SAMME HASAN

SAMME HASAN ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার জীবনের সাথে জড়িয়ে থাকা প্রতিটি মানুষ।🥰
(1)

‘প্রায়োরিটি'💫 জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ...
01/06/2025

‘প্রায়োরিটি'💫 জিনিস টা 'ভিক্ষা' করে চেয়ে নেওয়ার মতো জিনিস না! 'তুমি আমাকে প্রায়োরিটি দাও না কেনো?' টাইপের অভিযোগ করে লাভ নাই! অভিযোগ করে কেউ কোনোদিন প্রায়োরিটি পায় নাই! প্রায়োরিটি জিনিস টা মন থেকে আসে! আপনাকে যে প্রায়োরিটি দিবে, সে আপনাকে মাথায় তুলে রাখবে! আপনি দেখবেন আপনি না চাইতেই সে গোটা দুনিয়া আপনার পায়ের কাছে এনে হাজির করে রাখছে! ❤️

31/05/2025
জীবনে প্রতিটি দিন ই ঝরে যাওয়া ফুলের মতো,,,,,,,
24/04/2025

জীবনে প্রতিটি দিন ই ঝরে যাওয়া ফুলের মতো,,,,,,,

👉জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তি...
19/01/2025

👉জীবনে যে-কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে। সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়ত পূরণ হয় ঠিকই, তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না।

১৭ বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে, ৩২ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে।

১৮ বছর বয়সে সমবয়সী কারো সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিকশায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে, ৩৬ এ পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক লাগবেই তার কোনো গ্যারান্টি নাই।

২১ বছর বয়সে ভার্সিটির বন্ধুবান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যেই আনন্দ পাওয়া যাবে, ৪০ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে।

একদিন নিজের ছাদে বাগান করব, এই আশায় বসে থেকে যেই মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগাল না, ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়ই নেই।

একদিন চাকরি করে বাবা-মাকে দামী দামী জিনিস কিনে দেয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই, কিন্তু ততদিনে মা-বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে।

জীবনের ছোটখাট সাধ আহ্লাদ খুব দামী জিনিস। এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে, সতেজ রাখে, প্রাণবন্ত রাখে। মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবের নীরব হাহাকারে! এজন্য সময় থাকতেই এসব শখ পূর্ণ করে ফেলতে হয়।

অনেক টাকা জমলে একদিন খাব, এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাচ্চিটা। বিশ্বাস করুন, জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন।

দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিকশা ডেটিংয়ের অফারটা দিয়ে দেখুন। রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুডখোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান। লিখে নিন, লাইফের সেরা রোমান্সটা পাবেন।

পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন, চল ব্যাটা, সাজেক যাব। আজকেই যাব, এক্ষণি যাব। ব্যাগ গুছিয়ে নে, বাস ধরতে হবে।

নিজের ছাদে বাগান হবে, এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা। টিউশানির টাকায় কম দামেই কিনে ফেলুন বাবা-মায়ের জন্য শার্ট বা শাড়ি, হোক না সুতি, শখ পূরণটাই বড় কথা!

মনে রাখবেন, একদিন সব হবে - এই আশায় যে নিজেকে বঞ্চিত করে, তার জীবনে কিছুই হয় না। তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায়, শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে।

Copy

- আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক -          - আমার মায়ের আয়ুর সঙ্গে - - তবুও হাজার বছর বেঁচে থাকুক আমার মা..!���কোথা...
13/12/2024

- আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক -
- আমার মায়ের আয়ুর সঙ্গে -
- তবুও হাজার বছর বেঁচে থাকুক আমার মা..!���কোথাও এমন কেউ নেই মা ছাড়া।

বছরের শেষ প্রান্তে এসে ভাবি, সময় কীভাবে কেটেছে।কিছু মুহূর্ত রঙিন স্বপ্নের মতো হৃদয়ে আঁচড় কেটেছে।আবার কিছু ক্ষত দাগ হয়ে র...
13/12/2024

বছরের শেষ প্রান্তে এসে ভাবি,
সময় কীভাবে কেটেছে।
কিছু মুহূর্ত রঙিন স্বপ্নের মতো হৃদয়ে আঁচড় কেটেছে।
আবার কিছু ক্ষত দাগ হয়ে রয়ে গেছে মনের গভীরে।

প্রাপ্তির উচ্ছ্বাস কখনো কখনো স্বপ্ন দেখিয়েছে,
আর হারানোর বেদনাগুলো নিঃশব্দে চোখ ভিজিয়েছে।

জীবন তার নিজস্ব নিয়মে এগিয়েছে,
স্মৃতিগুলো হয়তো একদিন ভুলে যাবে,
তবে তাদের ছাপ মুছে যাবে না।

___❐ মাহবুব সরদার সবুজ

আমাদের চিন্তা ভাবনা যত সুন্দর,  আমাদের প্রিয় মানুষ টাও ঠিক ততটাই সুন্দর 🖤✨
12/12/2024

আমাদের চিন্তা ভাবনা যত সুন্দর, আমাদের প্রিয় মানুষ টাও ঠিক ততটাই সুন্দর 🖤✨

মেয়েটা immature, বেশি emotional, পাগলামি করে সারাক্ষণ, জ্বালায় আপনাকে তাইনা ?  তাহলে শুনুন-Immaturity is beauty.  Immatu...
18/11/2024

মেয়েটা immature, বেশি emotional, পাগলামি করে সারাক্ষণ, জ্বালায় আপনাকে তাইনা ? তাহলে শুনুন-
Immaturity is beauty.
Immaturity is innocent & loyalty
Immaturity is feel, fear & pure.
Immaturity is soul, love, care & cure.❤
দুজনে সারাক্ষণ Mature দের মত আচরণ করলে সেটা আর ভালোবাসা থাকে নারে ভাই। সেখানে একটা আত্মসম্মানবোধ দুজনকে সামজিক দায়বদ্ধতা থেকে বাঁধা দেয়। একসাথে থাকাটাই সবকিছু নয়।
ভালোবাসা কোন অফিস না, এখানে এতো punctuality এর কিছু নেই। যে তোমার গায়ের গন্ধটাকে এখনো প্রিয় একটা গন্ধ বানাতে পারে নি, তুমি একদিন না থাকলে যে তোমার জন্য একবেলা মিস করে ঘুমাতে পারে নি,যাকে পিছন থেকে চোখে ধরলে বুঝতে পারে না এটা কার হাত,সেখানে maturity দিয়ে তুমি কি করবা বলো তো?

কি হবে জীবনে এত mature আর perfect মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে, যদি বছরের পর বছর একসাথে কাটানোর পরও নিজেদের একটা গল্পই না থাকে।

যদি মনে কর, তোমার মানুষটাকে perfect আর alrounder হতেই হবে, তাহলে তুমিও জেনে রাখো,সে perfect হলে তোমাকে নয় তোমার থেকে আরো ভালো কাউকে deserve করবে। ভালবাসার জন্য perfection এর দরকার পরেনা, ভালবাসতে গেলে সুন্দর একটা মনের মানুষের প্রয়োজন হয়❤️

খুব সহজভাবে বলি, মানুষ কখনো Perfect হতে পারে না।
কারন Perfect মানেই হল পূর্ণ,সম্পূর্ণ । Perfect মানুষের কোন কিছুর প্রয়োজন হয় না। সুতরাং যে Perfect তার আপনাকেও দরকার নেই ।💔
আর মানুষ কখনো পারফেক্ট হয়না, নিজের মতো করে পারফেক্ট বানিয়ে নিতে হয়।💝

A love language—a question that has the power to erase a lot of accumulated sadness. In the midst of a hectic schedule, ...
06/11/2024

A love language—a question that has the power to erase a lot of accumulated sadness. In the midst of a hectic schedule, whoever cares about whether you are okay or not, cares about your inner well-being; hold them close. Take care of their love, pay attention to their every little word, give them time and the affection they deserve. A simple act of care is heroic.

However, I miss that human being.

Address

Cumilla, Rajgonj
Cumilla

Telephone

+8801612050995

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAMME HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share