরীক্ষা দিচ্ছে🫣😆কুমিল্লা ব্যাণিজ মেলায়,,
30/06/2025

প্রশ্ন কমন পরছে,,
তাই সবাই এক হয়ে পরীক্ষা দিচ্ছে🫣😆
কুমিল্লা ব্যাণিজ মেলায়,,

24/06/2025

উত্তর কোরিয়ার ম্যাপের দিকে তাকান!
৫০% বর্ডার পরাশক্তি চায়নার সাথে, এক পাশে আছে আরেক পরাশক্তি রাশিয়া, এবং আরেক পাশে জন্মশত্রু দক্ষিণ কোরিয়া, বাকিটা সমুদ্র।

উত্তর কোরিয়ার আয়তন বাংলাদেশের চেয়েও কম।
আর অর্থনৈতিক পরিস্থিতি?

বাংলাদেশের চাইতে বহুগুণে খারাপ!

বাংলাদেশের ১৯% লোক দারিদ্র‍্য সীমার নীচে অবস্থান করে আর উ: কোরিয়ার ৬০% লোকই গরীব।
বাণিজ্যিক নিষেধাজ্ঞায় থাকা এই দেশটা তার সীমিত সামর্থ্য নিয়েই, আশেপাশে পরাশক্তি থাকার পরও পারমাণবিক শক্তিধর হয়েছে এবং বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ। যাকে খোদ আমেরিকা -ইজ্রায়েল-পশ্চিনা জোটের ঘাঁটানোর সাহস অবধি নাই।

আর বাংলাদেশের অবস্থা???

চতুর্দিকে ভারত নামক আগ্রাসী অপশক্তি দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে প্রচুর সম্পদ ও শক্তিশালী অর্থনৈতিক কাঠামোশালী দেশটি। ন্যুনতম সামরিক শক্তিই নেই, আর পারমাণবিক শক্তি তো দূর কি বাত।

ভারত পাকিস্তানকে ভেঙ্গে ফেলেছে তার প্রতি সামরিক থ্রেট কমানোর জন্য। এই কাজে ভারত এতটাই সফল হয়েছে যে বাংলাদেশের ৭০ ভাগ বেকুপ বাঙালি গালভরা 'কথিত মুক্তিযুদ্ধের' চেতনাতে ডুবে আছে।
এই চেতনাবাজি করেই বাংলাদেশ কে যুগের পর যুগ ধরে লুটপাট আর শোষণ চালিয়ে আসছে ভার‍ত এবং তার বাংলাদেশী দালালেরা।
এখন কথা হচ্ছে ভারত কিভাবে সফল হলো বাংলাদেশকে দূর্বল এবং নতজানু করে রাখতে?

একটাই কারণ সেটা হলো বাঙালি জাতি একটা স্বার্থান্ধ বেকুব জাতি, যারা শুধু নিজের পেট ভরাটাকেই প্রাধান্য দেয়, দেশ ও জাতির চিন্তা করেনা, তাই দেশকে অবলীলায় তুলে দেয় ভীনদেশীদের হাতে।

উত্তর কোরিয়ার অর্থনীতি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত এবং তারা কোন দেশের কাছে মাথানত করেনাই, দালালী করেনাই, দালালী করলে আজকে তারা সামরিকভাবে শক্ত অবস্থানে থাকতে পারতো না।

বাংলাদেশে একাত্তরের চেতনা কে পুঁজি করে একের পর ধান্দাবাজ লুটেরা শাসক বর্গ এসে শুধু লুটপাট করেছে আর ভারতের স্বার্থ রক্ষা করে গেছে।

বাংলাদেশ যাতে কোনভাবেই সামরিক শক্তিতে বলীয়ান হতে না পারে, এতকাল তারই আয়োজন হয়ে গেছে। হাসিনা মিলিটারিকে প্রচুর টাকা পয়সা কামাই করার সুযোগ দিয়ে গেছে কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার কোন আয়োজন তো করেইনাই, বরং হাসিনা তার ভাতারের কাছে জং ধরা অকেজো মিগ বিমান কিনে প্রচুর টাকা লোপাট করছে।

ইরান বনাম ইজ্রায়েলের যুদ্ধে বাংলাদেশের জনগণ কে নতুন করে ভাবতে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী নব্য ইজ্রায়েল রাষ্ট্র ভারত কে মোকাবেলা করার মতন ন্যুনতম কোন আয়োজন বা সক্ষমতা আমাদের আছে কি না!

ভারতের দালাল চক্র যুক্তি দেয় যে ভারত যদি পণ্য পাঠানো বন্ধ করে, বাণিজ্য নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশের জনগণ তো না খেয়ে মরবে!
না খেয়ে উত্তর কোরিয়া মরেনাই।

বাংলাদেশের লোভী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এর হাত থেকে অর্থনীতির চাবিকাঠি কেড়ে নিতে হবে।

কে করবে এই কাজ? আমি? আপনি?

কেউ না, বেড়ালের গলায় ঘন্টা বাঁধার কেউ নাই।

মাটিতে পড়ে মার খাওয়ার দিন আসতেছে, রেডি হন.......

জায়গা টা কই চিনলে কমেন্ট করুন 🖤
20/06/2025

জায়গা টা কই চিনলে কমেন্ট করুন 🖤

ইরান ইজরায়েল যুদ্ধে ইজরায়েলের অনেক ক্ষতি হলেও ইরান এই যুদ্ধে জিতবে না।। কারন এই যুদ্ধে ইরানের প্রতিপক্ষ শুধু ইজরায়েল না,...
17/06/2025

ইরান ইজরায়েল যুদ্ধে ইজরায়েলের অনেক ক্ষতি হলেও ইরান এই যুদ্ধে জিতবে না।। কারন এই যুদ্ধে ইরানের প্রতিপক্ষ শুধু ইজরায়েল না,তাদের প্রতিপক্ষ স্বয়ং তার প্রতিবেশী মুসলিম দেশগুলো।। আর ইজরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা না থাকলে ইরান এতোদিনে ইজরায়েলকে মাটির সাথে মিশায় দিতো।।

আমি জানি ইরান এই যুদ্ধে হারবে।তারপরও ইরানকে আমি স্যালুট জানাই।।কারন তারাই একমাত্র দেশ হিসেবে ইজরায়েলকে কাঁপুনি ধরাতে পেরেছে।। ইজরায়েলের যে ক্ষতিটা ইরান করেছে তা হয়তো পুরোপুরি খবর মিডিয়াতে আসতেছে না।।কিন্তু ইজরায়েলের ক্ষতি ভয়াবহ।।

যাইহোক, মধ্যপ্রাচ্যে আর কোন মুসলিম দেশ গলা উচু করে কথা বলার সুযোগ হবে না, সবাই ইজরায়েলকে বাপ মেনে নিয়ে মাথা নত করে চলতে হবে।।মুসলমানরা এমনি, তারা শিয়া সুন্নী নিয়ে থাকুক।। অর্থ নারী মাদক এগুলো তাদের জীবন সঙ্গ।।অপরদিকে ইহুদীরা এগিয়ে যাচ্ছে দোর্দন্ড প্রতাপে।।।

সর্বশেষ প্রিয় খামেনীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, হয়তো আর বেশিদিন আপনি নশ্বর পৃথিবীতে থাকবেন না,কিন্তু একজন সাহসী মুসলিম হিসেবে আপনি দীর্ঘদিন আমাদের মনের কোঠায় থেকে যাবেন।।
আল্লাহ আপনাকে হেফাজত করুক।।

কোটবাড়ি একাদশ এর জন্য শুভকামনা রইল  fans
15/06/2025

কোটবাড়ি একাদশ এর জন্য শুভকামনা রইল
fans

😭
13/06/2025

😭

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।

গতকাল ভারতে ২৪২ আরোহীসহ এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হয়, এতে ২৪১ জনই মারা যায়, বিমানটি পাশের মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে, এতে লাঞ্চ করতে থাকা ৩০ জন স্টুডেন্ট মারা যায় ..

(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করা)

06/06/2025

আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

06/06/2025

২ হাজার টাকায় গাড়ির টিকিট কিনলে পোলাপান খাবে কী, আর এজন্য ঢাকা থেকে সাইকেলে গাইবান্ধা যাচ্ছিলেন এক বাবা।💔

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Kotbari আমাদের কোটবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share