Our Kotbari আমাদের কোটবাড়ি

Our Kotbari আমাদের কোটবাড়ি Kotbari.Comilla. Bangladesh

22/08/2025
22/08/2025

কোটবাড়ী শালবন বিহার মাঠ থেকে শুভ অপরাহ্ন

আপনাদের কি মনে আছে ২০১৯-২০ সালে প্যান্ডেমিকের সময় তুরস্ক, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ পৃথিবীর অনেক দেশ তাদের সাধারণ না...
04/08/2025

আপনাদের কি মনে আছে ২০১৯-২০ সালে প্যান্ডেমিকের সময় তুরস্ক, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ পৃথিবীর অনেক দেশ তাদের সাধারণ নাগরিকদের নেওয়ার জন্য পুরো প্লেন পাঠিয়ে দিয়েছিল?
চলুন এবার মূল কথায় আসি।

আমি আগেও বহুবার বলেছি—আমার জন্মদেশের অধিকাংশ রাজনৈতিক নেতার সন্তানরা বিদেশে লেখাপড়া করে কিংবা সেখানেই স্থায়ী হয়। রাজনৈতিক ক্ষমতার রদবদল হলেই তারা উন্নত দেশগুলোতে আশ্রয় নেয়। সেখানে তাদের নিজস্ব বাড়িঘর রয়েছে। আরাম-আয়েশে তারা বসবাস করে।

আর আপনি পল্টনে লগির মাথায় ঝান্ডা ওড়ানো ডান্ডা হাতে দাঁড়িয়ে নেতার জন্য স্লোগান দেন, অথচ বিপদের সময় সেই নেতা ঠিকই আপনাকে ছেড়ে চলে যায় বিদেশে। আপনি কি কখনো একবারও চিন্তা করেছেন—পৃথিবীর অন্যান্য দেশগুলো কীভাবে এগিয়ে যাচ্ছে আর আমরা কেন পিছিয়ে আছি?

উন্নত দেশগুলোতে কোনো সন্তানের পিতা-মাতা মারা গেলেও সরকার তার দায়িত্ব নেয়। সরকারই তাদের লালন-পালন করে এবং উচ্চশিক্ষিত করে তোলে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার জন্য কাউকে কারো দ্বারে দ্বারে ঘুরতে হয় না।

আর আমার জন্মদেশে? আপনি যদি মারা যান, আপনার কোনো নেতা বা রাজনীতিবিদ কি আপনার সন্তানকে দেখতে আসবে? তার ভরণপোষণ বা লেখাপড়ার দায়িত্ব নেবে? বিবাহযোগ্য মেয়ে থাকলে, তার বিবাহের ব্যবস্থা করবে?

স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও—আজও আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমরা কি আমাদের জন্য সঠিক নেতৃত্ব বেছে নিতে পারি না?

সরকারি হাসপাতালগুলোতে গিয়ে দেখা যায়—হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ঘুরছে, কিন্তু কেউ সঠিক চিকিৎসাটা পর্যন্ত পাচ্ছে না। বাধ্য হয়ে মানুষ প্রতিবেশী দেশগুলোতে চিকিৎসার জন্য যাচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও কেন লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় মারা যায়? কখনো কি ভেবে দেখেছি? নাকি চাটুকারিতা আমাদের বিবেকের চোখকে অন্ধ করে দিয়েছে?

কেউ কথা রাখে না, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেল মা, কেউ কথা রাখলো না। সবাই শুধু জনগণের চোখের সামনে মূলা ঝুলিয়ে রেখেছে।

পরিশেষে এইটুকুই বলবো—জুলাই বিপ্লব আমাদের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আগামীতে আমাদের ভাগ্য আমাদেরই গড়তে হবে। হয়তো এই সুযোগ দ্বিতীয়বার আসতে বহু বছর পেরিয়ে যাবে। তাই সিদ্ধান্ত আপনার হাতেই—আপনি কি আপনার সন্তান ও পরিবারের ভবিষ্যতের জন্য একটি সুন্দর রাষ্ট্র গড়বেন, নাকি চাটুকারিতার জন্য ঝান্ডা হাতে পল্টনে দাঁড়িয়ে থাকবেন?

02/08/2025

কুমিল্লা BARD-এ ৫৩টি শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ৮ম শ্রেণি পাশেও আবেদন করা যাবে।
বিস্তারিত কমেন্টে-

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ও মহিলা) খেলোয়াড় হিসেবে যোগ দিনসেনাবাহিনীতে যোগদানে নির্ধারিত কোনো সুযোগ নেই। শুধ...
31/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে (পুরুষ ও মহিলা) খেলোয়াড় হিসেবে যোগ দিন

সেনাবাহিনীতে যোগদানে নির্ধারিত কোনো সুযোগ নেই। শুধুমাত্র সেনাসদস্যদের খেলাধুলায় অসাধারণ কৃতিত্বের জন্য সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি

খেলোয়াড় প্রার্থীদের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু: ২৫ জুলাই ২০২৫ এবং শেষ ০৮ আগস্ট ২০২৫

সেনা বাহিনীতে খেলোয়াড় হিসেবে সৈনিক পদে সরাসরি যোগদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে "৪৬ তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স"-এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ২০২৫ সালের মধ্যে যে সকল খেলোয়াড় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছেন, তারা আবেদন করতে পারবেন।

🔹 ১। সৈনিক পদে খেলোয়াড় নিয়োগ:

পুরুষ প্রার্থীদের জন্য খেলাধুলা:

অ্যাথলেটিক্স
ফুটবল
ভলিবল
বাস্কেটবল
হ্যান্ডবল
আর্চারী
ক্রিকেট
জিমন্যাস্টিক
বক্সিং
সাঁতার
জুডো
কারাতে
তায়কোয়ানডো
টেনিস
ওয়েটলিফটিং

মহিলা প্রার্থীদের জন্য খেলাধুলা:
অ্যাথলেটিক্স
ফুটবল
ভলিবল
আর্চারী
হ্যান্ডবল
জিমন্যাস্টিক
জুডো
কারাতে
তায়কোয়ানডো
টেবিল টেনিস
সাঁতার
🔹 ২। শিক্ষাগত যোগ্যতা:

*ন্যূনতম জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

তবে যাদের খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য রয়েছে, তারা শিক্ষাগত যোগ্যতা শিথিলতার আওতায় আবেদন করতে পারবে।

🔹 ৩। সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে ভর্তি হওয়ার শর্তাবলী:

*শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।
*নির্ধারিত উচ্চতা ও ওজন থাকতে হবে।
*সংশ্লিষ্ট খেলায় অভিজ্ঞ ও প্রশিক্ষিত হতে হবে।

🔹 ৪। আবেদনের নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীদের নিচের ই-মেইলে আবেদন পাঠাতে হবে:

📧 [email protected]
📞 ০১৭৬৯০২৩৯০৬

আবেদনের সাথে যেসব কাগজপত্র দিতে হবে:

জীবনবৃত্তান্ত;
*খেলাধুলায় কৃতিত্বের সনদ ও সনদপত্র
*শিক্ষাগত যোগ্যতার সনদ
*জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি
*ছবি (পাসপোর্ট সাইজ)
*মোবাইল নম্বর:

🟩 মনে রাখবেন:
এই নিয়োগ সম্পূর্ণভাবে সেনাবাহিনীর খেলাধুলা ও দক্ষতার ভিত্তিতে হবে। কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়ানো থেকে বিরত:

17/07/2025

📢 ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট অফার!

আগামীকাল থেকে নির্দিষ্ট কোড ডায়াল করে পেয়ে যান ফ্রি ইন্টারনেট 🆓📶

✅ গ্রামীণফোন: *121*1807 #
✅ রবি: *4*1807 #
✅ বাংলালিংক: *121*1807 #
✅ টেলিটক: *111*1807 #

⏳ সময় সীমিত, তাই কোডটি ডায়াল করুন আগামীকালই!

Address

Cumilla
KOTBARI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Kotbari আমাদের কোটবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share