Daily Bhorer kolam

Daily Bhorer kolam দেশ-বিদেশ এর সকল তাজা খবর জানতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন...

খাগড়াছড়ির পানছড়িত সীমান্তে ভারতীয় নাগরিক আটক আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ...
31/07/2025

খাগড়াছড়ির পানছড়িত সীমান্তে ভারতীয় নাগরিক আটক
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন লোগাং বাজার এলাকা থেকে দুইটি পাঠা ছাগলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার, ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার দেশরাই পাড়ার বাসিন্দা শ্রী জেমোসিং ত্রিপুরা (৪৫) সীমান্ত অতিক্রম করে লোগাং বাজার এলাকায় প্রবেশ করেন। এসময় তিনি পাঠা ছাগল কিনে ভারত ফেরার চেষ্টাকালে বৌদ্ধমনিপাড়া বিওপি অধীনস্থ ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম।

আটকের সময় তার সঙ্গে দুটি পাঠা ছাগলও জব্দ করা হয়। পরে তাকে বিজিবির হেফাজত থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্ধ্যায় পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে আইনগত প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে খাগড়াছড়ি সদর জেল হাজতে পাঠানো হবে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

31/07/2025
খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা, সর্বোচ্চ বরাদ্দ স্বাস্থ্য খাতেআরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি পৌরস...
31/07/2025

খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা, সর্বোচ্চ বরাদ্দ স্বাস্থ্য খাতে
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বাজেটে রাজস্ব আয় ও ব্যয় সমানভাবে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, আর সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই খাতে। নাগরিকদের ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। পৌর এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা, মশা নিধন, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও পৌর স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসক জানান, শহরের নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

অন্যদিকে, সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে, যা প্রমাণ করে বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেটে উল্লেখযোগ্যভাবে নতুন কোনো কর আরোপ করা হয়নি। পৌর প্রশাসক জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা দেওয়া সঠিক হবে না। এ কারণে বিদ্যমান কর কাঠামো বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। পৌরবাসীর জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা মেরামত, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, পাইপলাইনের সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা নাগরিক সেবার মানোন্নয়ন ও স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

মাদক, জুয়া ও কিশোর গ্যাংনির্মূলে কঠোর অবস্থানে প্রশাসনআক্কাস আল মাহমুদ হৃদয়:বুড়িচং উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্...
31/07/2025

মাদক, জুয়া ও কিশোর গ্যাং
নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন
আক্কাস আল মাহমুদ হৃদয়:
বুড়িচং উপজেলায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সভায় জানানো হয়, মাদক ও জুয়া নির্মূলে পুলিশ বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সজাগ ভূমিকা পালন করছে। গত এক মাসে বুড়িচং থানা পুলিশ ১৪টি মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশ ১টি মামলায় ২ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৫টি মামলায় ৮ জন, বিজিবি ৩টি মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানে ১০১ কেজি গাঁজা, ৭,০৫০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল ও ৯৯ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এছাড়া সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে গবাদিপশুর টিকা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাল্যবিবাহ রোধে ইউনিয়ন পরিষদের সদস্যদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. ফরহাদ আবেদীন ভূইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, আনসার ভিডিপির আজহার, ইউপি সদস্য আবদুল হক ও মো. জসিম উদ্দিন, বিজিবির প্রতিনিধি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, “মাদক, জুয়া ও কিশোর গ্যাং সমাজের জন্য ভয়াবহ হুমকি। এগুলো দমনে প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে।”

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ পালনআরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:ন্যায়বি...
31/07/2025

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। তিনি বলেন, “বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষ, আইনজীবী ও ছাত্র সমাজের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। আজ দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে।”

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর এবং জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম।

সমাবেশে আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সমাবেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়।

খাগড়াছড়িতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি সম্পন্নআরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধ...
31/07/2025

খাগড়াছড়িতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি সম্পন্ন
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার স্বাস্থ্যসচেতনতা ও জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদাতা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এ কর্মসূচির আয়োজন করে "খাগড়াছড়ি প্লাস"। এ আয়োজনের সহযোগিতায় ছিল খাগড়াছড়ি মেডিকেল সেন্টার।

কর্মসূচিতে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী “খাগড়াছড়ি প্লাস” অ্যাপে রক্তদাতা হিসেবে নিবন্ধিত হন। আয়োজকরা জানান, এই রক্তদাতাদের তথ্য ভবিষ্যতে জেলার জরুরি রক্তচাহিদা মেটাতে তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে।

এছাড়া শহরের ইজিবাইক, সিএনজি, মাহিন্দ্রা ও পিক-আপ চালকদের তথ্য ‘গুরুত্বপূর্ণ সেবা’ বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ কিংবা যাত্রীদের জরুরি প্রয়োজনে সহজেই চালকদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্লাস অ্যাপের প্রতিষ্ঠাতা হাছানুল করিম, খাগড়াছড়ি মেডিকেল সেন্টার-এর ম্যানেজার সাইদুর রহমান, খাগড়াছড়ি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশন-এর সভাপতি কামরুল ইসলাম, এবং অন্যান্য স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীরা।

আয়োজকরা জানান, জেলার জনগণ যেন ঘরে বসেই স্বাস্থ্য, চাকরি, জরুরি সহায়তা ও নাগরিক সেবা পেতে পারে সে লক্ষ্যেই "খাগড়াছড়ি প্লাস" অ্যাপ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক ও জনসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান। উল্লেখ্য, “খাগড়াছড়ি প্লাস” একটি জেলাভিত্তিক ডাইনামিক অ্যাপ, যা স্বাস্থ্য, জরুরি সেবা, পরিবহন, চাকরি ও নাগরিক সহায়তায় তথ্যপ্রযুক্তিভিত্তিক সমাধান প্রদান করে আসছে।

31/07/2025

চান্দিনায় সাড়ে ৩ হাজার ইয়াবা ও ৫৩ লক্ষ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
ভিডিও: আকিবুল ইসলাম হারেছ।



Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bhorer kolam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Bhorer kolam:

Share

পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী

পবিত্র মাহে রমজানের ইফতার ও সেহরীর সময়সূচী